Sikkim Travel Plan: বরফের চাদরে মোড়া নর্থ সিকিম যেন স্বপ্নসুন্দর, সুইৎজারল্যান্ডের থেকে কোনও অংশে কম না! ঘুরে আসুন
- Reported by:SUROJIT DEY
- hyperlocal
- Published by:Raima Chakraborty
Last Updated:
Sikkim Travel Plan: নর্থ সিকিম শীতে এক অসাধারণ গন্তব্য। পুরো এলাকা বরফে ঢাকা থাকে, যা সুইৎজারল্যান্ডের চেয়ে কোনও অংশে কম নয়। জানুন বেড়ানোর খুঁটিনাটি।
advertisement
1/7

বরফের চাদরে মোড়া সুইজারল্যান্ড কমবেশি সবার ড্রিম ডেস্টিনেশন। আপনারও কি ইচ্ছে আছে? কিন্তু পকেট সায় দিচ্ছে না? তা হলে এবার সুইজারল্যান্ড ছেড়ে প্ল্যান করুন নর্থ সিকিমের।
advertisement
2/7
নর্থ সিকিম শীতে এক অসাধারণ গন্তব্য। পুরো এলাকা বরফে ঢাকা থাকে, যা সুইজারল্যান্ডের চেয়ে কোনও অংশে কম নয়। স্বল্প খরচেই হবে তুষারপাতে মিলিয়ে যাওয়ার সুযোগ। কিভাবে যাবেন আর কত খরচা আনুমানিক জানাচ্ছেন পর্যটন ব্যবসায়ী সব্যসাচী রায়।
advertisement
3/7
নর্থ সিকিম যেতে হলে প্রথমে শিলিগুড়ি বা বাগডোগরা বিমানবন্দর বা নিউ জলপাইগুড়িরেলস্টেশন যেতে হবে।সেখান থেকে গ্যাংটক পৌঁছতে প্রাইভেট গাড়ি বা শেয়ার ট্যাক্সি পাওয়া যায়।
advertisement
4/7
লাচেন এবং লাচুং গ্রামে বেশ কিছু হোটেল এবং হোমস্টে আছে। প্রতি রাতের জন্য ১৫০০-৩০০০ (প্রতি রুম) খরচ হতে পারে। সেখানে আমিষ নিরামিষ সুস্বাদু মনপসন্দ খাবারও মন জয় করবে। প্রতিদিন প্রতি ব্যক্তির জন্য ৫০০-১০০০ টাকা খরচ হতে পারে খাওয়া দাওয়ার জন্য। তবে কম বেশি পুরোটাই নির্ভর করবে নিজস্ব চাহিদার ওপর।
advertisement
5/7
নর্থসিকিম মানেই গুরুদংমার লেক-১৭,১০০ ফুট উচ্চতায় বরফে ঢাকা এই লেক শীতকালে জমে যায়। রয়েছে জিরো পয়েন্ট-১৫,৩০০ ফুট উচ্চতায় বরফে মোড়া অসাধারণ প্রাকৃতিক দৃশ্য। ইয়ামথাং ভ্যালি- ফুলের উপত্যকা, শীতে বরফাচ্ছন্ন হয়ে যায়। থাঙ্গু ভ্যালি- শীতকালে তুষারে ঢাকা অপূর্ব উপত্যকা। ইতিমধ্যেই তুষারপাত শুরু হয়েছে সিকিমে
advertisement
6/7
নর্থ সিকিম ঘুরতে এলে সাধারণত ২ রাত ৩ দিনের প্যাকেজই যথেষ্ট। প্রথম দিন, গ্যাংটক থেকে লাচেন।দ্বিতীয় দিন, গুরুদংমার লেক ভ্রমণ এবং লাচুংয়ে রাত যাপন।তৃতীয় দিন, ইয়ামথাং ভ্যালি ও জিরো পয়েন্ট ভ্রমণ করে গ্যাংটক ফেরা। আর এই ট্যুরের জন্য খরচা হতে পারে মাত্র সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকা। শীতে নর্থ সিকিম হয়ে ওঠে বরফ সুন্দরী। তাই সঠিক পরিকল্পনা শুরু করুন এখন থেকেই।.
advertisement
7/7
শীত বাড়ার সঙ্গে সঙ্গে পারদ পতনও হয় দ্রুত। এই সময় তাপমাত্রা -১০°C থেকে -২৫°C পর্যন্ত নামতে পারে। তাই প্রয়োজনীয় গরম কাপড়ের জামা এবং শ্বাসের সমস্যা থেকে বিরত থাকতে, উচ্চতা জনিত অসুস্থতার হাত থেকে বাঁচতে প্রয়োজনীয় ঔষধপথ্য সঙ্গে রাখা অত্যন্ত জরুরি।
বাংলা খবর/ছবি/জলপাইগুড়ি/
Sikkim Travel Plan: বরফের চাদরে মোড়া নর্থ সিকিম যেন স্বপ্নসুন্দর, সুইৎজারল্যান্ডের থেকে কোনও অংশে কম না! ঘুরে আসুন