Manasha Puja 2023: মায়ের পুজোয় এখানে ভোগ হয় আমিষ, রুই, কাতলা, ইলিশের ভোগ
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
Manasha Puja 2023: জলপাইগুড়ির ঐতিহ্যবাহী মনসা পুজো।!৫১৪ বছর ধরে চলে আসা রাজবাড়ির মনসা পুজোয় ভক্তের ঢল৷
advertisement
1/7

: শুক্রবার থেকে শুরু হল জলপাইগুড়ির ঐতিহ্যবাহী মনসা পুজো। কথিত আছে ১৫০৯ সালে রাজবাড়ী পাড়াতে অবস্থিত বৈকন্ঠপুর রাজবাড়ীর মনসা পুজো শুরুর এবার ৫১৪ বছর। আজও পুজোকে কেন্দ্র করে উত্তরবঙ্গ , অসম, নেপাল সহ দূর-দূরান্ত থেকে ভক্তরা ছুটে আসে জলপাইগুড়ি রাজবাড়ির মনসা মন্দিরে, স্কুল থেকে ছুটি পায় খুদে পড়ুয়ারা।
advertisement
2/7
আজও এই মনসা পূজো এবং মেলার ঐতিহাসিক ভূমিকা বোঝা যায় কারণ রাজবাড়ির মনসা পুজো উপলক্ষ্যে এদিন বন্ধ থাকে জলপাইগুড়ি শহর এবং শহর সংলগ্ন গ্রামীন এলাকার প্রাথমিক স্কুলগুলি, কোনও কোনও বিদ্যালয় দেয় অর্ধ দিবসে ছুটি।, এই প্রাচীন ঐতিহাসিক পূজো এবং মেলার জন্যে।
advertisement
3/7
এই পুজোর মূল আকর্ষণগুলির মধ্যে রয়েছে অষ্ট নাগের পূজো৷ যা হয়ে আসছে পাঁচশো বছর ধরে সঙ্গে বিষহরি গান ও মেলা। এছাড়া পুজোর আয়োজনেও রয়েছে ভিন্ন স্বাদ, রাজবাড়ি মনসা পুজোয় মাকে ভোগ দেওয়া হয় আমিষ।
advertisement
4/7
বর্তমানে পুজোর প্রথম দিনেই বলি দেওয়া হয় পাঁঠা, আখ, হাঁস অথবা পায়রা । পুজোকে ঘিরে আজও বসে মেলা । রাজবাড়ির মনসাপুজো আর মেলা আজও যেন ফুটিয়ে তোলে জলপাইগুড়ির প্রাচীন ঐতিহ্যকে।
advertisement
5/7
শুক্রবার থেকে ২৩ অগাস্ট পর্যন্ত চলবে এই মেলা এবং পুজো ।এই পুজোকে কেন্দ্র করে রাজ পরিবারের সদস্যরা একত্রিত হয়ে মনসা পূজাতে অংশগ্রহণ করেন। মনসা মন্দির থেকে সামান্য দুরে রাজবাড়ির সিংহ দুয়ারের সামনের ফাঁকা জায়গায় বসেছে মেলা । মেলাতে খাবারের দোকান থেকে শুরু করে রকমারি জিনিসের সম্ভার নিয়ে বিভিন্ন জেলা থেকে এসেছেন বিক্রেতারা।
advertisement
6/7
শুক্রবার সকাল থেকেই শুরু হয়েছে পুজো ,বেলা বাড়তেই মেলার দেখতে মানুষের ঢল নামবে এমনটাই আশা করছেন মেলায় পসরা নিয়ে বসা ব্যাবসায়ীরা। পুজোর তিন দিন মাকে রুই ,কাতলা, ইলিশের ভোগ দেওয়া হয়, সঙ্গে চলে মা মনসার গান।
advertisement
7/7
পুজো প্রসঙ্গে রাজ পুরোহিত শিবু ঘোষাল জানান, আমিষ ভোগ দিয়েই শুরু হয় ৫১৪ বছর ধরে চলে আসা রাজবাড়ির মনসা পুজো। Input- Surajir Dey
বাংলা খবর/ছবি/জলপাইগুড়ি/
Manasha Puja 2023: মায়ের পুজোয় এখানে ভোগ হয় আমিষ, রুই, কাতলা, ইলিশের ভোগ