TRENDING:

Kedarnath Temple: দেবাদিদেব মহাদেবের প্রতি ভক্তিতে অবিচল কালিম্পংয়ের যুবক বাড়ি থেকে পায়ে হেঁটে যাচ্ছেন কেদারনাথে

Last Updated:
Kedarnath Temple: তার লক্ষ্য আগামী ৭২ দিনের মধ্যে উত্তরাখণ্ড রাজ্যের কেদারনাথ ধামে পৌঁছে শিবের মাথায় জল ঢালা।তার নিজের এলাকায় শান্তি ও উন্নতির পাশাপাশি বিশ্ব শান্তির বার্তা ছড়িয়ে দিতে সঙ্গমের এই পদযাত্রা সফলভাবে শেষ হোক কামনা সকলের।
advertisement
1/5
শিবভক্তিতে অবিচল কালিম্পংয়ের যুবক বাড়ি থেকে পায়ে হেঁটে যাচ্ছেন কেদারনাথে
পায়ে হেঁটেই মহাদেবদর্শনে এক শিব ভক্ত! খালি পায়ে হেঁটে কেদারনাথ ধামের উদ্দেশে পাড়ি দিল কালিম্পং জেলার মানঝিং সংলগ্ন পুবুঙ বস্তির এক শিবভক্ত।২২ বছরের যুবক সঙ্গম তামাঙ পেশায় একজন ইউটিউবার।গত পরশু ভোরে পুবুঙ থেকে হেঁটে রওনা হয় সে।
advertisement
2/5
পাহাড়ি পথে পাথরঝোড়া হয়ে ওদলাবাড়ি নেমে এসে জাতীয় সড়ক ধরে শিলিগুড়ি,বিধাননগর পেরিয়ে ইতিমধ্যেই বিহারের ঠাকুরগঞ্জ শহর ছাড়িয়ে এগিয়ে গিয়েছে সঙ্গম।
advertisement
3/5
তার কথায়, মোট ১৯০০ কিলোমিটারেরও বেশি পথ তাকে হাঁটতে হবে।ভগবান শিবের প্রতি তার ভক্তি ও ভালোবাসা,অদম্য মনের জেদ এবং পথে সাধারণ মানুষের সহযোগিতা ও আশীর্বাদে প্রতিদিন গড়ে ২৫-৩০ কিলোমিটার পথ হাঁটছে সঙ্গম।
advertisement
4/5
রাতে কোনও লোকালয়ের পাশে মন্দির বা ধর্মশালা,ক্লাবে বিশ্রাম নিয়ে পরদিন আবার পথ চলছে সে। সবকিছুই পরিকল্পনা মাফিক চলছে বলে ঠাকুরগঞ্জ শহর পেরিয়ে জানিয়েছে সঙ্গম।
advertisement
5/5
তার লক্ষ্য আগামী ৭২ দিনের মধ্যে উত্তরাখণ্ড রাজ্যের কেদারনাথ ধামে পৌঁছে শিবের মাথায় জল ঢালা।তার নিজের এলাকায় শান্তি ও উন্নতির পাশাপাশি বিশ্ব শান্তির বার্তা ছড়িয়ে দিতে সঙ্গমের এই পদযাত্রা সফলভাবে শেষ হোক কামনা সকলের।
বাংলা খবর/ছবি/জলপাইগুড়ি/
Kedarnath Temple: দেবাদিদেব মহাদেবের প্রতি ভক্তিতে অবিচল কালিম্পংয়ের যুবক বাড়ি থেকে পায়ে হেঁটে যাচ্ছেন কেদারনাথে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল