TRENDING:

Jalpaiguri Weather: এমনিতেই সৌন্দর্যে ভরপুর, জলপাইগুড়ি যেন হয়ে উঠল আরও আকর্ষণীয়! আবহাওয়ার এ কী খেলা

Last Updated:
Jalpaiguri Weather: জলপাইগুড়ি শহরের বিভিন্ন জায়গায় ভোর থেকে দেখা গেল আগুন জ্বালিয়ে তার চারপাশে গোল হয়ে তাপ নিচ্ছে মানুষ।
advertisement
1/5
এমনিতেই সৌন্দর্যে ভরপুর, জলপাইগুড়ি যেন হয়ে উঠল আরও আকর্ষণীয়! আবহাওয়ার এ কী খেলা
জলপাইগুড়ি: রবিবার রাত থেকেই তাপমাত্রা কমেছে। ঠান্ডা ,কুয়াশায় জলপাইগুড়ি জেলার মানুষ জবুথবু। জলপাইগুড়ির সর্বনিম্ন তাপমাত্রা ০.৭ডিগ্রি যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কম। জানালো কেন্দ্রীয় আবহাওয়া দফতর।
advertisement
2/5
শহরের বিভিন্ন জায়গায় ভোর থেকে দেখা গেল আগুন জ্বালিয়ে তার চারপাশে গোল হয়ে তাপ নিচ্ছে মানুষ । বেলা বাড়লেও কুয়াশাচ্ছন্ন চারপাশ। রোদের দেখা নেই।
advertisement
3/5
পিঠে পুলির পরেও সোমবার জাঁকিয়ে শীত ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে রয়েছে গোটা জলপাইগুড়ি জেলা। গতকালের তুলনায় পারদ নেমেছে অনেকটা।
advertisement
4/5
বেলা বাড়লেও মিলছে না সূর্যের দেখা। তাই ঠান্ডায় জবুথবু জেলা বাসী ময়নাগুড়ি,ধূপগুড়ি,বানারহাট সহ ডুয়ার্সের বিস্তীর্ণ এলাকা । সর্বনিম্ন তাপমাত্রা আজ ৯ ডিগ্রি সেলসিয়াস এবং শহরজুড়েই ঘন কুয়াশায় ভরা ৩১ নম্বর জাতীয় সড়কের গাড়ি চলছে আস্তে এবং শুধু তাই নয় ব্যস্ত জীবন অলসে পরিণত হয়েছে ।
advertisement
5/5
শহর জলপাইগুড়ি পথে তেমনভাবে ভিড় লক্ষ্য করা যাচ্ছে না । কাজে ব্যস্ত মানুষ আগুনের উষ্ণতা গ্রহণ করছে।
বাংলা খবর/ছবি/জলপাইগুড়ি/
Jalpaiguri Weather: এমনিতেই সৌন্দর্যে ভরপুর, জলপাইগুড়ি যেন হয়ে উঠল আরও আকর্ষণীয়! আবহাওয়ার এ কী খেলা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল