TRENDING:

Jalpaiguri News: জলপাইগুড়ির রাজবাড়ি পার্কে আবার ভিড়, খুশি এলাকাবাসী

Last Updated:
সকাল থেকে পার্কের টিকিট কাউন্টার জন প্রতি পাঁচ টাকা করে টিকিট বিক্রি করা হচ্ছে। 
advertisement
1/7
জলপাইগুড়ির রাজবাড়ি পার্কে আবার ভিড়, খুশি এলাকাবাসী
প্রায় দুই বছর পর জলপাইগুড়ি রাজবাড়ি পার্ক খোলা খুলে গেল। এসজেডিএ (শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষ) উদ্যোগে পার্ক খুলে দেওয়া হল। এ দিন সকাল থেকে পার্কের টিকিট কাউন্টার জন প্রতি পাঁচ টাকা করে টিকিট বিক্রি করা হচ্ছে।
advertisement
2/7
কচিকাঁচাদের হইহুল্লোর দেখা যায়নি প্রায় বছর দেড়েক ধরে। বন্ধ পার্কের মূল ফটকে ভেতর থেকে তালা মেরে মনখারাপ করে এতদিন ডিউটি করতেন নিরাপত্তারক্ষী সহ অন্যান্য কর্মীরা।তবে আবারও প্রাণচঞ্চল হতে চলেছে জলপাইগুড়ির রাজবাড়ি পার্ক।
advertisement
3/7
করোনাকালে সরকারি নির্দেশিকা মেনেই বন্ধ করা হয়েছিল রাজবাড়ি পার্ক। এদিকে বরাতপ্রাপ্ত রক্ষণাবেক্ষণকারী সংস্থার মেয়াদ শেষ হওয়ায় বন্ধ পার্ক আর খোলেনি। নতুন করে টেন্ডার প্রক্রিয়ায় ৩ টি সংস্থা সাড়া দেয়। সর্বোচ্চ 'বিড' দেওয়া সংস্থাকেই দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংস্থার চেয়ারম্যান।
advertisement
4/7
সাফাই অভিযান চলবে বলে জানা গিয়েছে। টিকিটের নিয়মেও এসেছে বদল। মূল ফটক সংলগ্ন কাউন্টার থেকে একটি টিকিট কেটেই পার্কের ভেতরে থাকা শিশু উদ্যানে ঢুকতে পারবেন সকলে।আগে রাজবাড়ি পার্কের শিশু উদ্যানে প্রবেশের ক্ষেত্রে আবার আলাদা করে টিকিট কাটতে হোত।
advertisement
5/7
একথা বলতেই হয় যে পার্কের বাতি, সিসিটিভি গুলোর অবস্থা বেহাল। খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে এসজেডিএ-র তরফে জানা গিয়েছে।পার্কে টয়ট্রেন চালানোর দীর্ঘদিনের পরিকল্পনা এবার বাস্তবায়িত হতে চলেছে বলেও জানিয়েছেন এসজেডিএ চেয়ারম্যান।
advertisement
6/7
২০২০ সালে করোনার সংক্রমণ রুখতে দেশে লকডাউন ঘোষণা হয়েছিল। নির্দেশ মেনে জলপাইগুড়ি রাজবাড়ি পার্ক বন্ধ করা হয়। এরপর থেকে পার্ক বন্ধ, প্রায় দুই বছর পার্ক বন্ধ থাকার কারণে একাধিক পরিকাঠামো ভেঙে যায়। সংস্কার না হওয়ার পার্কের ভিতরে জঙ্গল ও লতাপাতায় ভয়ে গিয়েছে। পার্কের লোহার বিভিন্ন পরিকাঠামো মরচে ও ধুলোর প্রলেপ পরে গিয়েছে।
advertisement
7/7
রাজবাড়ি পার্কের ভিতরে শিশু উদ্যানের বেশিরভাগ পরিকাঠামো নষ্ট হয়ে যায় রক্ষণাবেক্ষণের অভাবে। অবশেষে দিন কয়েকের মধ্যে রাজবাড়ি পার্ক সংস্কার করে অবশেষে সাধারণ মানুষের জন্য পার্ক খুলে দেওয়া হল এ দিন থেকে। বেলুন দিয়ে সাজিয়ে তোলা হয় পার্ক। পার্ক খোলায় খুশি শহরবাসীর মধ্যে। এসজেডিএ কর্মী প্রশান্ত বর্মণবলেন," আজ থেকে খুলে দেওয়া হল পার্ক। পার্ক পরিস্কার করার কাজ প্রায় শেষ। কিছু কাজ বাকি আছে করা হচ্ছে।
বাংলা খবর/ছবি/জলপাইগুড়ি/
Jalpaiguri News: জলপাইগুড়ির রাজবাড়ি পার্কে আবার ভিড়, খুশি এলাকাবাসী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল