Jalpaiguri News : ওজন ৮ কেজি ৭০০! গাড়িতে করে কী পাচার করা হচ্ছিল নেপালে? জানলে চমকে যাবেন
- Published by:Piya Banerjee
Last Updated:
Jalpaiguri News : চুপচাপ পাচার করে দেওয়া হচ্ছিল নেপাল! গাড়ি ধরতেই সামনে এল ভয়ানক ঘটনা! জানুন কী ছিল তাতে!
advertisement
1/8

জলপাইগুড়িতে ফের বড় সড় সাফল্য বন দফতরের। পাচারের আগেই হাতে নাতে গ্রেপ্তার পাচারকারীরা। নেপালে পাচারের আগেই বৃহষ্পতিবার ২ পাচারকারীর ছক বানচাল করল বেলাকোবা রেঞ্জের বন দফতর। (লেখা ও ছবি: গীতশ্রী মুখার্জি)
advertisement
2/8
প্যাঙ্গোলিন পাচারের আগেই এদিন ২ জনকে গ্রেফতার করল বনকর্মীরা। বৃহস্পতিবার শিলিগুড়ির নৌকাঘাট মোড় থেকে গ্রেফতার করা হয় তাদের। (লেখা ও ছবি: গীতশ্রী মুখার্জি)
advertisement
3/8
ধৃতদের কাছ থেকে একটি জীবন্ত প্যাঙ্গোলিন উদ্ধার করা হয়। জানা গিয়েছে, একটি পূর্ণ বয়স্ক প্যাঙ্গোলিন উদ্ধার করেছেন ধৃতরা হলেন,বিজয় বানিয়া ছেত্রী ও শ্যাম রতন রসাইলি।(লেখা ও ছবি: গীতশ্রী মুখার্জি)
advertisement
4/8
দুইজনই কালিম্পংয়ের বাসিন্দা বলে সূত্রের খবর। বেলাকোবা বনদপদফতর সূত্রে জানা গিয়েছে, সিকিম থেকে একটি জীবন্ত প্যাঙ্গোলিন শিলিগুড়ির নৌকাঘাট হয়ে নেপালে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। সেই সময় বেলাকোবা রেঞ্জের বনকর্মীরা অভিযান চালিয়ে প্যাঙ্গোলিন সহ দুইজনকে গ্রেফতার করে ও একটি চারচাকা গাড়ি বাজেয়াপ্ত করে। (লেখা ও ছবি: গীতশ্রী মুখার্জি)
advertisement
5/8
ধৃতদের আগামীকাল জলপাইগুড়ি জেলা আদালতে পাঠানো হবে। এই প্রসঙ্গে উল্লেখ্য, জলপাইগুড়ি সহ ডুয়ার্সে কিছুদিন ধরেই জীবজন্তু পাচারের ছক ধরা পড়ছে। এর আগেও একাধিকবার এই ধরনের কাণ্ড ঘটেছে। (লেখা ও ছবি: গীতশ্রী মুখার্জি)
advertisement
6/8
নেপালে পাচারের আগে প্যাঙ্গোলিনটি (Pangolin) উদ্ধার করল আজ বৈকুন্ঠপুর বন বিভাগের বেলাকোবা রেঞ্জ অফিসের বনকর্মীরা। (লেখা ও ছবি: গীতশ্রী মুখার্জি)
advertisement
7/8
বন দফতর সূত্রে জানা গিয়েছে, বেলাকোবার রেঞ্জ অফিসার সঞ্জয় দত্তের কাছে গোপন সূত্রে খবর আসে একটি জীবন্ত প্যাঙ্গোলিন শিলিগুড়ি হয়ে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে। সেই সূত্রের ভিত্তিতে অভিযানে নামে রেঞ্জ অফিসের বনকর্মীরা। (লেখা ও ছবি: গীতশ্রী মুখার্জি)
advertisement
8/8
নৌকাঘাট দিয়ে যাত্রীবাহী গাড়িটি যেতে দেখে দাঁড় করানো হয়। গাড়িতে তল্লাশি চালাতেই প্যাঙ্গোলিনটি উদ্ধার হয়। অবৈধভাবে ওই বন্যপ্রাণী পাচারে যুক্ত থাকার অভিযোগে গাড়িতে থাকা দুই আরোহীকে গ্রেফতার করা হয়। উদ্ধার হওয়া প্যাঙ্গোলিনের ওজন ৮ কেজি ৭০০ গ্রাম। (লেখা ও ছবি: গীতশ্রী মুখার্জি)
বাংলা খবর/ছবি/জলপাইগুড়ি/
Jalpaiguri News : ওজন ৮ কেজি ৭০০! গাড়িতে করে কী পাচার করা হচ্ছিল নেপালে? জানলে চমকে যাবেন