TRENDING:

Haunted Place: বেগুনকোদর,ভানগড় ফেল! শাঁকচুন্নির কান্নায় আতঙ্ক, সূর্য ডুবলেই খেলা শুরু ভূতের

Last Updated:
Haunted Place: নিমগাছে ভূত, কামরাঙা গাছে শাঁকচুন্নি কাঁদছে, আতঙ্কে গোটা গ্রাম সূর্যাস্তের পর গৃহবন্দি
advertisement
1/6
বেগুনকোদর,ভানগড় ফেল! শাঁকচুন্নির কান্নায় আতঙ্ক, সূর্য ডুবলেই খেলা শুরু ভূতের
জলপাইগুড়ি: সন্ধ্যা হলেই নেমে আসে গ্রামের মধ্যে কান্নার শব্দ, গৃহবন্দি হয়ে যায় গ্রামের বাসিন্দারা। ভূতের আতঙ্কে আতঙ্কিত ময়নাগুড়ির দক্ষিণ খাগড়া বাড়ির এলাকাবাসী। ভূতের ভয়ে জড়োসড়ো বেশ কিছু স্থানীয় বাসিন্দা। অভিযোগ সন্ধ্যা হলেই ভয়ে অনেকেই বাড়ি থেকে বেরোচ্ছেন না। এমন কি শিশুদেরও সন্ধ্যার পর ঘরে আটকে রাখছেন পরিবারের লোকজন। Photo- Representative 
advertisement
2/6
এলাকার বেশকিছু বাসিন্দাদের দাবি দক্ষিণ খাগড়াবাড়ি এলাকায় প্রায় দেড় বছর আগে এক গৃহবধুর অস্বাভাবিক মৃত্যু ঘটে। ঘরের সিলিংয়ে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। এরপর থেকে শুরু হয় আতঙ্ক। কিন্তু এক সপ্তাহ আগে যে ঘরে মৃতদেহ উদ্ধার হয়েছিল তার পার্শ্ববর্তী রাস্তায় পথ বাতি লাগায় স্থানীয় এক বাসিন্দা।Photo- Representative 
advertisement
3/6
এরপর থেকেই এই ঘর থেকে ভেসে আসতে শুরু করেছে কান্নার শব্দ। এমন কি সেই ঘরের পাশেই অবস্থিত কামরাঙা গাছ থেকেও কার‌ও কান্নার আওয়াজ পাচ্ছেন এলাকার বাসিন্দারা। Photo- Representative 
advertisement
4/6
এলাকার বাসিন্দারা জানান প্রায় দেড় বছর আগে পার্শ্ববর্তী এলাকার একটি ঘরের মধ্যে আত্মহত্যা করেছিল একটি মহিলা সেই কারণেই আত্মা ঘুরে বেড়াচ্ছে মনে করছেন এলাকাবাসী। কখনও রাস্তার মধ্যে কান্না হচ্ছে রাতে এবং পার্শ্ববর্তী নিমগাছে অশীরীরি আত্মা বসে আছে এরকম মনে হচ্ছে এলাকাবাসীরা। Photo- Representative 
advertisement
5/6
সেই কারণে ভূতের ভয়ে রাত হলেই ঘর থেকে বেরোতে  তারা ভয় পাচ্ছে  গুটিসুটি মেরে ঘরেই থেকে যাচ্ছে৷ Photo- Representative 
advertisement
6/6
এ বিষয়টা সেখানকার পঞ্চায়েত সদস্যকে বলেন ‘‘এলাকার বাসিন্দাদের সঙ্গে কথাবার্তা বলব কি বিষয় নিয়ে ভয় পাচ্ছে তারা , দরকার হলে বিজ্ঞান মঞ্চের সদস্যদের ডেকে এনে মানুষকে বোঝানো হবে।’’ Input-  Surajit Dey
বাংলা খবর/ছবি/জলপাইগুড়ি/
Haunted Place: বেগুনকোদর,ভানগড় ফেল! শাঁকচুন্নির কান্নায় আতঙ্ক, সূর্য ডুবলেই খেলা শুরু ভূতের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল