TRENDING:

Dooars Rhyno Watch: মূর্তি নদীতে মুখ ডুবিয়ে জলপান গণ্ডারের! মনোরম দৃশ্য মুগ্ধ করল পর্যটকদের...

Last Updated:
Dooars Rhyno Watch: গরুমারা জাতীয় উদ্যানে শুরু হয়েছে জঙ্গল সাফারি। প্রায় কুড়ি মাস ধরে বন্দিদশা কাটাবার পর এবার ধীরে ধীরে পর্যটকদের ঢল নেমেছে ডুয়ার্সের বিভিন্ন টুরিস্ট স্পট-গুলিতে।
advertisement
1/7
মূর্তি নদীতে মুখ ডুবিয়ে জলপান গণ্ডারের! মনোরম দৃশ্য মুগ্ধ করল পর্যটকদের...
করোনা বিধিনিষেধ মেনে গরুমারা জাতীয় উদ্যানে শুরু হয়েছে জঙ্গল সাফারি। প্রায় কুড়ি মাস ধরে বন্দিদশা কাটাবার পর এবার ধীরে ধীরে পর্যটকদের ঢল নেমেছে ডুয়ার্সের বিভিন্ন টুরিস্ট স্পট-গুলিতে।
advertisement
2/7
এই স্পটগুলির মধ্যে অবশ্যই রয়েছে এক শৃঙ্গ এশিয়ান রাইনো দর্শনের অন্যতম সেরা জায়গা গরুমারা জাতীয় উদ্যান যেখানে রয়েছে ৫০ টির বেশি একশৃঙ্গ গণ্ডার।
advertisement
3/7
সম্প্রতি জলপাইগুড়ি শহরের দেশবন্ধু পাড়ার বাসিন্দা বিকাশ রায় তিনি তার পরিবারকে নিয়ে বেড়াতে গিয়েছিলেন। তার মোবাইল ক্যামেরায় ধরা পরে যায় এক বিরল দৃশ্য। দিব্বি মূর্তি নদীবক্ষে বেড়াচ্ছেন তিনি। গণ্ডারের শ্লথ গতিতে নদীর বুকে ঘুরে বেড়ানো, মুখ ডুবিয়ে জল খাওয়া, এই দৃশ্য দেখে চোখ সরানো মুশকিল।
advertisement
4/7
ভাইরাল হওয়া ভিডিও টিতে দেখা যাচ্ছে গরুমারা জঙ্গলের মধ্যে দিয়ে প্রবাহিত মূর্তি নদীতে ধীরে ধীরে জঙ্গল এলাকা থেকে নেমে আসছে এক শৃঙ্গ এশিয়ান রাইনোটি।
advertisement
5/7
প্রায় দেড় মিনিট ধরে জলপান করে নদী পেরিয়ে ঢুকে যাচ্ছে ও পাড়ের গভীর জঙ্গলে। আর এই দৃশ্য গরুমারা যাত্রা প্রসাদ ওয়াচ টাওয়ার থেকে ক্যামেরাবন্দী করে পর্যটকের দল।
advertisement
6/7
গরুমারার একশৃঙ্গ গণ্ডারের এই বিচরণ মুগ্ধ করে পর্যটকদের। বর্ষাকাল বাদ দিয়ে মোটামুটি সারা বছরই ডুয়ার্সে যাওয়া যায়। তবে নভেম্বর থেকে মার্চ পর্যন্ত সবথেকে বেশি ভিড় হয় পর্যটকদের।
advertisement
7/7
এবারের ট্যুরিস্টরা শীত পড়তে না পড়তে ভিড় জমাতে শুরু করেছেন বাংলার অন্যতম এই পর্যটনস্থলে। আর এই গণ্ডারের আনাগোনায় এবার কলকাতার পর্যটকদের ডেস্টিনেশন তালিকায় ক্রমশ বাড়ছে গরুমারা ঘিরে উৎসাহ। রকি চৌধুরী
বাংলা খবর/ছবি/জলপাইগুড়ি/
Dooars Rhyno Watch: মূর্তি নদীতে মুখ ডুবিয়ে জলপান গণ্ডারের! মনোরম দৃশ্য মুগ্ধ করল পর্যটকদের...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল