TRENDING:

Worlds Deadliest Train Accident: এটিই বিশ্বের ভয়ঙ্করতম ট্রেন অ্যাক্সিডেন্ট! বিশাল ঢেউ গিলে নিয়েছিল আস্ত ট্রেনকে! প্রাণ হারান ১৭০০ যাত্রী...

Last Updated:
Worlds Deadliest Train Accident: ২০০৪ সালে শ্রীলঙ্কার উপকূলে ভয়ংকর সুনামির সময় এক্সপ্রেস ট্রেন ‘কুইন অফ দ্য সি’ সিগনালে দাঁড়ানো অবস্থায় ঢেউয়ের কবলে পড়ে। এই দুর্ঘটনায় প্রায় ১,৭০০ যাত্রী প্রাণ হারান। এটিই বিশ্বের সবচেয়ে বড় ট্রেন দুর্ঘটনা হিসেবে পরিচিত...
advertisement
1/8
এটিই বিশ্বের ভয়ঙ্করতম ট্রেন অ্যাক্সিডেন্ট! সমুদ্র গিলেছিল আস্ত ট্রেন! প্রাণ হারান বহু...
বিশ্বে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা কী ছিল জানেন? বিশ্বের বিভিন্ন দেশে বহু ট্রেন দুর্ঘটনা ঘটেছে। অনেকেই প্রাণ হারিয়েছেন। কিন্তু আজ আমরা এমন এক ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনার কথা বলবো, যা বিশ্বের সবচেয়ে বড় ট্রেন দুর্ঘটনা হিসেবে পরিচিত। এই মর্মান্তিক দুর্ঘটনায় প্রায় ১,৭০০ জনেরও বেশি যাত্রী প্রাণ হারান।
advertisement
2/8
ঘটনাটি ঘটে ২০০৪ সালের ২৬ ডিসেম্বর। এই দিনই ভারত মহাসাগরে আছড়ে পড়ে এক বিধ্বংসী সুনামি, যা গোটা বিশ্বকে নাড়িয়ে দেয়। সেই সুনামি শুধু উপকূলীয় জনপদ নয়, ট্রেন পরিবহন ব্যবস্থাকেও ধ্বংস করে দেয়। বিশেষত, শ্রীলঙ্কা সেই সময় সবচেয়ে বড় ক্ষতির মুখোমুখি হয়।
advertisement
3/8
সুনামির ভয়াল ঢেউ আছড়ে পড়ে শ্রীলঙ্কার উপকূলে। সেই সময় শ্রীলঙ্কার এক যাত্রীবাহী ট্রেন, ‘দ্য কুইন অব দ্য সি’ বা ‘ওশান কুইন এক্সপ্রেস’ সুনামির ঢেউয়ের কবলে পড়ে। এই ট্রেনটিই হয়ে ওঠে ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী ট্রেন দুর্ঘটনার কেন্দ্রবিন্দু।
advertisement
4/8
কীভাবে ধ্বংস হল গোটা ট্রেনটি? সেই সময় ট্রেনটি তেলওয়াটা (Telwatta) সংলগ্ন পেরালিয়া (Peraliya) গ্রামের নিকটবর্তী দক্ষিণ-পশ্চিম উপকূল রেলপথে চলছিল। ট্রেনটি একটি সিগনালে দাঁড়িয়েছিল। হঠাৎ করে ৬০ ফুট উচ্চতার সুনামির ঢেউ এসে ট্রেনটিকে একেবারে রেললাইন থেকে ছিটকে ফেলে দেয়।
advertisement
5/8
আটটি কোচ সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়। প্রচণ্ড জলোচ্ছ্বাসে ট্রেনটির আটটি বগি চূর্ণ-বিচূর্ণ হয়ে যায়। ঢেউয়ের গতি এতটাই বেশি ছিল যে গোটা ট্রেনটাই সমুদ্রের মধ্যে টেনে নিয়ে যায়, আর যাত্রীরা কোনোভাবেই রক্ষা পাননি।
advertisement
6/8
প্রাণ হারান প্রায় ১,৭০০ জন মানুষ। এই দুর্ঘটনায় আনুমানিক ১,৭০০ জন যাত্রীর মৃত্যু হয় বলে ধরা হয়। যদিও সঠিকভাবে মাত্র ৭০০-৮০০ জনের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়েছিল। বাকি দেহগুলো সাগরের ঢেউয়ে হারিয়ে যায়।
advertisement
7/8
পেরালিয়া গ্রাম ও তেলওয়াটা এলাকা পুরোপুরি ধ্বংস হয়ে যায়। শুধু ট্রেনের যাত্রী নয়, পেরালিয়া গ্রামের বহু সাধারণ মানুষও সুনামির শিকার হন। তাঁদের ঘরবাড়ি ধ্বংস হয়ে যায় এবং হাজার হাজার পরিবার নিঃস্ব হয়ে পড়েন।
advertisement
8/8
এই ট্রেন দুর্ঘটনাকে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বলা হয়। এই দুর্ঘটনাটি শুধুমাত্র ট্রেনের যাত্রী নয়, গোটা মানবসভ্যতার জন্য এক অশ্রুসিক্ত স্মৃতি হয়ে রয়ে গেছে। ট্রেনটি যখন বিপদের মুখোমুখি হয়, তখন কেউ কল্পনাও করতে পারেননি যে এটি ইতিহাসের অন্যতম বড় দুর্যোগে পরিণত হবে।
বাংলা খবর/ছবি/বিদেশ/
Worlds Deadliest Train Accident: এটিই বিশ্বের ভয়ঙ্করতম ট্রেন অ্যাক্সিডেন্ট! বিশাল ঢেউ গিলে নিয়েছিল আস্ত ট্রেনকে! প্রাণ হারান ১৭০০ যাত্রী...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল