TRENDING:

Women In Pakistan: ভিড়ের মধ্যেই চার মহিলাকে করা হল নগ্ন, মারতে মারতে করা হল ভাইরাল ভিডিও

Last Updated:
মহিলাদের বিরুদ্ধে অত্যাচারের চরম নির্দশন, পাকিস্তানে (Pakistan) মহিলাদের বিবস্ত্র (Women Nude) করে চরম অত্যাচার,তোলা হল ভিডিও, যা এখন ভাইরাল(Viral Video)৷
advertisement
1/5
ভিড়ের মধ্যেই চার মহিলাকে করা হল নগ্ন, মারতে মারতে করা হল ভাইরাল ভিডিও
#ইসলামাবাদ: পাকিস্তানের পঞ্জাব প্রদেশে লোকের ভিড়ে দোকান থেকে চুরি করার অপরাধে চার মহিলাকে নগ্ন (Women Nude) করে দিল পাকিস্তানি জনতা (Women In Pakistan)৷ ভিড়ের মধ্যেই চার মহিলাকে (Women Nude) নগ্ন (Stripped) করা হয়৷ ভিড়ে প্রথমে চার মহিলাকে নগ্ন করেই ক্ষান্ত হয়নি তারপর তাদের হিঁচড়ে হিঁচড়ে টানতে টানতে নিয়ে যাওয়া হয়৷ তারপর তাদের মারাও (Pakistan Crime) হয়৷
advertisement
2/5
এই মহিলারা ভিড়ের জনতার হাতে পায়ে ধরে ক্ষমা চাইতে থাকে৷ তাদের এভাবে নগ্ন (Women Nude) না করতে এভাবে টানতে না বলা হয়৷ কিন্তু ভিড়ের কেউ তাদের ওপর কোনও দয়ামায়া করেনি৷ এমনকি গোটা ঘটনার মোবাইল ফোনে ভিডিও করা হয়৷ সোমবার লাহোরের থেকে ১৮০ কিলোমিটার দূরে ফয়সলাবাদে হয়৷ সোশ্যাল মিডিয়ায় এই পাকিস্তানের মহিলাদের নগ্ন (Nude) করে (Women In Pakistan) অত্যাচারের ভিডিও ভাইরাল (Viral Video) করে দেওয়া হয়৷
advertisement
3/5
পাকিস্তানের খবরের কাগজ ডনের রিপোর্ট অনুযায়ি মহিলারা অভিযোগে জানান, ,‘‘আমাদের তেষ্টা পেয়েছিল, তাই উসমান ইলেকট্রিক স্টোরের ভিতরে গিয়েছিল আর জলের বোতল চাইছিল কিন্তু দোকানের মালিক তাদের বিরুদ্ধে জোর করে দোকানে ঢোকার ও চুরি করার অভিযোগ আনে৷ তারপর সাদ্দাম ও অন্য লোকরা তাদের মারতে শুরু করে৷ তারপর আমাদের নগ্ন (Women Nude) করা হয়৷ আমাদের কাপড় খুলে আমাদের টানতে টানতে নিয়ে যাওয়া হয়৷ অত্যাচার থামানোর জন্য অনুনয় বিনয় করেও লাভ হয়নি৷
advertisement
4/5
তাদের ওপর অত্যাচারের ভিডিও করা হয় আর সেটাই ভাইরাল (Viral Video) করে দেওয়া হয়৷ ঘটনার বিভিন্ন ভিডিও ভাইরাল (Viral Video) হওয়ার পর পঞ্জাব পুলিশ কাজে নামে৷ তারা ট্যুইট করে জানিয়েছে পাকিস্তানের মহিলাদের ওপর অত্যাচার (Women In Pakistan) হওয়ার পর ৫ জনকে গ্রেফতার করে নেওয়া হয়েছে৷ পাকিস্তানি আইন অনুযায়ি তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে৷
advertisement
5/5
পাকিস্তান পুলিশ এই ভিডিওকে আপত্তিজনক বলেছে৷ পাকিস্তান পুলিশের এই ট্যুইট -রিট্যুইট করে এই মহিলাদের নগ্ন করে ভাইরাল করার ভিডিওটি (Viral Video) ডিলিট করে দেয়৷ এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান মঙ্গলবার জানিয়েছেন তাঁর সরকার ধর্মের নামে ভিড়ের মধ্যে হিংসাকে কখনই বাড়তে দেবে না৷
বাংলা খবর/ছবি/বিদেশ/
Women In Pakistan: ভিড়ের মধ্যেই চার মহিলাকে করা হল নগ্ন, মারতে মারতে করা হল ভাইরাল ভিডিও
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল