হাইওয়েতে সন্তানের সামনেই মা-কে পালা করে গণধর্ষণ! পাকিস্তানজুড়ে প্রতিবাদের ঝড়
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
গাড়িতে বাড়ি ফেরার সময় হাইওয়েতে শেষ হয়ে গিয়েছিল গাড়ির পেট্রোল। ফোন করে সে কথা স্বামীকে জানান মহিলা। কিন্তু তিনি পৌঁছনোর আগেই দুই বন্দুকবাজ হামলা করে।
advertisement
1/6

*গাড়িতে বাড়ি ফেরার সময় হাইওয়েতে শেষ হয়ে গিয়েছিল গাড়ির পেট্রোল। ফোন করে সে কথা স্বামীকে জানান মহিলা। কিন্তু তিনি পৌঁছনোর আগেই দুই বন্দুকবাজ হামলা করে। সন্তানের সামনেই গাড়ি থেকে টেনে বার করে মহিলাকে পালা করে গণধর্ষণ করে তারা। এরপর মহিলার দামী গয়না এবং এটিএম কার্ড নিয়ে পালিয়ে যায়। ঘটনার কথা জানাজানি হওয়ার পরেই দেশ জুড়ে নিন্দার ঝড় বইছে। প্রতীকী ছবি।
advertisement
2/6
*ভয়ে শিউরে ওঠার মতো ঘটনাটি ঘটেছে পাকিস্তানের গুজ্জরপুরা এলাকায়। পাকিস্তানের সংবাদ মাধ্যম Geo News থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ধর্ষিতা ওই মহিলা গুজ্জরপুরা এলাকারই বাসিন্দা। তিনি সন্তানকে নিয়ে গাড়ি করে বাড়ি ফিরছিলেন। তখনই ভয়াবহ ঘটনাটি ঘটে। প্রতীকী ছবি।
advertisement
3/6
*মহিলা তাঁর অভিযোগে জানিয়েছেন, লাহোর-শিয়ালকোট হাইওয়েতে তাঁর গাড়ির তেল শেষ হয়ে যায়। তখন তিনি গাড়ির মধ্যে বসে স্বামী পৌঁছনোর অপেক্ষা করছিলেন। তখনই ওই দুই বন্দুকবাজ হামলা করে। জানলা ভেঙে তাঁকে টেনে বাইরে বার করে আসনে। তারপরে সন্তানের সামনেই মাথায় বন্দুক ঠেকিয়ে ধর্ষণ করে। প্রতীকী ছবি।
advertisement
4/6
*মহিলার অভিযোগ, এখানেই তাঁর খারাপ অভিজ্ঞতা শেষ হয়নি। ঘটনার পরে তিনি পাকিস্তান মোটরওয়ে পুলিশের হেল্পলাইনে ফোন করলে তাঁকে জানান হয়, সাহায্যের জন্য কেউ সেখানে উপস্থিত নেই। প্রতীকী ছবি।
advertisement
5/6
*ধর্ষিতা মহিলা জানিয়েছেন, ধর্ষকরা নির্যাতনের পরে লক্ষাধিক টাকার গয়না ছিনিয়ে নেয়। এমনকি তাঁর ATM কার্ডও নিয়ে নেয়। তারপর সেখান থেকে পালিয়ে যায় তারা। ঘটনার কথা প্রকাশ পেতেই ক্ষোভের আগুন জ্বলছে পাকিস্তানে। মহিলার সঠিক বিচার চেয়ে সরব হয়েছেন সকলে। প্রতীকী ছবি।
advertisement
6/6
*পাকিস্তান পুলিশ জানিয়েছে, ইতিমধ্যেই ১২ জন সন্দেহভাজনকে নিজেদের হেফাজতে নিয়েছে তারা। জেরা চলছে। তবে অভিযুক্তদের এখনও শনাক্ত করা যায়নি। প্রতীকী ছবি।