Bizzare! আয়তনে প্রায় দ্বিগুণ, সাড়ে ৫ কেজি ওজন, ২ ফুট লম্বা শিশুর জন্ম দিলেন মহিলা!
- Published by:Simli Raha
- news18 bangla
Last Updated:
প্রসবের সময় শিশুটিকে একজনের পক্ষে মায়ের গর্ভ থেকে বের করা সম্ভব হচ্ছিল না । দু’জনের চেষ্টায় ভূমিষ্ঠ হয় সে ।
advertisement
1/5

• অন্য সাধারণ নবজাতকদের তুলনায় এই শিশুর আয়তন প্রায় দ্বিগুণ । শিশুদের জন্য তৈরি বিশেষ মাপন স্কেল বা ওজন মাপন যন্ত্র কোনওটাতেই আঁটছে না সে । এতটাই বড়সড় আকার তার । এমনই সন্তানের জন্ম দিলেন ইংল্যান্ডের বাকিংহামসায়রের এক ২৭ বছরের মহিলা । প্রতীকী চিত্র ।
advertisement
2/5
• জানা গিয়েছে, প্রসবের সময় শিশুটিকে একজনের পক্ষে মায়ের গর্ভ থেকে বের করা সম্ভব হচ্ছিল না । দু’জনের চেষ্টায় ভূমিষ্ঠ হয় সে । সদ্যোজাতের ওজন ১২ পাউন্ড অর্থাৎ প্রায় সাড়ে ৫ কেজি । লম্বায় সে ২ ফুট । প্রতীকী চিত্র ।
advertisement
3/5
• মার্চের ২৫ তারিখ অ্যামি ও তাঁর স্বামী জ্যাকের সংসারে এসেছে পুত্রসন্তান । সদ্যোজাতের নাম রাখা হয়েছে জ্যাগরি । দুই সন্তানের মা অ্যামি জানান, জ্যাগরির ওজন ও দৈর্ঘ্যের জন্য তাকে সিজার করে জন্ম দিতে হয়েছে । সাধারণ নবজাতকদের তুলনায় অন্তত দ্বিগুণ বড় তার আয়তন । প্রতীকী চিত্র ।
advertisement
4/5
• যখন প্রথম চিকিৎসকরা জ্যাগরিকে স্ক্রিনের উপর তুলে অ্যামি ও জ্যাককে দেখান, তখন প্রথমবার দেখেই অ্যামি বলেন ‘ব্লাডি হেল’ । কারণ প্রথম থেকেই তিনি জানতেন তাঁর সন্তান বেশ লম্বা-চাওড়া হবে । কারণ স্ক্যানে তেমনটাই দেখা গিয়েছিল । কিন্তু ভাবতে পারেননি জ্যাগরির আয়তন এত বড় হবে । প্রতীকী চিত্র ।
advertisement
5/5
• এমনকি জ্যাক আর অ্যামি তাঁদের সন্তানের জন্য যে জামাকাপড় কিনেছিলেন সে গুলোও গায়ে হয়নি জ্যাগরির । তাঁরা তিন মাসের বাচ্চার সাইজের পোশাক কিনেছিলেন । কিন্তু জ্যাগরির গাযে সে গুলোও ছোট হচ্ছে । প্রতীকী চিত্র ।