TRENDING:

Asim Munir: ট্রাম্পের সঙ্গে ভোজ...তলে তলে অন‍্য লক্ষ‍্য মুনিরের! শুধু ভারত নয়, পাকিস্তানকেও ভয় ধরাচ্ছে মুনিরের প্ল্যান

Last Updated:
Asim Munir: সেনাপ্রধানই কী এবার হতে চলেছেন প্রেসিডেন্ট? পাকিস্তানে ফের ফিরছে সেনার সরকার? প্রেসিডেন্টের পদ থেকে আসিফ আলি জারদারিকে সরিয়ে তার জায়গায় বসবেন সেনাপ্রধান আসিম মুনির! স্থানীয় গণমাধ‍্যমগুলির দাবি তেমনটাই।
advertisement
1/7
তলে তলে অন‍্য লক্ষ‍্য! শুধু ভারত নয়, পাকিস্তানকেও ভয় ধরাচ্ছে মুনিরের প্ল্যান
আমেরিকার প্রেসিডেন্টের সঙ্গে দুপুরের ভোজ খেতে গেলেন দেশের প্রধানমন্ত্রী নয়, সেনাপ্রধান। দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর জেল থেকে ভীত বার্তা, আমাকে মেরে ফেলতে চান উনি (সেনাপ্রধান)। সেনাপ্রধানই কী এবার হতে চলেছেন প্রেসিডেন্ট? পাকিস্তানে ফের ফিরছে সেনার সরকার? প্রেসিডেন্টের পদ থেকে আসিফ আলি জারদারিকে সরিয়ে তার জায়গায় বসবেন সেনাপ্রধান আসিম মুনির! স্থানীয় গণমাধ‍্যমগুলির দাবি তেমনটাই।
advertisement
2/7
গত মাসেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দুপুরের ভোজ সেরে এসেছেন পাক সেনা প্রধান আসিম মুনির। সামনেই তিনি যাবেন শ্রীলঙ্ক এবং ইন্দোনেশিয়া। দুই দেশের শীর্ষনেতৃত্বের সঙ্গে দেখা করবেন তিনি। সঙ্গে থাকবেন না প্রধানমন্ত্রী শেহবাজ শরিফও। সৌদি আরব থেকে আজারবাইজান, পাকিস্তানের একাধিক উচ্চস্তরের সফরে দেখা গিয়েছে তাঁকেই। আসিম মুনির কি তাহলে ইসলামাবাদে পূর্ণ ক্ষমতা প্রতিষ্ঠার দিকে এগোচ্ছেন? শীঘ্রই রাষ্ট্রপতি আসিফ আলী জারদারিকে অপসারণ করে রাষ্ট্রপতি হবেন? মুনিরের অভ্যুত্থান তেমনই ইঙ্গিত করছে নাকি এ কেবলই জল্পনা?
advertisement
3/7
প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ যদিও উড়িয়ে দিয়েছেন এই তত্ত্ব। প্রধানমন্ত্রী শরিফ জানিয়েছেন, ‘‘মুনিরের রাষ্ট্রপতি হওয়ার কোনো পরিকল্পনা নেই, কোনো ইচ্ছা নেই।’’ কিন্তু শরিফও জানেন, পাকিস্তানের ইতিহাসে এমন উদাহরণও রয়েছে। তিনি আয়ুব খান, যিনি ১৯৫৮ থেকে ১৯৬৯ সাল পর্যন্ত পাকিস্তানের সাবেক রাষ্ট্রপতি ছিলেন। আয়ুব খানের পর আসিম মুনিরই একমাত্র সেনাপ্রধান যিনি ফিল্ড মার্শাল পদমর্যাদা লাভ করেছেন। দুয়ে দুয়ে চার করে, তাই অনেকেরই সন্দেহ আয়ুবের মতোই কি এবার প্রেসিডেন্ট পদে আসীন হতে চলেছেন মুনির? যদিও সরকারি ভাবে সেই দাবি মানতে নারাজ প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফ এবং তাঁর সরকার।
advertisement
4/7
পাক সেনাপ্রধান মুনিরের রাজনৈতিক ক্ষমতা দখলের সম্ভাবনা সংক্রান্ত খবর প্রথম বার প্রকাশ্যে আনে ‘দ্য এক্সপ্রেস ট্রিবিউন’। এই সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, লতি বছরের ১৫ জুলাই প্রেসিডেন্ট জারদারির সঙ্গে প্রধানমন্ত্রী শরিফের বৈঠক শেষ হতে না হতেই তাঁর সঙ্গে দেখা করেন রাওয়ালপিন্ডির ফিল্ড মার্শাল। সেখানেই মুনিরের প্রেসিডেন্ট পদে বসার ব্লু-প্রিন্ট ছকে ফেলা হয়েছে বলেই দাবি ওই সংবাদমাধ‍্যমের।
advertisement
5/7
‘দ্য এক্সপ্রেস ট্রিবিউন’-এর রিপোর্ট অনুযায়ী, ফিল্ড মার্শাল মুনিরকে প্রেসিডেন্ট করতে পাক সংবিধানের ২৭তম সংশোধনীর প্রয়োজন রয়েছে। আগামী অধিবেশনে নাকি সেটিও করতে পারে শেহবাজ সরকার। ইসলামাবাদের পার্লামেন্ট ‘ন্যাশনাল অ্যাসেম্বলি’তে সংশ্লিষ্ট সংশোধনীটি পাশ হয়ে গেলে পদত‍্যাগ করতে একরকম বাধ‍্য হবেন প্রেসিডেন্ট জ়ারদারি। 
advertisement
6/7
অ‍ন‍্যদিকে কিছুদিন আগেই একটি বার্তায় পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান অভিযোগ করেছিলেন জেলে তাঁর উপর বেড়েছে অত‍্যাচার। ‘‘যদি আমার কিছু হয়, জানবেন তার জন‍্য মুনির দায়ী’’, অভিযোগ করেন প্রাক্তন প্রধানমন্ত্রী।
advertisement
7/7
প্রসঙ্গত, মুনির সর্বোচ্চ ক্ষমতায় বসলে ভারতের চিন্তা যে বাড়বে তা বলাই বাহুল‍্য। পহেলগাঁও হামলার ‘মাস্টারমাইন্ড’ ছিলেন মুনিরই, এ তত্ত্ব আগেও বহুবার জানিয়েছে নয়াদিল্লি। দ্বি-জাতি তত্ত্ব প্রচার থেকে শুরু করে কাশ্মীরকে পাকিস্তানের ‘জুগুলার ভেইন (jugular vein)’ বা ‘ঘাড়ের শিরা’ বলেও উল্লেখ‍্য করেছেন বর্তমান পাক সেনা প্রধান।
বাংলা খবর/ছবি/বিদেশ/
Asim Munir: ট্রাম্পের সঙ্গে ভোজ...তলে তলে অন‍্য লক্ষ‍্য মুনিরের! শুধু ভারত নয়, পাকিস্তানকেও ভয় ধরাচ্ছে মুনিরের প্ল্যান
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল