TRENDING:

একেই বলে ভালোবাসা! মধুচন্দ্রিমায় গিয়ে আগ্নেয় গহ্বর পড়ে গিয়েছিলেন স্বামী, বাঁচালেন নববধূ

Last Updated:
সে সময় হয়তো মধুচন্দ্রিমা ছিল না ৷ আর সেই কারণেই ফুলশয্যার কনসেপ্ট ৷ প্রাচীন বিভিন্ন গ্রন্থ কিংবা গাঁথায় রয়েছে এর উল্লেখ ৷ যেমনটা মঙ্গলকাব্যের কথাই ধরুন না ৷ বিধাতা পুরুষ নাকি আগের থেকেই ঠিক করে রেখেছিলেন, লখিন্দরকে বাসরঘরে সাপে কাটবে ৷ আর হয়েছিল তেমনটাই ৷ সাপের দংশনে প্রাণ হারিয়েছিলেন লখিন্দর ৷ তবে বেহুলা নিজের স্বামীর জন্য স্বর্গে গিয়ে স্বামীর প্রাণে ফিরিয়ে এনেছিলেন ৷
advertisement
1/6
মধুচন্দ্রিমায় গিয়ে স্বামীকে আগ্নেয় গহ্বর থেকে বাঁচালেন নববধূ
♦ সে সময় হয়তো মধুচন্দ্রিমা ছিল না ৷ আর সেই কারণেই ফুলশয্যার কনসেপ্ট ৷ প্রাচীন বিভিন্ন গ্রন্থ কিংবা গাঁথায় রয়েছে এর উল্লেখ ৷ যেমনটা মঙ্গলকাব্যের কথাই ধরুন না ৷ বিধাতা পুরুষ নাকি আগের থেকেই ঠিক করে রেখেছিলেন, লখিন্দরকে বাসরঘরে সাপে কাটবে ৷ আর হয়েছিল তেমনটাই ৷ সাপের দংশনে প্রাণ হারিয়েছিলেন লখিন্দর ৷ তবে বেহুলা নিজের স্বামীর জন্য স্বর্গে গিয়ে স্বামীর প্রাণে ফিরিয়ে এনেছিলেন ৷
advertisement
2/6
♦ স্বামীর প্রাণ ফিরিয়ে আনার জন্য স্ত্রীয়েদের অবদানের নিদর্শন তো প্রচুর রয়েছে ৷ যে সময় স্বামীকে প্রেমিককে দিয়ে খুন করানো মনুয়ার খবরে মশগুল সব মিডিয়া ৷ সে সময়ই স্বামীর জীবন রক্ষার জন্য অন্যরকম এক খবর মন ভাল করে দেবে ৷
advertisement
3/6
♦ ঘটনাটি ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের সেন্ট কিটস-এর ৷ সেখানেই গত ১৮ জুলাই মধুচন্দ্রিমায় গিয়েছিলেন ক্লে এবং অ্যাকিমি চ্যাস্টেইন ৷ বিয়ের পর একটু অন্যভাবে মধুচন্দ্রিমাটা কাটাতে চেয়েছিলেন দু’জন ৷ পরদিন সেন্ট কিটস্‌–এর সর্বোচ্চ শৃঙ্গ, ঘুমন্ত আগ্নেয়গিরি লিয়ামুইগায় ট্রেকিং করতে যান স্বামী। ঘুমন্ত আগ্নেয়গিরির গহ্বরে নামার সময় দড়ি ছিঁড়ে প্রায় ৫০ ফুট ভিতরে পড়ে যান।
advertisement
4/6
♦ নিজে প্রথমে ট্রেকিং না করলেও চোখের সামনে স্বামীকে পড়ে যেতে দেখে হিতাহিতজ্ঞান শূন্য হয়ে যান অ্যাকিমি। সাহায্যের জন্য কাউকে আশপাশে দেখতে না পেয়ে মুহূর্তে সিদ্ধান্ত নিয়ে একাই লিয়ামুইগার গহ্বরে নেমে পড়েন তিনি। তবে লিয়ামুইগা আগ্নেয়গিরি দীর্ঘদিন ঘুমন্ত থাকায় তার ভিতরের গহ্বরে প্রচুর গাছপালা জন্মিয়ে গিয়েছে। ফলে প্রাণহানি হয়নি ক্লে–র বা তিনি সেভাবে গুরুতর জখমও হননি।
advertisement
5/6
♦ ক্লে বলেন, ‘ফেরার পথে শরীর অত্যন্ত ভেঙে পড়লেও এবং প্রচন্ড বমি হতে থাকলেও শুধু অ্যাকিমির উৎসাহেই তাঁর সঙ্গে কোনওমতে দড়ি বেয়ে আগ্নেয়গিরির গহ্বর থেকে বেরিয়ে আসি।’তারপর লিয়ামুইগার পাদদেশে এসে মোবাইলে নেটওয়ার্ক পেলে পর পুলিসে খবর দেন তাঁরা। পুলিস গিয়ে তাঁদের উদ্ধার করে ক্লে–কে হাসপাতালে ভর্তি করে।
advertisement
6/6
♦ হাসপাতাল সূত্রে খবর, ক্লে–র করোটির হাড়, শিরদাঁড়া ভেঙেছে। ডান কানে এরপর থেকে কম শুনতে পাচ্ছেন তিনি। এদিকে, ক্যারিবিয়ান দ্বীপে চিকিৎসায় প্রচুর খরচ হওয়ায় ফ্লোরিডার লডেরডালে নিজেদের বাড়ি ফেরার জন্য সোশ্যাল মিডিয়ায় আবেদন করে অর্থ সংগ্রহের আবেদন করেন ক্লে–অ্যাকিমি। ৩৫০০০ মার্কিন ডলার অনুদান পেয়ে গত বুধবার জরুরি উড়ানে ফ্লোরিডা ফেরে চ্যাস্টেইন দম্পতি।
বাংলা খবর/ছবি/বিদেশ/
একেই বলে ভালোবাসা! মধুচন্দ্রিমায় গিয়ে আগ্নেয় গহ্বর পড়ে গিয়েছিলেন স্বামী, বাঁচালেন নববধূ
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল