TRENDING:

Australia is killing Bees: নির্বিচারে লাখ লাখ মৌমাছি মারছে অস্ট্রেলিয়া, কারণ শুনলে গায়ে কাঁটা দেবে

Last Updated:
Australia is killing Bees: একটা-দুটো নয়, লাখ লাখ মৌমাছি মেরে ফেলা হচ্ছে।
advertisement
1/5
নির্বিচারে লাখ লাখ মৌমাছি মারছে অস্ট্রেলিয়া, কারণ শুনলে গায়ে কাঁটা দেবে
একটা-দুটো নয়, নির্বিচারে লাখ লাখ মৌমাছি মারছে অস্ট্রেলিয়ার প্রশাসন। মধুর চাষ বাঁচাতেই এমনটা করতে হচ্ছে তাদের।
advertisement
2/5
বেরোয়া মাইট নামের একপ্রকার পরজীবির অত্যাচার বেড়েছে অস্ট্রেলিয়ার দক্ষিণ-পূর্ব অংশে। এই পরজীবির আক্রমণ থেকে মধু ব্যবসা বাঁচাতে মৌমাছিদের মারছে তারা।
advertisement
3/5
বেরোয়া মাইট নামের এই পরজীবি মৌমাছিদের পুরো কলোনি নষ্ট করে দিতে পারে। ফলে ব্যাপক ক্ষতি হবে মধুর চাষে।
advertisement
4/5
অস্ট্রেলিয়া সারা বিশ্বে মধু রপ্তানিতে উল্লেখযোগ্য দেশ। প্রতি বছর কয়েক কোটি ডলার টার্ন ওভার হয় মধুর চাষে। তাই বাধ্য হয়ে তারা মৌমাছি মেরে পরজীবি হানা আটকাতে চাইছে।
advertisement
5/5
বিশেষজ্ঞরা দাবি করেছেন, একটা মৌমাছিকেও এই পরজীবি আক্রান্ত করলে গোটা কলোনি শেষ হয়ে যাবে। ফলে ব্যাপক মার খাবে মধু চাষ।
বাংলা খবর/ছবি/বিদেশ/
Australia is killing Bees: নির্বিচারে লাখ লাখ মৌমাছি মারছে অস্ট্রেলিয়া, কারণ শুনলে গায়ে কাঁটা দেবে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল