বেড়েই চলেছে ক্যানসার আক্রান্তের সংখ্যা, 9/11 জঙ্গি হামলায় কী ব্যবহার করা হয়েছিল বিষাক্ত কেমিক্যাল ?
Last Updated:
বলা হচ্ছে ৯/১১ হামলার পর এলাকায় বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ে ৷ যার মধ্যে ডায়োক্সিন ও কার্সিনোজেনিক পদার্থ সামিল ছিল ৷
advertisement
1/4

১১ সেপ্টেম্বর ২০১১ সালে আমেরিকার উপর এখনও পর্যন্ত সবচেয়ে বড় জঙ্গি হামলা করা হয় ৷ ঘটনার দিন মোট ১৯ জন আত্মঘাতী আল কায়েদা জঙ্গি ৪টি বিমান ছিনিয়ে নেয়। এর মধ্যে দুটি বিমান আমেরিকান এয়ারলাইনস ফ্লাইট ১১ ও ইউনাইটেড এয়ারলাইনস ফ্লাইট ১৭৫ এই বিমান দুটি ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে গিয়ে ধাক্কা মারে। ১ ঘণ্টা ৪২ মিনিটের মধ্যে দুটি বিল্ডিং-ই ধসে পড়ে। ঘটনায় মৃত্যু হয় প্রায় ৩০০০ বেশি জনের ৷ আজ ১৮ বছর পরও এই ঘটনার প্রভাব পড়ছে আমেরিকার বাসিন্দাদের উপর ৷ একাধিক বাসিন্দা ক্যানসারের মতো মারণ রোগে আক্রান্ত হচ্ছেন ৷ দাবি করা হয় ঘটনার পর ঘটনাস্থলের আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে বিষাক্ত গ্যাস ৷ যার প্রভাব এখন এত বছর পর পড়ছে ৷
advertisement
2/4
হামলার ১৫ বছর জ্যাকলিন ফ্যাব্রিলেট Metastatic Cancer -এর শিকার হয়েছিলেন ৷ তিনি জানান হামলার সময় তিনি সেখানে উপস্থিত ছিলেন ৷ এরপরও ওই জায়গায় তিনি প্রতিদিন অফিস করতে যেতেন ৷ ৩৭ বছরের রিচার্ড ফহরের বর্তমানে কোলন ক্যানসারে আক্রান্ত ৷ সাধারণত বয়স্ক মানুষরা এই ধরনের ক্যানসারে আক্রান্ত হয়ে থাকেন ৷ ঘটনার সময় সেখানে না থাকলে ২০০১ থেকে ২০০৩ সাল পর্যন্ত তিনি জমি পর্যবেক্ষক হিসেবে কাজ করতেন ৷
advertisement
3/4
বলা হচ্ছে ৯/১১ হামলার পর এলাকায় বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ে ৷ যার মধ্যে ডায়োক্সিন ও কার্সিনোজেনিক পদার্থ সামিল ছিল ৷ ওয়ার্ল্ড ট্রেড সেন্টার হেল্থ প্রোগ্রামে এখনও পর্যন্ত ১০ হাজার মানুষের চিকিৎসা চলছে ৷ এর মধ্যে ৪০০০ মানুষ প্রোস্টেট, ব্রেস্ট ও স্কিন ক্যানসারে আক্রান্ত ৷
advertisement
4/4
হেল্থ এক্সপার্টদের মতে এটা পুরোপুরি দাবি করা যায় না যে ৯/১১ হামলার জন্য ক্যানসার হচ্ছে ৷ তবে একাধিক রিসার্চে জানা গিয়েছে যে হামলার এলাকায় কর্মরত প্রায় ১০ থেকে ৩০ শতাংশ মানুষের মধ্যে ক্যানসার হওয়ার প্রবণতা বেড়ে গিয়েছে ৷