Volodymyr Zelensky: রাশিয়ার সঙ্গে যুদ্ধ, ট্রাম্পের সঙ্গেও ঝগড়া! ফের সাড়া ফেললেন জেলেনস্কি! জানেন আসলে কে এই ব্যক্তি? 'আসল' পরিচয়ে রয়েছে বড় চমক
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Volodymyr Zelensky: ডোনাল্ড ট্রাম্প এর আগে দাবি করেছিলেন খনিজ চুক্তি হচ্ছেই কিন্তু দুই প্রেসিডেন্টের উত্তপ্ত বাক্যালাপের জেরে বাতিল হয়ে যায় সেই চুক্তিও। কার্যত বাক বিতণ্ডায় জড়িয়ে পড়েন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
advertisement
1/10

ওয়াশিংটন ডিসি: হওয়ার কথা ছিল শান্তিপূর্ণ বৈঠক কিন্তু, তা গড়াল উত্তপ্ত বাক্য বিনিময়ে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের সঙ্গে কার্যত বাক বিতণ্ডায় জড়িয়ে পড়েন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সূত্রের খবর, এর পরেই মার্কিন যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে গিয়েছেন জেলেনস্কি।
advertisement
2/10
ট্রাম্প এর আগে দাবি করেছিলেন খনিজ চুক্তি হচ্ছেই কিন্তু দুই প্রেসিডেন্টের উত্তপ্ত বাক্যালাপের জেরে বাতিল হয়ে যায় সেই চুক্তিও। ট্রাম্প আবার দাবি করেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রকে অপমান করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। এই বৈঠকের পরেই বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান এবং কূটনীতিকরা সোশ্যাল মিডিয়ায় এই প্রসঙ্গে মতামত দিয়েছেন।
advertisement
3/10
এই প্রসঙ্গে রাশিয়ার পক্ষ থেকে প্রাক্তন প্রেসিডেন্ট কূটনীতিক দিমিত্রি মেদভেদেভ জানান, “ওভাল অফিসে যথাযোগ্য উত্তর পেয়েছে। কিয়েভ চতুর্থ বিশ্বযুদ্ধ নিয়ে জুয়া খেলছে।” এর পাল্টা ইউক্রেনের পক্ষ থেকে লেখা হয়, “ইউক্রেন সবসময় শান্তির পক্ষেই রয়েছে।”
advertisement
4/10
কিন্তু জানেন কি কে এই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি? জেলেনস্কি আসলে ছিলেন একজন ইউক্রেনীয় অভিনেতা, চিত্রনাট্যকার, কৌতুক অভিনেতা। ২০১৯ সালের ৬ মে থেকে ইউক্রেনের প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালন করছেন তিনি।
advertisement
5/10
জেলেনস্কি মধ্য ইউক্রেনের ডিনিপ্রোপেট্রোভস্ক ওব্লাস্টের একটি প্রধান শহর ক্রিভি রিহ-তে একজন স্থানীয় রাশিয়ান স্পিকার হিসাবে বেড়ে ওঠেন। তাঁর অভিনয় জীবনের আগে তিনি কিয়েভ ন্যাশনাল ইকোনমিক ইউনিভার্সিটি থেকে আইনে ডিগ্রি অর্জন করেন। তারপরে তিনি কমেডিতে মনোনিবেশ করেন এবং কোয়ার্টাল ৯৫ প্রযোজনা সংস্থা তৈরি করেন। যেটি চলচ্চিত্র, কার্টুন এবং টিভি শো তৈরি করে।
advertisement
6/10
যার মধ্যে সার্ভেন্ট অফ দ্য পিপল রয়েছে, যেখানে জেলেনস্কি ইউক্রেনের রাষ্ট্রপতির ভূমিকা পালন করেছিলেন। সিরিজটি ২০১৫ থেকে ২০১৯ পর্যন্ত প্রচারিত হয়েছিল এবং অত্যন্ত জনপ্রিয় ছিল। টেলিভিশন অনুষ্ঠানের মতো একই নামের একটি রাজনৈতিক দল ২০১৮ সালের মার্চ মাসে কোয়ার্টাল ৯৫-এর কর্মচারীদের দ্বারা তৈরি করা হয়েছিল।
advertisement
7/10
২০১৮ সালের ৩১ ডিসেম্বর সন্ধ্যায় ২০১৯ সালের ইউক্রেনের প্রেসিডেন্ট নির্বাচনের জন্য তার নিজের নাম ঘোষণা করেছিলেন। একজন রাজনৈতিক বহিরাগত হিসেবেও তিনি শুরুতেই নির্বাচনের জনমত সমীক্ষায় এগিয়ে ছিলেন। দ্বিতীয় ধাপে পোরোশেঙ্কোকে পরাজিত করে তিনি ৭৩.২ শতাংশ ভোট নিয়ে নির্বাচনে জয়ী হন।
advertisement
8/10
তিনি ছিলেন একজন কমেডি অভিনেতা। কাকতালীয়ভাবে তিনি যে কমেডি শো-এর জন্য খ্যাতি অর্জন করেছিলেন, সেখানেও প্রেসিডেন্টের চরিত্রেই অভিনয় করেছিলেন জেলেনস্কি। ‘সার্ভেন্ট অফ দ্য পিপল’ টেলিভিশন শো-তে তিনি ছিলেন একজন স্কুল শিক্ষক। তারপর সেখানে আচমকাই তিনি হয়ে ওঠেন দেশের প্রেসিডেন্ট। বাস্তবেও জেলেনস্কির জার্নিটা অনেক সেরকমই।
advertisement
9/10
দুর্নীতির অভিযোগে অভিযুক্ত এবং প্যান্ডোরা পেপারসেও নাম রয়েছে এই রাষ্ট্রপতির। অনেকেই তাকে ইউক্রেনীয় ডোনাল্ড ট্রাম্প বলে ডাকেন। কারণ দুইজনেরই বিনোদন জগতের সঙ্গে সম্পৃক্ততা ছিল। ২০০৩ সালে তিনি ওলেনা জেলেনস্কাকে বিয়ে করেন। জেলেনস্কির একটি ছেলে এবং একটি মেয়ে রয়েছে।
advertisement
10/10
আবেগপ্রবণ, অনভিজ্ঞ প্রেসিডেন্ট। আন্তর্জাতিক মহলের একাংশ এভাবেই অভিহিত করছেন ইউক্রেনের প্রেসিডেন্টকে। অভিনেতা থেকে আচমকাই রাষ্ট্রপ্রধান হয়ে ওঠা জেলেনস্কি রাশিয়ার মতো সুপার পাওয়ারের আগ্রাসন কী ভাবে সামলান, সেদিকেই তাকিয়ে গোটা বিশ্ব। ইতিমধ্যে আমেরিকার সঙ্গেও যে সম্পর্ক তৈরি হল জেলেনস্কির, সেটাও কীভাবে মেরামত হবে, তা নিয়েও গুঞ্জন বিশ্বজুড়ে।