Vladimir Putin: কেন পুতিনের মল-মূত্র সুটকেস-এ ভরে রাখে দেহরক্ষীরা!
- Published by:Suman Majumder
Last Updated:
Vladimir Putin: বিদেশ সফরের সময় পুতিনের মল-মূত্র সুটকেসে ভরে রাশিয়ায় ফেরত্ পাঠানো হয়!
advertisement
1/7

ক্যান্সারের মতো মারণ রোগের বিরুদ্ধে লড়ছেন তিনি। মিডিয়া রিপোর্ট বলছে, কিছুদিন আগে একটি মিটিং চলাকালীন অসুস্থ হয়ে পড়েন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। চিকিত্সকরা তাঁকে তড়িঘড়ি বিশ্রামের পরামর্শ দেন।
advertisement
2/7
রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের মাঝে পুতিনের শারীরিক অবস্থা নিয়েও আলোচনা হচ্ছে বিস্তর। এরই মধ্যে ফক্স নিউজ-এর একটি রিপোর্ট-এর পর চাঞ্চল্য পড়ে গিয়েছে।
advertisement
3/7
ফক্স নিউজের সেই রিপোর্টে বলা হয়েছে, বিদেশ সফরের সময় পুতিনের দেহরক্ষীরা তাঁর মল-মূত্র সুটকেসে সংগ্রহ করে রাখেন। যাতে কেউ পুতিনের শারীরিক অবস্থার হদিশ না পায়!
advertisement
4/7
রাশিয়ার ফেডারেল গার্ড সার্ভিসের একজন বিশেষ সহকারীর কাছে একটি স্যুটকেস রয়েছে, যাতে পুতিনের মল সংগ্রহ করে মস্কোতে ফেরত পাঠানো হয়। মলমূত্র বিশেষ প্যাকেটে সংগ্রহ করে যা ফেরত পাঠানোর জন্য একটি ব্রিফকেসে রাখা হয়। এসবই সেই রিপোর্ট-এ বলা হয়েছে।
advertisement
5/7
ফক্স নিউজ রাশিয়ার উপর বই লেখা দুই লেখক রেজিস জান্তে এবং মিখাইল রুবিনের সঙ্গে কথা বলে।দুজনেই বলেছেন, ২৯ মে ২০১৭-এ পুতিনের ফ্রান্স সফরের সময় এবং ২০১৯ সালের অক্টোবরে সৌদি আরব সফরের সময়ও এই ধরনের মলমূত্র সংগ্রহ করা হয়েছিল। পুতিন শুরু থেকেই এই প্রক্রিয়া অনুসরণ করে আসছেন বলে জানা গিয়েছে।
advertisement
6/7
ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধের আগে জানা যায়, পুতিন ব্লাড ক্যান্সারে আক্রান্ত। অনেকেই এই খবরে চমকে গিয়েছিলেন। তবে পুতিন নিজের শারীরিক অবস্থার আপডেট লুকিয়ে রাখতে চান।
advertisement
7/7
যদিও এমনও জানা গিয়েছে, পুতিন পার্কিনসন রোগে আক্রান্ত। বিশ্বের বহু দেশের রাষ্ট্রনেতাদের নজর রয়েছে পুতিনের স্বাস্থ্যের উপর।