Visa On Arrival for Indians: পড়তে হবে না ভিসা-জটে! এই সব দেশে পৌঁছনো মাত্রই ভিসা পাবেন ভারতীয় পর্যটকরা
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Visa On Arrival for Indians: বিশ্বে এমন অনেক দেশ রয়েছে, যেখানে যাওয়ার জন্য ভিসার জন্য দীর্ঘ দিন অপেক্ষা করতে হবে না। কারণ ওই সব দেশে পৌঁছানো মাত্রই মিলবে সেই দেশগুলি ঘুরে দেখার ভিসা। এই বিষয়টিকেই ‘ভিসা অন অ্যারাইভ্যাল’ বলা হয়ে থাকে।
advertisement
1/12

অধিকাংশ মানুষের মনেই বিদেশ ভ্রমণ নিয়ে একটা সুপ্ত বাসনা থাকেই। কিন্তু সেই বিদেশ ভ্রমণের ক্ষেত্রে অনেক সময় বাধা হয়ে দাঁড়ায় ভিসা-জট। কোভিড অতিমারীর পরে যা বেশ বেড়ে গিয়েছে। ফলে ইচ্ছে থাকলেও ভিসা-জটের ফাঁসে আর বিদেশে ঘুরতে যাওয়ার সাধ অপূর্ণই রয়ে যাচ্ছে ভারতীয়দের। কিন্তু এই বিশ্বে এমন অনেক দেশ রয়েছে, যেখানে যাওয়ার জন্য ভিসার জন্য দীর্ঘ দিন অপেক্ষা করতে হবে না। কারণ ওই সব দেশে পৌঁছানো মাত্রই মিলবে সেই দেশগুলি ঘুরে দেখার ভিসা। এই বিষয়টিকেই ‘ভিসা অন অ্যারাইভ্যাল’ বলা হয়ে থাকে। চলতি বছর অর্থাৎ ২০২২ সালের তালিকা অনুযায়ী বিশ্বের ৬০টি দেশে ভ্রমণের ক্ষেত্রে ভিসা অন অ্যারাইভ্যাল-এর সুবিধা রয়েছে। আর সেই তালিকা থেকেই কয়েকটি দেশের কথা আজ আমরা আলোচনা করব। যার মধ্যে বেশ কিছু দেশ অফবিট। ফলে বিদেশ ভ্রমণের সাধ তো পূরণ হবেই, তার সঙ্গে সঙ্গে মনও ভরবে আনন্দে। Representational Image
advertisement
2/12
বার্বাডোজ: ক্যারিবিয়ান দেশগুলির মধ্যে অন্যতম সুন্দর এবং চিত্তাকর্ষক স্থান হল বার্বাডোজ। কোনও দ্বীপে ছুটি কাটানোর পরিকল্পনা করে থাকলে বার্বাডোজ তার জন্য একেবারে আদর্শ। সাগরের নীলচে সবুজ জলরাশি, সাদা বালির পরিচ্ছন্ন সৈকত এবং সমুদ্রের তীরে দাঁড়িয়ে থাকা সারি-সারি নারকেল গাছ - এগুলোই এই দ্বীপ রাষ্ট্রের অন্যতম প্রধান আকর্ষণ। এখানে ছুটি কাটানোর বিভিন্ন মুহূর্ত সারা জীবন মনে টাটকা হয়ে থেকে যাবে। Photo: Collected
advertisement
3/12
ভুটান: এই তালিকায় রয়েছে পাহাড়-পর্বতে ঘেরা নৈসর্গিক প্রতিবেশী রাষ্ট্র ভুটানও। এখানে যাওয়ার ক্ষেত্রেও তেমন কাঠখড় পোড়াতে হয় না। এমনকী পশ্চিমবঙ্গ থেকেও এখানে যাওয়া খুবই সহজ। হিমালয়ের হাতছানি এখানকার অন্যতম প্রধান আকর্ষণ। এ-ছাড়া পাহাড়ের কোলে সবুজে মোড়া এই দেশে রয়েছে অতি প্রাচীন বৌদ্ধ মন্দিরও। আর সব থেকে বড় কথা হল, এখানকার মানুষদের উষ্ণতা মাখা ব্যবহার পর্যটকদের মনে আলাদা ভাবে স্থান করে নিতে পারে। Photo: Collected
advertisement
4/12
ইরান: ইরান ভ্রমণের ক্ষেত্রেও রয়েছে ভিসা অন অ্যারাইভ্যাল-এর সুবিধা। তবে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, পশ্চিম এশিয়ার এই দেশে ভ্রমণের পরিকল্পনা করে থাকলে তার আগে অবশ্যই জেনে নিতে হবে এখানকার রাজনৈতিক পরিস্থিতি। তবে এখানে ঘুরতে গেলে চোখ ভরে শুধু চারপাশের সৌন্দর্যই দেখে যেতে হবে। নানা রকম মিনার ও তার স্থাপত্যশৈলী অবাক করবে পর্যটকদের। শুধু তা-ই নয়, শপিংয়ের জন্যও আদর্শ প্রাচীন ঐতিহাসিক এই দেশ। যাঁরা দুর্দান্ত কার্পেট দিয়ে ঘর সাজাতে চাইছেন, তাঁরা এখান থেকেই কিনে আনতে পারেন নানা ধরনের রাজকীয় কার্পেট। Photo: Collected
advertisement
5/12
জর্ডন: ইতিহাস বিজড়িত স্থান যাঁরা ঘুরে দেখতে ভালবাসেন, তাঁদের জন্য উপযুক্ত দক্ষিণ-পশ্চিম এশিয়ার দেশ জর্ডন। এখানেও ভারতীয়রা পেয়ে যাবেন ভিসা অন অ্যারাইভ্যাল-এর সুবিধা। প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন, পুরাকালের মিনার হল এখানকার মূল আকর্ষণ। শপিং করতে চাইলে এই দেশ থেকে আনতে পারেন ঘর সাজানোর নানা সামগ্রী। তার মধ্যে উল্লেখ্য - মোজাইক টাইলকাজের নানা সামগ্রী, বেদুইন বয়নশিল্পের নানা জিনিস, আরবীয় কফি পট, সেরামিক ও পটারি দ্রব্য ইত্যাদি। তবে এখানকার আর একটি আকর্ষণ রয়েছে, সেটা হল - জর্ডনের খাবারদাবার। এই দেশের খাবার চেখে দেখতে ভুললে কিন্তু চলবে না। Photo: Collected
advertisement
6/12
লাওস: দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশ বেশ অফবিট। স্বপ্নের মতো সুন্দর এই দেশে খুব বেশি পর্যটক হয়তো যান না। ভারতীয় পাসপোর্টধারীরা এখানে এলেই ভিসা পেতে পারেন। পাহাড়ের কোলে সবুজ ফসের ক্ষেত, অসাধারণ সুন্দর প্রাচীন গ্রাম, দুর্ধর্ষ সুন্দর জলপ্রপাত এই দেশের মূল আকর্ষণ। নৈসর্গিক মনোরম দৃশ্যে চোখ জুড়িয়ে যাবে পর্যটকদের। আর এখানকার মানুষদের ব্যবহারও খুব সুন্দর। তাতে মনও ভরে যাবে পর্যটকদের। Photo: Collected
advertisement
7/12
মলদ্বীপ: সেলেব্রিটিদের হাত ধরে এই জায়গা এখন একেবারে হট ডেস্টিনেশন। চারিদিকে সমুদ্রের নীল জলরাশির হাতছানি, নির্মল আকাশ, সাগর তীরের সাদা বালুকাভূমি চাক্ষুষ করতে চাইলে যেতেই হবে মলদ্বীপে। আর এখানে এলে থাকতেই হবে ওয়াটার ভিলায়। সঙ্গে রয়েছে নানা রকম ওয়াটার স্পোর্টসের মজাও। মলদ্বীপে পৌঁছনো মাত্রই ভিসা পাবেন ভারতীয় পর্যটকরা। Photo: Siddhartha Sarkar
advertisement
8/12
মায়ানমার: দক্ষিণ-পূর্ব এশিয়ায় অবস্থান এই দেশের। ভারতের প্রতিবেশী দেশও বটে। যেন হাতে আঁকা ছবির মতো সুন্দর এই দেশ। ভারতীয়দের জন্য রয়েছে ভিসা অন অ্যারাইভ্যাল নীতি। আর খরচও তেমন নয়, আর ঘোরাটাও খুবই সহজ। সুন্দর প্যাগোডা, প্রাচীন মন্দির আর পোস্টকার্ডের মতো সুন্দর নৈসর্গিক শোভায় চোখ জুড়িয়ে যাবে পর্যটকদের। Photo: Collected
advertisement
9/12
তানজানিয়া: বন্য সৌন্দর্যে মোড়া এই স্থান আফ্রিকার অন্যতম বড় দেশ। বন-জঙ্গল, জাতীয় উদ্যান, পশু-পাখি - এই সবই তানজানিয়ার অন্যতম আকর্ষণ। শুধু তা-ই নয়, এখানকার খাবারও বড় সুস্বাদু। তাই সেই স্বাদ নিতেই হবে। আর সবথেকে বড় কথা হল, ভারতীয়রা এই দেশে পৌঁছলেই পেয়ে যাবেন ভিসা। Photo: Collected
advertisement
10/12
থাইল্যান্ড: ভিসা অন অ্যারাইভ্যালের তালিকায় রয়েছে থাইল্যান্ডও। পর্যটকদের মধ্যে এটা খুবই জনপ্রিয়। ঘোরা, খানাপিনা, শপিং, নৈশজীবন - সব দিক থেকেই বেশ আকর্ষণীয় এই দেশ। তবে প্রাকৃতিক নৈসর্গিক শোভাও কিন্তু এখানকার অন্যতম আকর্ষণ। তার জন্য ঘুরে দেখতে হবে এখানকার কিছু অফবিট জায়গা। Photo: Collected
advertisement
11/12
জিম্বাবোয়ে: দক্ষিণ আফ্রিকার এই দেশেও কিন্তু মেলে ভিসা অন অ্যারাইভ্যাল-এর সুবিধা। স্থলভূমি ঘেরা এই দেশের অপূর্ব দৃশ্য মন ভরাবে পর্যটকদের। নদী, জলপ্রপাত, বন্য জীবন, বিভিন্ন জাতীয় উদ্যান দেখতে পাবেন পর্যটকরা। বেশ অফবিট হিসেবেই পরিচিত জঙ্গলে মোড়া এই দেশ। Photo: Collected
advertisement
12/12
সামোয়া: পলিনেশিয়ান দ্বীপ রাষ্ট্র সামোয়া বেশ অফবিট। এখানেও রয়েছে পৌঁছানো মাত্রই ভিসা পাওয়ার সুবিধা। যাঁরা ক্রান্তীয় জায়গায় ছুটি কাটাতে চান, তাঁদের জন্য এই দেশ আদর্শ। সেই সঙ্গে রয়েছে দুর্দান্ত নৈসর্গিক দৃশ্য। এ-ছাড়াও পলিনেশিয়ান জীবনযাপন, শিল্পকলা, মিউজিক, সংস্কৃতি- এই সব কিছুরই ছোঁয়া পাওয়া যাবে সামোয়াতে। Photo: Collected