Viral News: ২০২২ সালে বয়স হল ১৯০! বিশ্বের সবচেয়ে বয়স্ক জীবিত প্রাণী জোনাথন, চেনেন?
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
কারণ, ২০২২ সালে তার বয়স হল ১৯০ বছর। (Viral News)
advertisement
1/6

জোনাথন, আসলে একটা কচ্ছপ। কিন্তু তাকে ঘিরে গোটা বিশ্বের দারুণ উৎসাহ। কারণ, ২০২২ সালে তার বয়স হল ১৯০ বছর। (Viral News)
advertisement
2/6
এক শতাব্দী-প্রাচীন কচ্ছপ এই জোনাথন। তাঁর জন্ম ১৮৩২ সালে। এই মুহূর্তে সেই বিশ্বের সবচেয়ে বয়স্ক জীবিত প্রাণী। এর আগে এই রেকর্ডের অধিকারি ছিল, অন্য একটি কচ্ছপ। তার নাম, টুই মালিলা। ১৯৬৫ সালে সেটি মারা যায়।
advertisement
3/6
ভারত মহাসাগরের ছোট্ট দ্বীপ স্যেচেলেস-এ জন্ম জোনাথনের। মাত্র ৫০ বছর বয়সে দক্ষিণ অ্যাটলান্টিক মহাসাগরের সেন্ট হেলেনা দ্বীপে তাকে নিয়ে আসা হয়। ইতালির শাসকের কাছ থেকে জোনাথনকে উপহার পেয়েছিল ব্রিটেন। তারপর থেকে এই দ্বীপেরই একটা চিড়িয়াখানায় থাকে সে।
advertisement
4/6
শুরুর দিকে জোনাথনকে আলাদা করে চেনা-জানার বিশেষ সুযোগ ছিল না। তাকে দেখা হত জনৈক আলডাবরা প্রজাতির কচ্ছপ হিসেবেই। কিন্তু পরে নানা পরীক্ষায় দেখা যায়, তিনি স্যেচেলেস দ্বীপের বেশ বিরল প্রজাতির বিশালাকায় কচ্ছপ প্রজাতির অন্তর্ভুক্ত।
advertisement
5/6
এই ধরনের কচ্ছপ ক্রমেই পৃথিবী থেকে বিলুপ্ত হচ্ছে। পৃথিবীতে মাত্র আশিটি এই জাতীয় কচ্ছপের সন্ধান পাওয়া যায়। এই প্রজাতির কচ্ছপদের গড় আয়ু অন্তত দেড়শ বছর।
advertisement
6/6
প্রথম পোস্টাল স্ট্যাম্প, প্রথম স্কাই স্ক্র্যাপার, এমনকি আইফেল টাওয়ারের গড়ে ওঠা সবই তার জীবদ্দশায় ঘটেছে। দুটি বিশ্বযুদ্ধ দেখেছে সে। দেখে ফেলেছে করোনার অতিমারি। জোনাথনের চিকিৎসক জো হলিনস জানান, এই বিশেষ প্রজাতির কচ্ছপটির জল সহ্য করতে পারে না। তাই তাকে বিশেষভাবে তৈরি করা জল নিরোধক খাঁচায় রাখা হয়।