Viral News: জামাইয়ের শুক্রানু শাশুড়ির গর্ভে ! দিদার গর্ভেই বেড়ে উঠছে আদরের নাতনি ! মেয়ের সন্তানের জন্ম দেবেন মা!
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
Viral News: নিজের গর্ভে আদরে বড় করছেন নাতনিকে। সাত মাসের গর্ভবতী ৫০-এর চ্যালিস !
advertisement
1/5

গোটা বিশ্বে কী যে হয় তার ইয়ত্তা নেই। মানুষ ইচ্ছে করলে সব করতে পারে। তার প্রমাণ বার বার মিলেছে। এবার ঠিক এমন এক বিস্ময়কর ঘটনা ঘটালেন আমেরিকার বাসিন্দা ৫০ বছরের চ্যালিস স্মিথ। photo source collected
advertisement
2/5
মেয়েকে সন্তান সুখ দিতে এগিয়ে এলেন মা। মায়ের বয়স ৫০। কিন্তু তাঁর মেয়ে আর মা হতে পারবেন না। শরীরে জটিল রোগ ধরা পড়ে। এখন উপায়? এদিকে সন্তানের জন্য কাতর চ্যালিসের মেয়ে। photo source collected
advertisement
3/5
তিনি ডাক্তারের কাছে যান। এবং মা হওয়ার জন্য সব রকম পরীক্ষা করান। এবং ডাক্তাররা জানান চ্যালিস এখনও মা হতে পারবেন। আর অপেক্ষা করেননি মেয়ের সন্তনের সারোগেসি মাদার হতে রাজি হয়ে যান তিনি। photo source collected
advertisement
4/5
প্রসঙ্গত চ্যালিস নিজে কিন্তু আট সন্তানের জননী। এদিকে তাঁর নিজের মেয়েই সন্তান সুখ পাবে না। এ কথায় বিচলিত হয়ে পড়েন তিনি। তখন এক বড় সিদ্ধান্ত নেন ৫০-এর চ্যালিস। photo source collected
advertisement
5/5
এর পরেই জামাইয়ের শুক্রানু নিজের গর্ভে ধারণ করেন ৫০ এর চ্যালিস। এখন তিনি সাত মাসের গর্ভবতী। নিজের গর্ভ থেকেই এবার নাতি বা নাতনির জন্ম দেবেন তিনি। তবে চ্যালিস বলেছেন নাতনিই হবে তাঁর। এবার দিদার গর্ভে বেড়ে উঠছে আদরের নাতনি। photo source collected