TRENDING:

Vietnamese Tarzan: ৪১ বছর ধরে জঙ্গলে! মহিলা কী, জানেই না সত্যিকারের 'টারজান'

Last Updated:
ইঁদুরের মাথা তার প্রিয় খাবার।
advertisement
1/5
৪১ বছর ধরে জঙ্গলে! মহিলা কী, জানেই না সত্যিকারের 'টারজান'
সিনেমা বা গল্পের বইয়ের টারজান নয়। বাস্তবের টারজান। ৪১ বছর ধরে থাকে জঙ্গলে। বাবা ও ভাইয়ের সঙ্গে। মানুষের সমাজ কী, জানেই না বাস্তবের টারজান। ঠিক যেমন সে জানে না, মহিলা কী!
advertisement
2/5
Ho Van Lang। যাকে বলা হয় ভিয়েতনামের টারজান। জঙ্গলের ফল, সবজি, মধু, মাংস খেয়েই জীবন কাটে তার। ইঁদুরের মাথা তার প্রিয় খাবার।
advertisement
3/5
১৯৭২ সালে ভিয়েতনামের যুদ্ধের সময় মা ও ভাইকে হারায় লাং। এর পর তার বাবা দুই ছেলেকে নিয়ে Tay Tra-এর জঙ্গলে লুকিয়ে পড়েন। সেই থেকে তিনজন ওই জঙ্গলেই থাকে। সভ্য সমাজ থেকে তারা ৪১ বছর ধরে বিচ্ছিন্ন।
advertisement
4/5
মহিলা কী, সেটা লাং জানেই না। সে শুধু জানে, এই দুনিয়ায় তাকে বাদ দিলে শুধু জঙ্গলের জানোয়াররা রয়েছে। তবে গত কয়েক বছর ধরে একটি স্বেচ্ছাসেবী সংস্থা তাকে জঙ্গল থেকে উদ্ধার করে কাছের একটি গ্রামে রাখার ব্যবস্থা করেছে। তবে লাং-এর সভ্য সমাজে মানিয়ে নিতে খুব অসুবিধা হচ্ছে।
advertisement
5/5
লাং-এর বাবার মানসিক অবস্থা ভাল নয়। তিনি এখনও মনে করেন, ভিয়েতনাম যুদ্ধ শেষ হয়নি। লাংয়ের মস্তিষ্ক এখনও শিশুদের মতো। কথা বলে ইশারায়। ভাই বললে যে কাউকে মারধর করে লাং।
বাংলা খবর/ছবি/বিদেশ/
Vietnamese Tarzan: ৪১ বছর ধরে জঙ্গলে! মহিলা কী, জানেই না সত্যিকারের 'টারজান'
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল