TRENDING:

চিনের মহামারী বিউবনিক প্লেগ পৌঁছে গেল আমেরিকা, মঙ্গোলিয়ায় মৃত ১

Last Updated:
রক্তবমি হতে শুরু করে। তিন চার দিনের মধ্যে মৃত্যু হয় আক্রান্তের
advertisement
1/5
চিনের মহামারী বিউবনিক প্লেগ পৌঁছে গেল আমেরিকা, মঙ্গোলিয়ায় মৃত ১
• ক’‌দিন আগেই চিনের প্রশাসনিক তরফ থেকে স্বীকার করে নেওয়া হয়েছিল, সেখানে ছড়িয়ে পড়েছে বিশেষ একধরনের প্লেগ। যাঁকে বলা হচ্ছে বিউবনিক প্লেগ। সেটি করোনার থেকেও ভয়ানক মনে করছেন অনেকে।
advertisement
2/5
• সেই রোগই পৌঁছে গিয়েছে আমেরিকায়। প্রশাসনিক খবর অনুসারে, আমেরিকায় একটি কাঠবেড়ালির সন্ধান পাওয়া গিয়েছে, যেটির শরীরে মিলেছে বিউবনিক প্লেগের লক্ষণ। গত ১১ জুলাই সেই কাঠবেড়ালির শরীরে এই রোগের ভাইরাস পাওয়া হিয়েছে।
advertisement
3/5
• এর পাশাপাশি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে, মঙ্গোলিয়ায় এক ১৫ বছরের বালকের মৃত্যু হয়েছে এই বিউবনিক প্লেগে। কোনও খাবার থেকে সেই ছেলেটি সংক্রমিত হয়েছিল বলে খবর পাওয়া গিয়েছে। বিষয়টির ওপর নজর রাখছে বলে জানিয়েছে বিশ্বস্বাস্থ্য সংস্থা।
advertisement
4/5
• ইউরোপে ১৩৪৭ থেকে ১৩৫১ সালের মধ্যে সবচেয়ে বেশি মানুষের এই বিউবনিক প্লেগের কারণে মৃত্যু হয়। এ এক মহামারী বলা চলে। সেই সময়ে একে ব্ল্যাক ডেথ বলা হয়েছিল। মারা গিয়েছিলেন প্রায় আড়াই কোটি মানুষ।
advertisement
5/5
• মূলত জ্বর, মাথা ধরা, ত্বকের লাল দাগ, এমনই নানা উপসর্গ নিয়ে এই প্লেগ দেখা দেয়। তারপর রক্তবমি হতে শুরু করে। তিন চার দিনের মধ্যে মৃত্যু হয় আক্রান্তের। ইতিহাস অন্তত তেমনই বলে।
বাংলা খবর/ছবি/বিদেশ/
চিনের মহামারী বিউবনিক প্লেগ পৌঁছে গেল আমেরিকা, মঙ্গোলিয়ায় মৃত ১
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল