TRENDING:

B2 Spirit Bomber: রাফালের দ্বিগুনের চেয়েও বড়, আমেরিকার F35 নয় ইরানের হামলা করল বিটু বম্বার, জানেন কী আছে যুদ্ধবিমানে?

Last Updated:
US Strike on Iran B2 Spirit Bomber: টানা ৩৭ ঘণ্টা উড়ে গিয়ে ইরানের তিন পরমাণু কেন্দ্রে হামলা চালাল মার্কিন বোমারু বিমান বি-টু স্পিরিট। আমেরিকার এই হামলার জেরে ব্যাপক ক্ষতি হয়েছে ফোরদো, নাতানজ এবং ইসফাহানের পরমাণু কেন্দ্রে।
advertisement
1/5
রাফালের চেয়ে অনেক বড়, ইরানের পরমাণু কেন্দ্র ধ্বংস করল বিটু বম্বার, জানেন কী আছে ওই বিমানে
টানা ৩৭ ঘণ্টা উড়ে গিয়ে ইরানের তিন পরমাণু কেন্দ্রে হামলা চালাল মার্কিন বোমারু বিমান বি-টু স্পিরিট। আমেরিকার এই হামলার জেরে ব্যাপক ক্ষতি হয়েছে ফোরদো, নাতানজ এবং ইসফাহানের পরমাণু কেন্দ্রে। Image: Reuters
advertisement
2/5
পরমাণু কেন্দ্রগুলি ধ্বংস করতে বাঙ্কার বাস্টার বোমা ব্যবহার করেছে আমেরিকা। এই বি-টু বম্বারের দুটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রয়েছে। একটি হল এফ-৩৫ বা সুখোই-৫৭-র মতো পঞ্চম প্রজন্মের বিমানের মতো বি-টু বম্বার স্টেলথ বিমান, অর্থাৎ রাডারে ধরা পড়ে না, তাই সহজেই ইরানের ভিতরে গিয়ে হামলা চালিয়েছে এই বিমান, ধরাও পড়েনি ইরানের রাডারে। Image: Reuters
advertisement
3/5
আর একটি বৈশিষ্ট্য হল এই বিমান গতিতে এফ-৩৫ বা রাফালের অর্ধেক হলেও ১৫ টন ওজনের বোমা নিয়ে হামলা চালাতে পারে। বাঙ্কার বাস্টার বোমা দিয়ে জিপিএসের সাহায্যে মাটির একদম গভীরে হামলা চালাতে পারে বোমারু বিমান। Image: Reuters
advertisement
4/5
ফোরদোতে হামলা চালাতে বি-টু বম্বার স্পিরিট দিয়ে ৬টি বাঙ্কার বাস্টার বোমা মেরেছে মার্কিন সেনা। এই বিমান একাই দুটি এই ধরনের বোমা বহন করতে পারে। Image: Reuters
advertisement
5/5
ডানা সমেত এই বিমান চওড়ায় ১৭২ ফুট, লম্বায় ৬৯ ফুট। পরমাণু কেন্দ্রের মতো জায়গায় মাটির অনেক গভীরে হামলা চালানোর জন্য যে কোনও যুদ্ধবিমানের থেকে গুরুত্বপূর্ণ বি-টু বম্বার। সেই সঙ্গে একবার জ্বালানি ভরে দীর্ঘ দুরত্ব চলতে পারে এই বিমান। Image: Reuters
বাংলা খবর/ছবি/বিদেশ/
B2 Spirit Bomber: রাফালের দ্বিগুনের চেয়েও বড়, আমেরিকার F35 নয় ইরানের হামলা করল বিটু বম্বার, জানেন কী আছে যুদ্ধবিমানে?
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল