B2 Spirit Bomber: রাফালের দ্বিগুনের চেয়েও বড়, আমেরিকার F35 নয় ইরানের হামলা করল বিটু বম্বার, জানেন কী আছে যুদ্ধবিমানে?
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
US Strike on Iran B2 Spirit Bomber: টানা ৩৭ ঘণ্টা উড়ে গিয়ে ইরানের তিন পরমাণু কেন্দ্রে হামলা চালাল মার্কিন বোমারু বিমান বি-টু স্পিরিট। আমেরিকার এই হামলার জেরে ব্যাপক ক্ষতি হয়েছে ফোরদো, নাতানজ এবং ইসফাহানের পরমাণু কেন্দ্রে।
advertisement
1/5

টানা ৩৭ ঘণ্টা উড়ে গিয়ে ইরানের তিন পরমাণু কেন্দ্রে হামলা চালাল মার্কিন বোমারু বিমান বি-টু স্পিরিট। আমেরিকার এই হামলার জেরে ব্যাপক ক্ষতি হয়েছে ফোরদো, নাতানজ এবং ইসফাহানের পরমাণু কেন্দ্রে। Image: Reuters
advertisement
2/5
পরমাণু কেন্দ্রগুলি ধ্বংস করতে বাঙ্কার বাস্টার বোমা ব্যবহার করেছে আমেরিকা। এই বি-টু বম্বারের দুটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রয়েছে। একটি হল এফ-৩৫ বা সুখোই-৫৭-র মতো পঞ্চম প্রজন্মের বিমানের মতো বি-টু বম্বার স্টেলথ বিমান, অর্থাৎ রাডারে ধরা পড়ে না, তাই সহজেই ইরানের ভিতরে গিয়ে হামলা চালিয়েছে এই বিমান, ধরাও পড়েনি ইরানের রাডারে। Image: Reuters
advertisement
3/5
আর একটি বৈশিষ্ট্য হল এই বিমান গতিতে এফ-৩৫ বা রাফালের অর্ধেক হলেও ১৫ টন ওজনের বোমা নিয়ে হামলা চালাতে পারে। বাঙ্কার বাস্টার বোমা দিয়ে জিপিএসের সাহায্যে মাটির একদম গভীরে হামলা চালাতে পারে বোমারু বিমান। Image: Reuters
advertisement
4/5
ফোরদোতে হামলা চালাতে বি-টু বম্বার স্পিরিট দিয়ে ৬টি বাঙ্কার বাস্টার বোমা মেরেছে মার্কিন সেনা। এই বিমান একাই দুটি এই ধরনের বোমা বহন করতে পারে। Image: Reuters
advertisement
5/5
ডানা সমেত এই বিমান চওড়ায় ১৭২ ফুট, লম্বায় ৬৯ ফুট। পরমাণু কেন্দ্রের মতো জায়গায় মাটির অনেক গভীরে হামলা চালানোর জন্য যে কোনও যুদ্ধবিমানের থেকে গুরুত্বপূর্ণ বি-টু বম্বার। সেই সঙ্গে একবার জ্বালানি ভরে দীর্ঘ দুরত্ব চলতে পারে এই বিমান। Image: Reuters