TRENDING:

শীতের সাইক্লোনে তছনছ হতে চলেছে বড়দিনের ছুটি, বাতিল বিমান-ট্রেন-মেট্রো পরিষেবা

Last Updated:
হাওয়া অফিস 'ন্যাশনাল ওয়েদার সার্ভিস' (এনডব্লিউএস) জানাচ্ছে, গত মঙ্গলবার থেকে প্রশান্ত মহাসাগরের উত্তর-পশ্চিম দিক থেকে পূর্ব দিকে এগিয়েছে এই তুষার ঝড়।
advertisement
1/7
শীতের সাইক্লোনে তছনছ হতে চলেছে বড়দিনের ছুটি, বাতিল বিমান-ট্রেন-মেট্রো পরিষেবা
'বম্ব সাইক্লোন'-এ বিধ্বস্ত আমেরিকার বিভিন্ন প্রদেশ। ইতিমধ্যে ৩ হাজার ৮০০-র বেশি বিমান বাতিল করা হয়েছে। বড়দিনের ছুটি শুরু হওয়ার আগেই সতর্কতা জারি আমেরিকার বিভিন্ন প্রদেশে।
advertisement
2/7
আমেরিকার হাওয়া অফিস 'ন্যাশনাল ওয়েদার সার্ভিস' (এনডব্লিউএস) জানাচ্ছে, গত মঙ্গলবার থেকে প্রশান্ত মহাসাগরের উত্তর-পশ্চিম দিক থেকে পূর্ব দিকে এগিয়েছে এই তুষার ঝড়।
advertisement
3/7
শুক্রবার আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণায় সতর্ক করেছেন দেশবাসীকে। তাঁর পরামর্শ, যদি কেউ ছুটিতে বেড়াতে যেতে চান, তাঁরা যেন এখনই বেরিয়ে পড়েন। নিউইয়র্কের দিকে তীব্র বেগে এগোচ্ছে এই ঝড়। পরিস্থিতি আরও খারাপ হবে বলে সন্দেহ করা হচ্ছে।
advertisement
4/7
তীব্র ঠান্ডা এবং প্রবল তুষারপাতে বিধ্বস্ত বাসিন্দারা। সেই প্রসঙ্গে কথা বলতে গিয়ে বাইডেন বলেন, ''খুবই বিপজ্জনক হতে চলেছে পরিস্থিতি। এটি ওকলাহোমা থেকে উওমিং এবং মেইন পর্যন্ত যাচ্ছে। প্রত্যেককে জানাচ্ছি, স্থানীয় সতর্কবার্তায রেখে সিদ্ধান্ত নিন।''
advertisement
5/7
বিমান ছাড়াও ট্রেন, মেট্রে পরিষেবা বাতিল করা হয়েছে। 'ন্যাশনাল ওয়েদার সার্ভিস' ইতিমধ্যে জানিয়ে দিয়েছে, আগামী কয়েক ঘণ্টায় তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি নেমে যেতে পারে। ১০০৩ মিলিবার থেকে ৯৬৮ মিলিবারে নেমে যেতে পারে বায়ুর চাপ।
advertisement
6/7
বড়দিনের পরেই ফের আবহাওয়ার বদল ঘটবে। বেড়ে যাবে তাপমাত্রা। আবহাওয়ার এই বদল ঘটবে পশ্চিম থেকে পূর্ব দিকে। আমেরিকায় বছরশেষে আবার স্বাভাবিক হবে আবহাওয়া।
advertisement
7/7
আপাতত কাউকে বাড়ি থেকে না বেরোনোর জন্য অনুরোধ করেছে আমেরিকা এবং কানাডার প্রশাসন। যদি কেউ নিজের পরিবারের সঙ্গে দেখা করতে চান, তাঁরা যেন এখনই রওনা দিয়ে দেন, সেই পরামর্শ দিয়েছেন দেশের প্রেসিডেন্ট। ইতিমধ্যে শিকাগো, ডেট্রয়েট ও মিনিয়াপোলিসের মতো জায়গায় তুষার ঝড় হানা দিয়ে দিয়েছে।
বাংলা খবর/ছবি/বিদেশ/
শীতের সাইক্লোনে তছনছ হতে চলেছে বড়দিনের ছুটি, বাতিল বিমান-ট্রেন-মেট্রো পরিষেবা
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল