TRENDING:

US vs Russia: রাশিয়ার সঙ্গে ‘বন্ধুত্ব’...ভারতকে চরম ‘শাস্তি’ দিতে পারে আমেরিকা ! ৫০০% -এরও বেশি...এল কড়া হুঁশিয়ারি

Last Updated:
এর ফলে ভারতের রাশিয়ান তেল আমদানি নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়েছে, যা তার মোট অপরিশোধিত তেল আমদানির ১ শতাংশেরও কম থেকে শুরু করে অল্প সময়ের মধ্যেই ৪০-৪৪ শতাংশে পৌঁছেছে।
advertisement
1/10
রাশিয়ার সঙ্গে ‘বন্ধুত্ব’...ভারতকে চরম ‘শাস্তি’ দিতে পারে আমেরিকা ! ৫০০% -এরও বেশি...
ট্রাম্পের ট্যারিফ যুদ্ধ তো চলছেই৷ বারবার ট্রাম্পকে বলতেও শোনা যাচ্ছে দ্রুত ভারতের সঙ্গে সন্তোষজনক কোনও রফায় আসতে চলেছে আমেরিকা৷ কিন্তু, এর মাঝেই এল উল্টো খবর৷ মাঝখানে ঢুকে পড়ল রাশিয়া৷ এখন কর, বাণিজ্য, অপরিশোধিত তেল ঘিরে জট পাকিয়ে যাচ্ছে বিশ্ব রাজনীতি৷
advertisement
2/10
খবর পাওয়া যাচ্ছে, জুলাই ব্রেকের পরেই আমেরিকায় আসতে চলেছে একটা নতুন বিল৷ যেখানে রাশিয়ার উপরে নতুন করে চাপানো হতে চলেছে নিষেধাজ্ঞা৷ তবে শুধু রাশিয়াই নয়, এই বিলে প্রভাব পড়তে পারে ভারত ও চিনের বাণিজ্যের উপরেও৷ কী বলা হচ্ছে এই বিলে?
advertisement
3/10
নর্থ ক্যারোলাইনার আমেরিকার সেনেটর লিন্ডসে গ্রাহাম দাবি করেছেন, এই নতুন বিলে রাশিয়া, ভারত এবং চিনের মতো দেশের উপরে ৫০০ শতাংশ পর্যন্ত কর চাপাতে পারে আমেরিকা৷ কিন্তু কেন?
advertisement
4/10
ওই সেনেটর জানিয়েছেন, ‘‘কেউ যদি রাশিয়ার থেকে কোনও পণ্য কেনে, সে তাহলে ইউক্রেনের পাশে দাঁড়াচ্ছে না৷ উল্টে রাশিয়াকে যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো অর্থ জোগাচ্ছে৷ সেক্ষেত্রে, সেই সমস্ত দেশের যে সব পণ্য আমেরিকায় আসবে, আমেরিকা তার উপরে ৫০০ শতাংশ শুল্ক চাপাবে৷ ভারত এবং চিন পুতিনের ৭০ শতাংশ তেল দকেনে৷ ওরাই এই যুদ্ধ জিইয়ে রাখতে সাহায্য করছে৷’’
advertisement
5/10
গ্রাহাম বলেন, এই নতুন বিল পাশ হলে ভারত এবং চিনের উপরে নতুন কর চাপানো হবে৷ শুধু তাই নয়, যারাই পুতিনের থেকে তেল বা অন্য পণ্য কিনবে, তাদের উপরেই এই কর বসবে৷ ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধ করতে রাশিয়াকে অর্থনৈতিক ভাবে স্তব্ধ করে দেওয়া দরকার৷
advertisement
6/10
পশ্চিমি দেশগুলো যেখানে পুতিনের রাশিয়ার কাছ থেকে তেল কেনায় নিষেধাজ্ঞা জারি করেছে, ভারত এবং চিন তখনও রাশিয়ার কাছ থেকে তেল কিনে চলেছে৷ তাই এবার এই দেশগুলোকে আলাদা করে টার্গেট করা হয়েছে৷
advertisement
7/10
বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল আমদানিকারক এবং গ্রাহক দেশ ভারত বিদেশ থেকে প্রায় ৫.১ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল কেনে, যা পরিশোধনাগারগুলিতে পেট্রোল এবং ডিজেলের মতো জ্বালানিতে রূপান্তরিত হয়।
advertisement
8/10
ভারত, এর আগে মধ্যপ্রাচ্য থেকে অপরিশোধিত তেল আমদানি করেলেও, ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেন যুদ্ধ শুরুর পরপরই রাশিয়া থেকে বিপুল পরিমাণ তেল আমদানি শুরু করে। এর মূল কারণ ছিল পশ্চিমি নিষেধাজ্ঞা৷ পশ্চিমি দেশগুলি রাশিয়া থেকে তেল কেনায় নিষেধাজ্ঞা জারি করায় রাশিয়া থেকে অনেক বেশি ছাড়ে অপরিশোধিত তেল কিনতে পারে ভারত৷
advertisement
9/10
এর ফলে ভারতের রাশিয়ান তেল আমদানি নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়েছে, যা তার মোট অপরিশোধিত তেল আমদানির ১ শতাংশেরও কম থেকে শুরু করে অল্প সময়ের মধ্যেই ৪০-৪৪ শতাংশে পৌঁছেছে।
advertisement
10/10
ওই মার্কিন সেনেটর জানিয়েছেন, জুলাই ব্রেকের পরে বিলটি পেশ করা হলেও তা আইনে পরিণত হবে কি না, বা ট্রাম্প কোনও বিকল্প ছাড়ে সায় দেবে কি না, তা সময়ই বলবে৷
বাংলা খবর/ছবি/বিদেশ/
US vs Russia: রাশিয়ার সঙ্গে ‘বন্ধুত্ব’...ভারতকে চরম ‘শাস্তি’ দিতে পারে আমেরিকা ! ৫০০% -এরও বেশি...এল কড়া হুঁশিয়ারি
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল