TRENDING:

Volodymyr Zelenskyy Wife: মাটি কামড়ে দেশের জন্য লড়ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি, তাঁর স্ত্রী ওলেনাকে চেনেন?

Last Updated:
পাশে রয়েছেন স্ত্রী ওলেনা জেলেনস্কাও (Olena Zelenska)। (Volodymyr Zelenskyy Wife)
advertisement
1/6
মাটি কামড়ে লড়ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি, তাঁর স্ত্রী ওলেনাকে চেনেন?
রুশ আক্রমণের সামনে রুখে দাঁড়িয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি (Volodymyr Zelenskyy)। তাঁকে দেশ ছাড়ার প্রস্তাব দিয়েছিলেন স্বয়ং আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। উত্তর পেয়েছিলেন, 'এখন লড়াই দোরগোড়ায়! আমি পালাতে চাই না! বরং আমাকে ট্যাঙ্ক ধ্বংসকারী অস্ত্র দিন!'
advertisement
2/6
রাশিয়ার আক্রমণে ইউক্রেনে রোজ মারা যাচ্ছেন সাধারণ মানুষ, শিশুরাও। এবার রাজধানী কিভ দখল করার পথে রুশ বাহিনী। নিজেরাই স্বীকার করছে, মানবাধিকার লঙ্ঘন করে চলেছে তারা। তবু মাটি আঁকড়ে পড়ে রয়েছেন প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি। যদিও একা নন। পাশে রয়েছেন স্ত্রী ওলেনা জেলেনস্কাও (Olena Zelenska)। (Volodymyr Zelenskyy Wife)
advertisement
3/6
ছোটবেলা থেকেই একে অপরকে চিনতেন তাঁরা। ক্রিভি রিহ শহরে একসঙ্গেই বড় হয়েছেন ভোলোদিমির ও ওলেনা। কয়েক সপ্তাহের ছোট-বড় তাঁরা। স্কুলে পড়ার সময় থেকেই বন্ধুত্ব ছিল তাঁদের। পরে বিশ্ববিদ্যালয়ের সময় প্রেম হয় দুই বন্ধুর। (Volodymyr Zelenskyy Wife)
advertisement
4/6
আট বছর ডেটিং ও সম্পর্ককে এগিেয় নিয়ে গিয়ে ২০০৩ সালে ওলেনার সঙ্গে বিয়ে হয় জেলেনস্কির। পরে তাঁরা কিভে চলে যান। ছিলেন কৌতুক অভিনেতা৷ ২০১০ সালে 'সার্ভেন্ট অফ দ্য পিপল' নামে টিভি সিরিজে অভিনয় করে ইউক্রেনে অন্যতম জনপ্রিয় অভিনেতা হয়ে উঠেছিলেন৷ ঘটনাচক্রে ওই জনপ্রিয় টিভি সিরিজেও একজন হাইস্কুল শিক্ষকের ভূমিকায় অভিনয় করেছিলেন ভোলোডিমির জেলেনস্কি৷ চিত্রনাট্য অনুযায়ী, যিনি রাজনীতিবিদদের দুর্নীতিতে বিরক্ত হয়ে নিজেই একসময় দেশের প্রেসিডেন্ট হয়ে ওঠেন।
advertisement
5/6
সাধারণত বাস্তবের কোনও ঘটনা অবলম্বনে সিনেমা বা টিভি সিরিজের গল্প লেখা হয়৷ কিন্তু জেলেনস্কির ক্ষেত্রে হয় উল্টো৷ কারণ প্রেসিডেন্টের চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তার শিখরে পৌঁছনোর কয়েক বছরের মধ্যে সত্যি সত্যিই তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট নির্বাচিত হন৷ এবং এখন তিনি গোটা বিশ্বের কাছে জনপ্রিয়।
advertisement
6/6
ফার্স্ট লেডি ওলেনা জেলেনস্কাও (Volodymyr Zelenskyy Wife) সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়েছেন দেশবাসীকে, নিজের '‌সহযোদ্ধা'‌দের। পোস্ট করলেন এমন এক ছবি, যা দেখে চোখে জল এল গোটা দুনিয়ার। তিনি ইউক্রেনবাসীকে ধন্যবাদ জানিয়েছেন। পরস্পরের পাশে দাঁড়ানোর জন্য। দুই সন্তান রয়েছে তাঁদের। শুধুই ইউক্রেনের ফার্স্ট লেডি নন, ওলেনা পেশায় আইনজীবী। বিভিন্ন মানবাধিকার বিষয় নিয়ে আন্দোলন গড়ে তোলেন। এমনকী ইউক্রেনের কূটনীতির বিষয়েও কাজ করে থাকেন।
বাংলা খবর/ছবি/বিদেশ/
Volodymyr Zelenskyy Wife: মাটি কামড়ে দেশের জন্য লড়ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি, তাঁর স্ত্রী ওলেনাকে চেনেন?
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল