TRENDING:

Tsunami Alert in America: ৭.৩ স্কেলে কেঁপে উঠল আমেরিকা! সুনামি আসছেই, জানিয়ে দিল প্রশাসন...আলাস্কায় জারি হাই অ্যালার্ট

Last Updated:
আলাস্কায় অন্য অন্যান্য মার্কিন স্টেটের তুলনায় বেশি ভূমিকম্প হয় এবং বিশ্বের মোট ভূমিকম্পের প্রায় ১১% এবং মার্কিন যুক্তরাষ্ট্রে ১৭.৫% ভূমিকম্প অনুভূত হয়। এর কারণ প্যাসিফিক রিং অফ ফায়ারে এর অবস্থান, যেখানে প্যাসিফিক প্লেটটি উত্তর আমেরিকান প্লেটের নীচে আলাস্কা-আলেউটিয়ান মেগাথ্রাস্ট নামক একটি বিশাল ফল্ট লাইন বরাবর স্লাইড করে, যা ২৫০০ মাইলেরও বেশি বিস্তৃত। Generated image
advertisement
1/7
৭.৩ স্কেলে কেঁপে উঠল আমেরিকা! সুনামি আসছেই, জানিয়ে দিল প্রশাসন...আলাস্কায় হাই অ্যালার্ট
আমেরিকা: সুনামি আসছেই৷ আমেরিকায় জারি সুনামি সতর্কতা৷ স্থানীয় সময় বুধবারের ভূমিকম্পের তীব্রতা রিখটার স্কেলে ছিল ৭.৩৷ কার্যত, জক্ষিণ আলাস্কার উপকূলীয় এলাকা জুড়ে সুনামি সতর্কতা জারি করে মার্কিন জিওলজিক্যাল সার্ভে৷ জানা গিয়েছে,স্থানীয় সময় দুপুর ১২টা বেজে ৩৭ মিনিটে দ্বীপ শহর স্যান্ড পয়েন্ট থেকে ৮৭ কিলোমিটার দক্ষিণে ভূপৃষ্ঠ থেকে ২০.১ কিমি গভীরে ছিল এই ভূমিকম্পের কেন্দ্র৷ Generated image
advertisement
2/7
[caption id="" align="aligncenter" width="1200"] রিখটার স্কেলে ৭ মাত্রার ভূমিকম্পের কারণে দক্ষিণ আলাস্কা এবং আলাস্কান পেনিনসুলা জুড়ে সুনামি সতর্কতা জারি করেছে স্থানীয় প্রশাসন৷ Generated image</dd> <dd>[/caption]
advertisement
3/7
[caption id="" align="aligncenter" width="1200"] আলাস্কার ন্যাশনাল সুনামি ওয়ার্নিং সেন্টারের তরফে জানানো হয়েছে, ‘‘সুনামি আসছে৷ বিষয়টি নিশ্চিতভাবে জানা গিয়েছে৷ কিছুটা প্রভাব তো পড়বেই৷’’ Generated image</dd> <dd>[/caption]
advertisement
4/7
[caption id="" align="aligncenter" width="1200"] পাশাপাশি, সেই বার্তায় বলা হয়েছে, ‘‘দক্ষিণ আলাস্কা, পেসিফিক কোস্ট থেতে কেনেডি এন্ট্রান্স, আলাস্কা থেকে ইউনিম্যাক পাসেও জারি হয়েছে সুনামি সতর্কতা৷’’ Generated image</dd> <dd>[/caption]
advertisement
5/7
আলেউটিয়ান দ্বীপপুঞ্জের পোপোফ দ্বীপের প্রায় ৫৮০ জন লোকের একটি ছোট গ্রাম স্যান্ড পয়েন্টে প্রথম এই সুনামির আঘাত হানার আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় আধিকারিকেরা দ্রুত বাসিন্দাদের সতর্ক করে তাদের উঁচু স্থানে সরে যেতে বলেন। Generated image
advertisement
6/7
[caption id="" align="aligncenter" width="1200"] আলাস্কায় অন্য অন্যান্য মার্কিন স্টেটের তুলনায় বেশি ভূমিকম্প হয় এবং বিশ্বের মোট ভূমিকম্পের প্রায় ১১% এবং মার্কিন যুক্তরাষ্ট্রে ১৭.৫% ভূমিকম্প অনুভূত হয়। এর কারণ প্যাসিফিক রিং অফ ফায়ারে এর অবস্থান, যেখানে প্যাসিফিক প্লেটটি উত্তর আমেরিকান প্লেটের নীচে আলাস্কা-আলেউটিয়ান মেগাথ্রাস্ট নামক একটি বিশাল ফল্ট লাইন বরাবর স্লাইড করে, যা ২৫০০ মাইলেরও বেশি বিস্তৃত। Generated image</dd> <dd>[/caption]
advertisement
7/7
১৯৬৪ সালের মার্চ মাসে সেখানে ৯.২ মাত্রার এক ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে, যা উত্তর আমেরিকার ইতিহাসে রেকর্ড করা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প ছিল। ভূমিকম্পে অ্যাঙ্কোরেজ শহর মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল তাতে, যার ফলে আলাস্কা উপসাগর, মার্কিন যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূল এবং হাওয়াইতে সুনামি আঘাত হেনেছিল। Generated image
বাংলা খবর/ছবি/বিদেশ/
Tsunami Alert in America: ৭.৩ স্কেলে কেঁপে উঠল আমেরিকা! সুনামি আসছেই, জানিয়ে দিল প্রশাসন...আলাস্কায় জারি হাই অ্যালার্ট
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল