TRENDING:

Tropical Storm Norma: ‘নর্মা’-র গতিবেগ ১৬৮ কিমি প্রতি ঘণ্টায়! হ্যারিকেন-এর তীব্র আঘাত নিয়ে আশঙ্কা

Last Updated:
Tropical Storm Norma: এমনই সতর্কতা জানানো হয়েছে আমেরিকার ন্যাশনাল হ্যারিকেন সেন্টারের তরফ থেকে৷ এই ঝড়টি হ্যারিকেন হিসাবে তৈরি হতে চলেছে৷
advertisement
1/5
‘নর্মা’-র গতিবেগ ১৬৮ কিমি প্রতি ঘণ্টায়! হ্যারিকেন-এর তীব্র আঘাত নিয়ে আশঙ্কা
ট্রপিক্যাল ঝড় তৈরি হয়েছে সাগরে, আর তার মারাত্মক প্রভাব পড়তে চলেছে স্থলভাগে৷ এমনই সতর্কতা জানানো হয়েছে আমেরিকার ন্যাশনাল হ্যারিকেন সেন্টারের তরফ থেকে৷ এই ঝড়টি হ্যারিকেন হিসাবে তৈরি হতে চলেছে৷ (প্রতীকী ছবি)
advertisement
2/5
আবহাওয়া দফতরের তরফ থেকে বলা হয়েছে, আপাতত সাগরে এই ঝড়ের গতিবেগ রয়েছে ঘণ্টায় ৪০ মাইল, কিলোমিটারের হিসাবে ৬৫ কিমি প্রতি ঘণ্টায়৷ আপাতত স্থলভাগ থেকে ঝড়টি রয়েছে মোট ১১১০ কিলোমিটার দূরে৷ প্রতি ঘণ্টায় ১৭ কিলোমিটার করে এটি গতিবৃদ্ধি করছে৷ (প্রতীকী ছবি)
advertisement
3/5
এর ফলে স্থলভাগে বিপুল বৃষ্টি ও বিধ্বংসী ঝড়ের প্রভাব দেখা দিতে পারে৷ ফলে ক্ষয়ক্ষতিও বেশ কিছুটা বাড়তে পারে৷ এর ফলে নদী ও সাগরের জল বেশ কিছুটা বাড়তে পারে৷ সব মিলিয়ে পরিস্থিতি হতে পারে ভয়াবহ৷ (প্রতীকী ছবি)
advertisement
4/5
ন্যাশনাল হ্যারিকেন সেন্টারের পক্ষ থেকে বলা হয়েছে, কয়েক দিনের মধ্যে স্থলভাগে তীব্র আঘাত আনতে পারে এই ঝড়৷ ক্যালিফোর্নিয়া পেনিনসুলা ও লস কাবোসে এই ঝড় আছড়ে পড়তে পারে৷ ম্যক্সিকো পশ্চিম প্যাসিফিকে এই ঝড় তৈরি হয়েছে বলেই খবর৷ (প্রতীকী ছবি)
advertisement
5/5
ন্যাশনাল হ্যারিকেন সেন্টারের পক্ষ থেকে বলা হয়েছে, কয়েক দিনের মধ্যে স্থলভাগে তীব্র আঘাত আনতে পারে এই ঝড়৷ ক্যালিফোর্নিয়া পেনিনসুলা ও লস কাবোসে এই ঝড় আছড়ে পড়তে পারে৷ ম্যক্সিকো পশ্চিম প্যাসিফিকে এই ঝড় তৈরি হয়েছে বলেই খবর৷ (প্রতীকী ছবি)
বাংলা খবর/ছবি/বিদেশ/
Tropical Storm Norma: ‘নর্মা’-র গতিবেগ ১৬৮ কিমি প্রতি ঘণ্টায়! হ্যারিকেন-এর তীব্র আঘাত নিয়ে আশঙ্কা
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল