Coronavirus| এই ওষুধ ৪৮ ঘণ্টার মধ্যে করোনা ভাইরাস মারতে পারে! আলোড়ন ফেলে দেওয়া গবেষণা
- Published by:Arindam Gupta
- news18 bangla
Last Updated:
মনাস বায়োমেডিসিন ডিসকভারি ইনস্টিটিউট ও পিটার ডোহারটি ইনস্টিটিউট অফ ইনফেকশন অ্যান্ড ইমিউনিটি-র যৌথ গবেষণার রিপোর্ট বলছে, Ivermectin নামে এই ওষুধটি নাকি কোষের মধ্যে বাড়তে থাকা করোনা ভাইরাসকে রুখে দেয়৷ এবং স্টাডি রেজাল্টে গবেষকরা যথেষ্ট উচ্ছ্বসিত৷
advertisement
1/6

করোনা ভাইরাসের চিকিত্সার জন্য বিশ্বের তাবড় বিজ্ঞানীরা আপাতত ব্যস্ত৷ ভাইরাসকে মারার জন্য ওষুধ তৈরি করতে উঠে পড়ে লেগেছেন চিকিত্সা বিজ্ঞানীরা৷ গোটা বিশ্ব অপেক্ষা করছে ভ্যাকসিনের৷ এরই মধ্যে মাঝে মাঝে কিছু আশার খবর আসছে বিশ্বের নানা প্রান্ত থেকে৷ তেমনই একটি সাড়া জাগানো স্টাডি আলোড়ন ফেলে দিল গোটা বিশ্বে৷
advertisement
2/6
নয়া স্টাডি বলছে, অ্যান্টি-প্যারাসাইটিক ড্রাগ বা ওষুধ করোনা ভাইরাসকে ৪৮ ঘণ্টার মধ্যে মারতে পারে৷ স্টাডি-তে বলা হচ্ছে, ২৪ ঘণ্টার মধ্যে এই ওষুধ শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি লক্ষণীয় ভাবে কমিয়ে ফেলতে পারে৷ এবং সবচেয়ে ভালো খবর হল, এই ওষুধ বিশ্বের সব দেশেই পর্যাপ্ত পরিমাণে রয়েছে৷
advertisement
3/6
মনাস বায়োমেডিসিন ডিসকভারি ইনস্টিটিউট ও পিটার ডোহারটি ইনস্টিটিউট অফ ইনফেকশন অ্যান্ড ইমিউনিটি-র যৌথ গবেষণার রিপোর্ট বলছে, Ivermectin নামে এই ওষুধটি নাকি কোষের মধ্যে বাড়তে থাকা করোনা ভাইরাসকে রুখে দেয়৷ এবং স্টাডি রেজাল্টে গবেষকরা যথেষ্ট উচ্ছ্বসিত৷
advertisement
4/6
Ivermectin ওষুধটি এফডিএ অনুমোদিত অ্যান্টি-প্যারাসাইটিক ড্রাগ৷ HIV, ডেঙ্গি, ইনফ্লুয়েঞ্জার মতো ভাইরাসের বিরুদ্ধে ভালো কাজ করার প্রমাণ রয়েছে ওষুধটির৷
advertisement
5/6
মনাস বায়োমেডিসিন ডিসকভারি ইনস্টিটিউট-এর গবেষক কাইলি ওয়াগস্টাফ-এর কথায়, 'আমরা দেখছি, একটি ডোজেই ৪৮ ঘণ্টার মধ্যে সব ভাইরাস খতম করতে পারে৷ ২৪ ঘণ্টাতেই ভালো ফল পাওয়া যায়৷'
advertisement
6/6
গবেষণাটি ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে অ্যান্টিভাইরাল রিসার্চে৷ গবেষকদের পরবর্তী পদক্ষেপ হল, মানুষের জন্য ঠিক কতটা ডোজ লাগবে, তা খুঁজে বের করা৷ যদি সাফল্য আসে, তা হলে করোনা ভাইরাস মারতে ব্যবহার করা যেতেই পারে এই ওষুধ৷