হঠাৎ হানাদারি থেকে শত্রুকে লুকিয়ে দেখা, বিশ্বের এই পাঁচ গোয়েন্দা সংস্থাকে সমঝে চলে সবাই
- Published by:Arka Deb
- news18 bangla
Last Updated:
আমরা এখানে বিশ্বের প্রথম সারির পাঁচটি সংস্থা সম্পর্কে তথ্য দিলাম।
advertisement
1/7

বাইরে থেকে হয়তো সম্পর্ক অটুট। কিন্তু ফাটলটা কোথায় বাইরে থেকে বোঝাও যায় না। বলছি দুটি দেশের কূটনৈতিক বোঝাপড়ার কথা। গোটা বিষয়টাই দাঁড়িয়ে থাকে প্রতিরক্ষার ও ভবিষ্যত সম্ভাবনার ওপর। এই সমীকরণ স্থির করার জন্যে প্রতিটি দেশ আসলে নির্ভর করে তাদের গোয়েন্দা সংস্থার উপর। তাদের অঙ্গুলিহেলনেই যুদ্ধ, তাদের অঙ্গুলিহেলনেই শান্তিপ্রতিষ্ঠা। ভারতের ক্ষেত্রে রয়েছে এমনই সংস্থা র। পাকিস্তানে রয়েছে আইএসআই। আমরা এখানে বিশ্বের প্রথম সারির ছ'টি সংস্থা সম্পর্কে তথ্য দিলাম।
advertisement
2/7
মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ- বিশ্বের সর্ববৃহৎ নেটওয়ার্ক সিআইএ-এর।স্বাধীন সংস্থা হিসেবই কাজ করে সিআইএ। গুপ্তচরবৃত্তি হোক বা অপারেশন প্ল্যান, সিআইএ-র কোনও জুড়িদার নেই।
advertisement
3/7
ইজরায়েলের মোসাদ-১৯৪৯ সালে প্রতিষ্ঠিত হয় মোসাদ। একের পর এক সিক্রেট অপারেশন করে মোসাদ গোটা বিশ্বের কুর্নিশ কুড়িয়েছে।
advertisement
4/7
ব্রিটেন- এমআই সিক্স- ব্রিটিশ মিলিটারির একটি বিশেষ শাখা MI6
advertisement
5/7
ব্রিটেন- এমআই সিক্স- ব্রিটিশ মিলিটারির একটি বিশেষ শাখা MI6
advertisement
6/7
এফএসবি-রাশিয়া- ১৯৯৫ সালের ৩ এপ্রিল প্রতিষ্ঠিত এফএসবি। মস্কোর এই সংস্থার ১০টি বিভাগ রয়েছে। আগে চেকা নামে পরিচিতি ছিল এই সংস্থা। প্রথমে নাম বদলে কেজিবি পরে এফএসবি করা হয়।
advertisement
7/7
বিএনডি, জার্মানি- জার্মান চ্যান্সেলারের নেতৃত্বাধীন এই সংস্থা। গোপন তথ্য সংগ্রহে বিএনডির কোনও জুড়িদার নেই।