কিম্ভূত! নেটিজেনরা বলছেন, এ তো অলৌকিক বিড়াল, দেখুন ছবি
- Published by:Uddalak Bhattacharya
- news18 bangla
Last Updated:
ছবি দেখলে আসল রহস্যটা স্পষ্ট হবে
advertisement
1/6

• এটি কে বলা হচ্ছে স্ফিংক্স ক্যাট। গায়ে একটুও লোম নেই। চামড়া কুঁচকে কিম্ভূত হয়ে গিয়েছে। আর এই নতুন ধরনের বিড়ালকেই মনে ধরেছে নেটিজেনদের।
advertisement
2/6
• বিড়ালটিকে আপাতভাবে অদ্ভুত দেখতে হলেও এটির কিন্তু একেবারে সাধারণ আর পাঁচটি বিড়ালের মতোই।
advertisement
3/6
• সুইৎজারল্যান্ডের সান্ডা ফিপ্পি এই বিড়ালটিকে ৬ বছর আগে দত্তক নিয়েছিলেন, যার ছবি আপাতত ঘুরে বেড়াচ্ছে ইন্টারনেটে।
advertisement
4/6
• তারপর থেকে বিড়ালের রূপের দিকে না তাকিয়েও নাকি লোকে ভারি ভালবাসে তাকে।
advertisement
5/6
• এই বিড়ালের নামে একটি ইনস্টাগ্রাম পেজও রয়েছে, যেখানে রয়েছেন ২৫ হাজার ফলোয়ার।
advertisement
6/6
• তবে ভারতে এখনও এই প্রজাতির বিড়াল পাওয়া যায় না, পেলে হয়ত অনেকেই বাড়িতে রাখতেন।