তিতলি থেকে লুবান, সুস্থ জীবনে বারবার ব্যস্ততা নিয়ে আসে দাপুটে ঘূর্ণিঝড়
Last Updated:
advertisement
1/8

বিশ্বজুড়ে বাড়ছে উষ্ণায়নের তান্ডব, বাড়ছে তাপমাত্রা সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ঘূর্ণিঝড় ও নানা রকম প্রাকৃতিক দুর্যোগের প্রভাব । (প্রতীকী ছবি: REUTERS)
advertisement
2/8
গত কয়েকদিন ধরেই ভারতের ওড়িশা ও অন্ধ্র উপকূলে তান্ডব চালিয়েছিল তিতলি । আবার মধ্যপ্রাচ্যের দিকে ধেয়ে আসছে আরব সাগরের উপর তৈরি হওয়া ঘূর্ণিঝড় লুবান । প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্রমশ বাড়ছে মৃত্যু ও ক্ষয়ক্ষতির পরিমাণ । (প্রতীকী ছবি: REUTERS)
advertisement
3/8
সম্প্রতি রাষ্ট্রসংঘ নিয়োজিত ‘ইন্টারগভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ’ (আইপিসিসি)-এর বিজ্ঞানীরা বলছেন, বিশ্ব উষ্ণায়ন ছিল শুধুই বিপদের আগাম পূর্বাভাস। এবার সরাসরি তার ফল ভুগতে শুরু করেছে মানবগ্রহ।(প্রতীকী ছবি: REUTERS)
advertisement
4/8
এই রিপোর্ট বলছে ভারতের গড় তাপমাত্রা বেড়ে যেতে পারে তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস। গ্রীষ্মকালের স্থায়ীত্ব বেড়ে যাওয়ার সম্ভাবনাও প্রবল। মেট্রো শহরগুলি হয়ে উঠতে পারে ‘তপ্ত দ্বীপ’।(প্রতীকী ছবি: REUTERS)
advertisement
5/8
মূলত সমুদ্রপৃষ্ঠের গড় তাপমাত্রা অনেকটা বৃদ্ধি পাওয়ার কারণে বাড়ছে সাইক্লোনের ঘনঘটা । গত কয়েকছরে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলগুলিতেও বেড়ে গিয়েছে প্রাকৃতিক দুর্যোগের প্রভাব । (প্রতীকী ছবি: REUTERS)
advertisement
6/8
উষ্ণায়নের জেরে ব্যহত হয়েছে স্বাভাবিক ঋতুচক্র । ছয় ঋতুর জায়গা নিয়েছে মূলত গ্রীষ্ম ও বর্ষা । বিজ্ঞানীদের মতে ১৯৮০ সালের পর থেকেই স্বাভাবিক ঝড় বৃষ্টির জায়গা নিয়ে নিয়েছে বিধ্বংসী হারিকেন ও অন্যান্য সাইক্লোন । এর ফলে বাড়ছে সার্বিক ক্ষতির পরিমাণও । (প্রতীকী ছবি: REUTERS)
advertisement
7/8
লুবানের সতর্কতার কারণে আতঙ্কে প্রহর গুনছেন ওমানের স্থানীয়রা । সময়ের আগে থেকে সতর্কতা জারি হলেও তা সবসময়ে প্রযোজ্য হয় না । প্রযুক্তির প্রবল উন্নতির পরেও আজও প্রকৃতির কাছে মানুষ দুর্বল । (প্রতীকী ছবি: REUTERS)
advertisement
8/8
এমনকী বিজ্ঞানের পরিসংখ্যান বলছে গত ৩০ বছরে সমুদ্রে সাইক্লোনের জেরে গ্রীষ্মকালীন সাইক্লোনের মাত্রা বৃদ্ধি পেয়েছে প্রতি সেকেন্ডে ১.৩ মিটার করে বৃদ্ধি পেয়েছে । (প্রতীকী ছবি: REUTERS)