স্কাইওয়াক মানে যদি দক্ষিণেশ্বর ভাবেন তো ভুল করছেন, মাঝ আকাশে কাঁচে ঘেরা এখানে হাঁটবেন !!
Last Updated:
advertisement
1/11

দক্ষিণেশ্বর স্কাইওয়াক দেখেছেন ৷ আচ্ছা না দেখলেও তার বিষয়ে নিশ্চয় শুনেছেন ৷ ভাবছেন স্কাইওয়াক মানেই বেশ একটা ফাটাফাটি বিষয় ৷ কিন্তু দক্ষিণেশ্বরের স্কাইওয়াককেই যদি সেরা মনে করেন তাহলে বড় ভুল করছেন ৷ Photo - File
advertisement
2/11
ব্যাঙ্ককের সবচেয়ে উঁচু বিল্ডিং মাহানাখোন স্কাইওয়াক রয়েছে তারই ওপর ৷ Photo -instagram
advertisement
3/11
মাটি থেকে এই স্কাইওয়াকের উচ্চতা ১০৩০ ফুট ৷ পাখি যেভাবে আকাশ থেকে কোনও কিছু দেখে ঠিক সেরকমই আপনি বার্ডস আই ভিউ পাবেন গোটা ব্যাঙ্কক শহরের ৷ Photo -instagram
advertisement
4/11
বাড়িটা অনেক দিন আগেই তৈরি হলেও এই স্কাইওয়াক সবেমাত্র দিন সাতেক আগে এই স্কাইওয়াক খুলে দেওয়া হয়েছে ৷ Photo -instagram
advertisement
5/11
বাড়ির ৭৪ তলায় ডেক রয়েছে, রুফটপ প্ল্যাটফর্ম রয়েছে ৭৫ তলায় এবং ৭৮ তলায় রয়েছে বার ৷ Photo -instagram
advertisement
6/11
তবে যদি মনে করেন এই স্কাইওয়াকে হাঁটা কী আর এমন ব্যাপার ৷ তাহলে কিন্তু ভুল করছেন ৷ বিষয়টি আদপে সহজ নয় ৷ এই স্কাইওয়াকের ওপর হাঁটতে হৃদয়ে বল লাগে ৷ Photo -instagram
advertisement
7/11
এই স্কাইওয়াকের পুরো বিষয়টি তিনটি তলা জুড়ে রয়েছে ৷ যেহেতু হঠাৎ করে একটা উচ্চতায় পৌঁছে যেতে হচ্ছে তাই মানসিকভাবে একটা বড় সমস্যা হতে পারে ৷ বরং ভালো মানসিকভাবে একটা সমস্যা হবেই ৷ Photo -instagram
advertisement
8/11
নিজের জুতোর নিচে পরতে হচ্ছে একধণের মোজার মতো জিনিস ৷ যাতে যে গ্লাস প্ল্যাটফর্মে হাঁটতে হচ্ছে সেটায় কোনওরকম দাগ না হয় ৷ Photo -instagram
advertisement
9/11
Photo -instagram
advertisement
10/11
Photo -instagram
advertisement
11/11
এর আগে চিনে ২০১১ তে ছিল দারুণ এক স্কাইওয়াক ৷ এখন এই স্কাইওয়াক যেভাবে বিখ্যাত হয়েছে তাতে চিনের সেই জনপ্রিয়তাকেও ছাপিয়ে যাবে ব্যাঙ্কক বলে মনে হয় ৷ Photo -instagram