Reasons Why Russia Attacked Ukraine: ইউক্রেনে কেন হামলা চালালো রাশিয়া? সংঘাতের পিছনে এই দশ কারণ
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
রাশিয়ার সঙ্গে ইউক্রেনের সামাজিক এবং সাংস্কৃতিক দিক দিয়ে অনেক মিল এবং সম্পর্ক রয়েছে৷ ইউক্রেনে রুশ ভাষার ব্যবহারও যথেষ্ট৷ কিন্তু ২০১৪ সালের পর থেকে দুই দেশের সম্পর্কেই চিড় ধরেছে (Ukraine Russia Conflict)৷
advertisement
1/12

ইতিমধ্যেই ইউক্রেনে হামলা শুরু করে দিয়েছে রাশিয়া৷ মস্কোর এই পদক্ষেপের জেরে ইউরোপে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যেতে পারে বলেও আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা৷ একনজরে দেখে নেওয়া যাক, ইউক্রেনে রাশিয়ার হানার পিছনে কী কী কারণ রয়েছে৷
advertisement
2/12
সাবেক সোভিয়েত ইউনিয়ন ভেঙে যে দেশগুলির জন্ম হয়েছিল, তার মধ্যে অন্যতম ইউক্রেন৷ রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে অল্পবিস্তর উত্তেজনা ছিলই৷ কিন্তু ২০২১ সালের জুলাই মাস থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে বেরিয়ে যেতে শুরু করে৷ গত বছর জানুয়ারি মাসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোডিমির জেলেনস্কি ইউক্রেনকে ন্যাটোর অন্তর্ভুক্ত করার জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে অনুরোধ করেন৷
advertisement
3/12
এতেই ক্ষুব্ধ হয় রাশিয়া, তার পর থেকেই ইউক্রেন সীমান্তে মহড়ার নামে সেনা পাঠাতে শুরু করে মস্কো৷ ধীরে ধীরে সেনা সমাবেশ বাড়তে থাকে ইউক্রেন সীমান্তে৷ গত ডিসেম্বর মাসেই এ নিয়ে রাশিয়াকে সতর্ক করে আমেরিকা৷ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন হুঁশিয়ারি দেন, ইউক্রেনে সেনা অভ্যুত্থান হলে রাশিয়ার উপরে নিষেধাজ্ঞা চাপানো হবে৷
advertisement
4/12
রাশিয়া পাল্টা দাবি করেছে, ন্যাটোর বাহিনী পূর্ব ইউরোপ এবং ইউক্রেনে কোনও ধরনের সামরিক কার্যকলাপ করবে না, সেই আইনি নিশ্চয়তা দিতে হবে৷ ভ্লাদিমির পুতিনের দাবি, ইউক্রেন পশ্চিমী দেশগুলির হাতের পুতুল হয়ে রয়েছে, সেটি কোনও রাষ্ট্রই নয়৷
advertisement
5/12
এই প্রথম রাশিয়া-ইউক্রেন উত্তেজনা এমন উত্তপ্ত পরিস্থিতিতে পৌঁছল, এমন নয়৷ ২০১৪ সালেও প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমর্থনপুষ্ট বিদ্রোহীরা দক্ষিণ ইউক্রেনের বিস্তীর্ন অংশ নিজেদের দখলে করে নেয়৷ তখন সেই ইউক্রেনের সেনাবাহিনীর সঙ্গে বিদ্রোহীদের সংঘাত চলছে৷ সেই সময়ই ক্রিমিয়াকে দখল করে নিয়েছিল রাশিয়া৷
advertisement
6/12
সোভিয়েত ইউনিয়নের অংশ হওয়ায় রাশিয়ার সঙ্গে ইউক্রেনের সামাজিক এবং সাংস্কৃতিক দিক দিয়ে অনেক মিল এবং সম্পর্ক রয়েছে৷ ইউক্রেনে রুশ ভাষার ব্যবহারও যথেষ্ট৷ কিন্তু ২০১৪ সালের পর থেকে দুই দেশের সম্পর্কেই চিড় ধরেছে৷
advertisement
7/12
ইতিমধ্যে বৃহস্পতিবার ইউক্রেনের কিভ, খারকিভ-সহ একাধিক অংশ থেকে একাধিক বিস্ফোরণের শব্দ আসতে শুরু করে। তাতেই আরও স্পষ্ট হয় রাশিয়ার সেনা অভিযানের বিষয়টি। পোল্যান্ডের এয়ার বেসেও রাশিয়ার সেনার উপস্থিতি নজরে পড়তে থাকে। সব মিলিয়ে যুদ্ধ প্রায় শুরুই বলা চলে।
advertisement
8/12
২০১৪ সালে ইউক্রেনের তৎকালীন রুশপন্থী প্রেসিডেন্ট ক্ষমতাচ্যুত করা হয়৷ তার পরই ইউক্রেনে হামলা চালিয়েছিল রাশিয়া৷ তখন থেকে আজ পর্যন্ত দুই দেশের লড়াইয়ে প্রায় ১৪ হাজার প্রাণ গিয়েছে৷
advertisement
9/12
ডনবাস অঞ্চল সহ পূর্ব ইউক্রেনে সশস্ত্র সংঘাতে বিরতি টানতে রাশিয়া এবং ইউক্রেন মিনস্ক শান্তি চুক্তিতেসই করে৷ কিন্তু সংঘাত থামেনি৷ রাশিয়া এখন দাবি করছে, শান্তি রক্ষা করতেই তারা পূর্ব ইউক্রেনে বাহিনী পাঠাচ্ছে৷ পশ্চিমী দুনিয়ার দাবি, এই সমস্ত যুক্তি সাজিয়ে আসলে একটি সার্বভৌম অঞ্চলকে দখল করতে চাইছে রাশিয়া৷
advertisement
10/12
রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে তৈরি হওয়া নতুন এই উত্তেজনার প্রভাব পড়তে চলেছে ইউরোপীয় ইউনিয়নের উপরেও৷ ইউরোপীয় ইউনিয়নের অধিকাংশ দেশই ন্যাটোর সদস্য৷ তাই আমেরিকার সঙ্গে তারাও রাশিয়ার উপরে নানা ধরনের নিষেধাজ্ঞা চাপিয়েছে৷ Photo-Reuters
advertisement
11/12
মাত্র কয়েক সপ্তাহ আগেই মস্কোয় গিয়ে রাশিয়ান প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে আলোচনা করে উত্তেজনা প্রশমনের চেষ্টা করেছিলেন ফরাসি প্রেসিডেন্ট এম্যানুয়েল ম্যাকরন৷
advertisement
12/12
মাত্র কয়েক সপ্তাহ আগেই মস্কোয় গিয়ে রাশিয়ান প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে আলোচনা করে উত্তেজনা প্রশমনের চেষ্টা করেছিলেন ফরাসি প্রেসিডেন্ট এম্যানুয়েল ম্যাকরন৷