TRENDING:

Afghanistan crisis| প্রাণভয়ে দেশ ছাড়লেন সুন্দরী পপস্টার, কাতারে ঠাঁই বিজ্ঞানীদের, বিশ্বসেরা আফগানদের পরিণতি কাঁদাবে

Last Updated:
Afghanistan crisis| কেউ গানের তালে তালে শরীর দোলান অবিশ্বাস্য ভঙ্গিতে। কেউ ড্রিবলে চোখস জুড়িয়ে দেন। বাঁচতে মরিয়া বিশ্বসেরা আফগানিদের লড়াই কখনও ভোলা যাবে না। দেখুন ছবিতে-
advertisement
1/6
মুলুক ছাড়লেন সুন্দরী পপস্টার, কাতারে বিজ্ঞানীরা, সেরা আফগানরা কে কোথায় আজ
গত কয়েকদিনে আফগানিস্তানের সাধারণ জনজীবনের চিত্রনাট্য হুবহু বগলে গিয়েছে। দুইদশক পরে আবার কাবুল তালিবানের কবলে।তালিবানি জুলুমের ভয়ে কেউ দেশ ছাড়তে পেরেছেন, কেউ দেশ ছাড়তে গিয়েই মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। বাঁচতে মরিয়া বিশ্বসেরা আফগানিদের লড়াই কখনও ভোলা যাবে না। দেখুন ছবিতে-
advertisement
2/6
মার্কিন বায়ুসেনার বিমান থেকে ঝুলন্ত অবস্থায় যে তিনজনকে নীচে পড়তে দেখা যায় তাদের একজন ছিলেন জাকি আনওয়ারি। বিমানের ল্যান্ডিং গিয়ার ধরে ঝুলে পড়েছিলেন জাকি। ভেবেছিলেন এভাবেই তালিবানি দেশ থেকে অন্য়ত্র চলে যাবেন। কিন্তু বিমান গতি বাড়াতেই তাঁর হাতের মুঠো আলগা হয়ে যায়। ১৯ বছর বয়সি এই তরুণের মৃত্যু নাড়িয়ে দিয়েছে গোটা বিশ্বকে।
advertisement
3/6
২০১৭ সালে গোটা পৃথিবীকে চমকে দিয়েছিল আফগানিস্তানের রোবট নির্মাণকারী বিজ্ঞানীদের একটি দল। মেয়েদের এই দলটির সকলেরই বয়স ১৫ থেকে ১৯ বছরের মধ্যে। আপাতত কাতারে ঠাঁই পেয়েছেন তাঁরা।
advertisement
4/6
আফগান সিনেমার বহু কঠিন চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে ৩৫ বছর বয়সি অভিনেতা তালিব শাহ হোসেনিকে। তবে দীর্ঘদিন তিনি গ্রীক দ্বীপ লেসবসেক শরণার্থী তালিব শাহ। তাঁর কথায়, নিজে ভূমে পরবাসী হয়েছিলাম। বহু কঠিন ছবিতে অভিনয় করেছি। তবে এই চরিত্রটাই সব থেকে কঠিন।
advertisement
5/6
অনেক কষ্টে আফগান মেয়েরা স্বাধীনতা অর্জন করেছিল। সেই স্বাধীনতা যখন ফের প্রশ্নের মুখে উদ্বেগ চেপে রাখেননি নোবেল পুরস্কার বিজেতা মালালা ইউসুফজাই। ১৫ বছর বয়সেই পাকিস্তানি তালিবানের গুলিতে ছিন্নভিন্ন হয়েছিল মালালার শরীর। সে সময়ে তাঁর লড়াই বিশ্ব জুড়ে আজও মনে রেখেছে মানুষ। আফগানি বোনেদের জন্য উদ্বেগ মালালা চেপে রাখেননি।
advertisement
6/6
আফগানিস্তান ছেড়েছেন সে দেশের সবথেকে বড় পপতারকা আরিয়ানা সাইদ। পুশতু ভাষায় গান গেয়ে তিনি গোটা বিশ্বে খ্যাতি অর্জন করেছেন। গতকালই প্রাণভয়ে তিনি একটি ছবি শেয়ার করেছেন যেখানে দেখা যাচ্ছে তিনি মার্কিন বিমানে চড়ে কাতার পৌঁছে গিয়েছেন। সেখান থেকে ইস্তানবুল পাড়ি দেওয়ার কথা তাঁর।
বাংলা খবর/ছবি/বিদেশ/
Afghanistan crisis| প্রাণভয়ে দেশ ছাড়লেন সুন্দরী পপস্টার, কাতারে ঠাঁই বিজ্ঞানীদের, বিশ্বসেরা আফগানদের পরিণতি কাঁদাবে
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল