Earthquake Tsunami Alert Today: ভিত থেকে উপড়ে গিয়েছে হাজার হাজার বহুতল! তছনছ শহরের পর শহর, সুনামিতে তোলপাড়ের আশঙ্কা, তাইওয়ানের করুণ ছবি
- Published by:Shubhagata Dey
Last Updated:
Earthquake Tsunami Alert Today: তাইওয়ানেও সুনামি সতর্কতা জারি করা হয়েছে। এই সতর্কতার কারণে তাইওয়ানের ২৩ লক্ষ ৪০ হাজার মানুষকে নিরাপদ জায়গার যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
advertisement
1/8

*মঙ্গলবার গভীর রাতে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল তাইওয়ান। কম্পনের তীব্রতা এতটাই ছিল যে এখনও পর্যন্ত ২৭ জনের আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৬.৪। সংগৃহীত ছবি।
advertisement
2/8
*ইতিমধ্যেই তাইওয়ানেও সুনামি সতর্কতা জারি করা হয়েছে। এই সতর্কতার কারণে তাইওয়ানের ২৩ লাখ ৪০ হাজার মানুষকে নিরাপদ জায়গার যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সরকারের পক্ষ থেকে সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। সমুদ্রের তীর থেকেও দূরে থাকার নির্দেশ জারি হয়েছে। সংগৃহীত ছবি।
advertisement
3/8
*মার্কিন ভূতাত্ত্বিক সংস্থার রিপোর্ট অনুযায়ী, মঙ্গলবার মধ্যরাত্রি ১২টা ১৭ মিনিটে শক্তিশালী কম্পন অনুভূত হয়। সেই সময় অনেকেই ঘুমিয়ে পড়েছিলেন। আচমকা ঘরবাড়ি কাঁপতে শুরু করে। ভূমিকম্পের জেরে বহু বড় বড় বহুতল ক্ষতিগ্রস্ত হয়েছে। সংগৃহীত ছবি।
advertisement
4/8
*এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, এই ভূমিকম্পে আহত হয়েছেন ২৭ জন। ভূমিকম্পের উৎপত্তিস্থল তাইওয়ানের ইউজিং থেকে ১২ কিলোমিটার উত্তরে। সংগৃহীত ছবি।
advertisement
5/8
*তাইওয়ানের দমকল বিভাগ জানিয়েছে, আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাইনান শহরের নানসি জেলায় শক্তিশালী ভূমিকম্পে একটি বাড়ি ধসে পড়েছে। ওই বাড়ির মধ্যে আটকে পড়েন বহু মানুষ। ধ্বংসস্তূপ থেকে লোকজনকে বের করে আনার কাজ চলছে। সংগৃহীত ছবি।
advertisement
6/8
*জানা গিয়েছে, ভূমিকম্প এতটাই জোরালো ছিল যে, তার জেরে তাইওয়ানের স্টেট হাইওয়ের ঝুওয়েই ব্রিজও ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজধানী তাইপেতেও ভূমিকম্প অনুভূত হয়েছে।- সংগৃহীত ছবি।
advertisement
7/8
*তাইওয়ানে যে সময় এই ভূমিকম্প হয়, সে সময় ভারতের লেহ-তেও ভূমিকম্প অনুভূত হয়। লেহ-তে ৪.৫ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে ভূমিকম্পে কেঁপে ওঠার পর ভূমিকম্পে চাঞ্চল্য ছড়ায়। তবে মাঝরাতে কম্পনের জেরে আতঙ্কিত হয়ে পড়েন সাধারণ মানুষ। সংগৃহীত ছবি।
advertisement
8/8
*তিব্বতে লাগাতার কম্পন এখনও থামেনি। রাত ১২টা থেকে সকাল ১১টা পর্যন্ত পাঁচবার কম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এই কম্পনের তীব্রতা ছিল সর্বাধিক ৫। সংগৃহীত ছবি।