Switzerland: 'মাত্র ১১ মিনিট ধরে ধর্ষণ হয়েছে', অদ্ভুত যুক্তিতে ধর্ষকের সাজা কমালেন বিচারক
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
বিচারক নিজেও একজন মহিলা। তিনি আরও বলেছেন, ওই মহিলা বিভিন্নভাবে ইঙ্গিত দিয়ে দুই যুবককে কাছে টেনেছিলেন।
advertisement
1/5

বিচারের বাণী নিভৃতে কাঁদে। এমনটাই বলতে হয় এই ঘটনার কথা শুনে। ধর্ষণের সময় বিচার করে ধর্ষকের সাজা কমিয়ে দিলেন এক বিচারক।
advertisement
2/5
মাত্র ১১ মিনিট ধরে ধর্ষণ হয়েছে ধর্ষিতার। এই যুক্তি দেখিয়ে ধর্ষকের সাজা কমিয়ে দিলেন সুইজারল্যান্ডের এক বিচারক। তাঁর এমন বিচার নিয়ে রীতিমতো হইচই পড়ে গিয়েছে সুইজারল্যান্ডে।
advertisement
3/5
লিজলোট হেঞ্জ নামের সেই বিরাটকের সিদ্ধান্তের বিরুদ্ধে বহু সাধারণ মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছেন। বিশেষ করে মহিলারা বিচারকের এমন সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না। কী করে এমন আশ্চর্য যুক্তি দিতে পারেন একজন বিচারক! ভেবে পাচ্ছেন না অনেকেই।
advertisement
4/5
গত বছর বেসলে ৩৩ বছরের এক মহিলাকে ধর্ষণ করে দুই পর্তুগিজ যুবক। তাদের মধ্যে একজনরে বয়স ছিল ১৭, আরেকজনের ৩২। সেই মামলার শুনানি হয়েছে এদিন।
advertisement
5/5
১৭ বছর বয়সী অপরাধী প্রাপ্তবয়স্ক নয়। তাই তার সাজা ঘোষণা হয়নি। তবে ৩২ বছর বয়সী যুবকের সাজা ৫১ মাস থেকে কমিয়ে ৩৬ মাস করেছেন বিচারক। সব থেকে অবাক করার মতাে ব্যাপার, বিচারক নিজেও একজন মহিলা। তিনি আরও বলেছেন, পীড়িতা ওই দুই যুবককে ইঙ্গিত করেছিলেন। তাই ওই দুজন তাঁর দিকে এগিয়ে যাওয়ার সাহস দেখায়।