Surgeons Forget Scissors Inside Patient's Stomach: পেটের মধ্যে কাঁচি রেখেই সেলাই করে দিলেন চিকিৎসকরা! কী হল রোগীর, দেখুন ছবিতে
- Published by:Madhurima Dutta
- news18 bangla
Last Updated:
Scissors Inside Patient's Stomach: অপারেশনের পরপরই, রোগীর পেটে ব্যথা এবং খেতে এবং মল মূত্র ত্যাগে নানান অসুবিধা হতে শুরু করে।
advertisement
1/5

জীবনের কঠিনতম স্বাস্থ্য সমস্যায় চিকিৎসকের উপর নির্ভর করা ছাড়া কোনও উপায় থাকে না। বিশেষ করে অস্ত্রোপচারের সময়। অপারেশন টেবিলে সবটুকুই হাতে থাকে চিকিৎসকদের দলের। সার্জনের উপর রোগীর সম্পূর্ণ আস্থাই কাম্য। কিন্তু মাঝে মাঝেই নানান ঘটনা থেকে এই আস্থা টলমল করে ওঠে। চিকিৎসকদের উপর চোখ বন্ধ করে বিশ্বাস করার ঘটনা বারে বারেই গোঁত্তা খায় নানান অবহেলার উদাহরণে। চিকিৎসকদের গাফিলতিতে বেঘোরে প্রাণ হারাতে পারেন রোগী। ঠিক যেমন ঘটেছে ভেনেজুয়েলায়। অস্ত্রোপচারের সময় সার্জনরা রোগীর পেটের ভিতরেই কাঁচি রেখে ভুলে যাওয়ায় মৃত্যু হয়েছে তাঁর।
advertisement
2/5
দ্য মিরর জানিয়েছে, মৃত ইভান শ্যাভেজ পেটের অপারেশনের জন্য ভেনেজুয়েলার দ্বিতীয় বৃহত্তম শহর মারাকাইবোর বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি হন। ডাইভার্টিকুলার ফুলে যাওয়ায় চিকিৎসকরা অস্ত্রোপচার করতে নির্দেশ দেন। প্রাথমিকভাবে অপারেশনটি সফলও হয়েছিল। কিন্তু অপারেশনের পরপরই, রোগীর পেটে ব্যথা এবং খেতে এবং মল মূত্র ত্যাগে নানান অসুবিধা হতে শুরু করে। চিকিৎসকরা তাঁকে বিভিন্ন চিকিৎসার পরামর্শও দেন।
advertisement
3/5
তবে কিছুতেই কিছু লাভ হয়নি। তারপরেই চিকিৎসকরা সিদ্ধান্ত নিয়েছে, অপারেশনের চার দিন পর একটি এক্স-রে করতে হবে। সেই এক্স-রে তেই আবিষ্কার হয়, সার্জনরা রোগীর পেটের মধ্যেই কাঁচি রেখে গেছে সেলাই করে ফেলেছেন!
advertisement
4/5
এর পরে, রোগীর কাঁচি বের করার জন্য জরুরি অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়। এই অস্ত্রোপচারও প্রাথমিকভাবে সফল হয় ঠিকই। কিন্তু পাঁচ দিন পরেই ইভাব মারা যান। এই মর্মান্তিক মৃত্যুর জন্য চিকিৎসকদের গাফিলতির দিকেই আঙুল তুলেছে তাঁর পরিবার।
advertisement
5/5
হাসপাতালের একজন চিকিত্সক ডাঃ ফ্রেডি পাচানো অ্যারেনাস গত সপ্তাহে ট্যুইটে জানান, রোগীর মৃত্যুর সঙ্গে জড়িত সন্দেহে আটক তাঁর সহকর্মী জেরার্ডো নুনেজ এবং লুইস গোমেজকে মুক্তি দেওয়া হয়েছে। তাঁর দাবি, “একজন মানুষের জীবন বাঁচানোর জন্য কোনও কাজের পরে ইচ্ছাকৃতভাবে তাঁকে হত্যার জন্য কাউকে দোষারোপ করা অসম্ভব।” পরিবারের অবশ্য দাবি, চিকিৎসকরা তাঁদের গাফিলতি আড়াল করার জন্যই সবকিছু ঠিকঠাক থাকার ভান করেছিলেন।