TRENDING:

Sunita Williams: শরীর মারাত্মক দুর্বল, হাতে চ্যানেল, এখনই ফিরতে পারবেন না বাড়িতে, নিভৃতবাসে কেমন আছেন সুনীতা? আর ক'দিন থাকতে হবে?

Last Updated:
Sunita Williams: অবশেষে অপেক্ষার অবসান৷ আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসার নভোচারী সুনীতা উইলিয়ামস ও বুচ উইলমোর পৃথিবীতে ফিরেছেন। ৯ মাস মহাকাশে আটকে থাকার পর পৃথিবীতে পা রেখেই আপাতত নিভৃতবাসে থাকবেন সুনীতারা৷
advertisement
1/8
শরীর দুর্বল, হাতে চ্যানেল, এখনই ফিরতে পারবেন না বাড়িতে, নিভৃতবাসে কেমন আছেন সুনীতা?
অবশেষে অপেক্ষার অবসান৷ আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসার নভোচারী সুনীতা উইলিয়ামস ও বুচ উইলমোর অবশেষে পৃথিবীতে ফিরেছেন। ৯ মাস মহাকাশে আটকে থাকার পর পৃথিবীতে পা রেখেই আপাতত নিভৃতবাসে থাকবেন সুনীতারা৷
advertisement
2/8
কমপক্ষে ৪৫ দিন তাঁদের আলাদা করে রাখবে নাসা৷ তারপর শারীরিক পরিস্থিতি বিচার করে সুনীতাদের নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে৷
advertisement
3/8
বুধবার ভোরে ফ্লোরিডার সমুদ্রে অবতরণের পরই টেক্সাসে নিয়ে যাওয়া হয়েছে সুনীতাদের৷ হিউস্টনে নাসার জনসন স্পেস সেন্টারই এখন সুনীতাদের নতুন ঠিকানা৷ আপতত সেখানেই থাকবেন তাঁরা৷
advertisement
4/8
দীর্ঘ ৯ মাস ধরে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) আটকে ছিলেন তাঁরা। তাঁদের ফিরিয়ে আনতে গত শুক্রবার কেনেডি স্পেস সেন্টার থেকে একটি মিশন পাঠিয়েছিল নাসা ও ধনকুবের ইলন মাস্কের মহাকাশ প্রতিষ্ঠান স্পেস এক্স।
advertisement
5/8
দু'জন গত বছরের জুন মাস থেকে আইএসএসে ছিলেন। আট দিনের মহাকাশ মিশনে সেখানে যান তাঁরা। কিন্তু বোয়িংয়ের স্টারলাইনার মহাকাশযানে ত্রুটির কারণে তাঁরা আটকে পড়েন।
advertisement
6/8
৯ মাস মহাকাশে বন্দি থেকে পৃথিবীতে ফিরলেও অবশ্য এখনই বন্দিদশা কাটছে না সুনীতা উইলিয়ামস এবং বুচ উইলমোরের৷ কারণ ফ্লোরিডায় অবতরণের সঙ্গে সঙ্গেই পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী তাঁদের হিউস্টনের রিহ্যাব কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে৷
advertisement
7/8
মহাকাশে ৯ মাস থাকার পর যে যে শারীরিক পরিবর্তন ঘটে, সেগুলি স্বাভাবিক করা এবং লম্বা যাত্রাপথ অতিক্রম করার ধকল কাটিয়ে ওঠার উপরেই এই রিহ্যাব পর্বে জোর দেওয়া হয়৷ মহাকাশ থেকে ফিরে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির সঙ্গে মহাকাশচারীরা মানিয়ে নিতে পারেন, এই রিহ্যাব পর্বে তা দেখা হয়৷
advertisement
8/8
মহাকাশে পৃথিবীর মাধ্যাকর্ষণ বল কাজ করে না। যার ফলে তাঁদের শরীরের সমস্ত পেশি মাধ্যাকর্ষণে অনভ্যস্ত হয়ে পড়েছে। পুনরায় আগের অবস্থায় ফিরিয়ে আনতে বেশ খানিকটা সময় লাগবে। ইতিমধ্যেই নাসার বিজ্ঞানীরা তাঁদের চিকিৎসা শুরু করেছেন। পৃথিবীর পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে কার কতটা সময় লাগবে,তা যদিওএখনও স্পষ্ট নয়। এই নিভৃতবাস পর্ব শেষ হওয়ার পরই নিজেদের পরিবারের কাছে ফিরতে পারবেন সুনীতারা।
বাংলা খবর/ছবি/বিদেশ/
Sunita Williams: শরীর মারাত্মক দুর্বল, হাতে চ্যানেল, এখনই ফিরতে পারবেন না বাড়িতে, নিভৃতবাসে কেমন আছেন সুনীতা? আর ক'দিন থাকতে হবে?
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল