Sunita Williams News: সুনীতাদের আনতে গিয়ে মহাকাশ স্টেশনে এ কী দেখে ফেললেন চার মহাকাশচারী! সর্বনাশ! এলিয়েন! যা ঘটে, অবিশ্বাস্য কিন্তু
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Sunita Williams News: মহাকাশচারী সুনীতা উইলিয়ামস ও তাঁর সঙ্গী নভোচর বুচ উইলমোরদের এই অভিযান মহাকাশ গবেষণার ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
advertisement
1/7

অবশেষে প্রতীক্ষার অবসান। ২৮৬ দিন মহাকাশে কাটিয়ে পৃথিবীতে ফিরলেন সুনীতা উইলিয়ামসরা। তাঁদের প্রথমেই ‘স্বাগত’ জানাল ডলফিনেরা। সমুদ্রের বুকে ভাসমান স্পেসএক্সের মহাকাশযানের চারপাশে ঘুরে বেড়াতে দেখা গেল কয়েকটি ডলফিনকে। কখনও জলের নীচ থেকে মাথা উঁচু করে দেখছিল যানটিকে। আবার পরমুহূর্তেই ডুব দিচ্ছিল তারা।
advertisement
2/7
মহাকাশচারী সুনীতা উইলিয়ামস ও তাঁর সঙ্গী নভোচর বুচ উইলমোরদের এই অভিযান মহাকাশ গবেষণার ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। কিন্তু জানেন কি, তাঁদের উদ্ধারে ক্রু-১০ মহাকাশযানে চেপে যাঁরা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে গিয়েছিলেন, তাঁরা কী দেখেছিলেন?
advertisement
3/7
জানা গিয়েছে, চার নভোচর অ্যান ম্যাক্লেন, নিকোল আয়ার্স, তাকুয়া ওনিশি এবং কিরিল পেসকভ ছিলেন এলন মাস্কের ফ্যালকন ৯ রকেটে। ওই রকেটেই তাঁরা পৌঁছে গিয়েছিলেন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে। সেই যানেই ঘরে ফিরলেন সুনীতারা।
advertisement
4/7
এখানেই শেষ নয়, জানা গিয়েছে ওই চার নভোচরের সঙ্গে মহাকাশে সাক্ষাৎ ঘটে ভিনগ্রহী এক প্রাণীর। তিনকোনা মাথার ওই প্রাণীর বড় বড় কালো চোখ। ঠিক যেন এলিয়েন। কিন্তু মহাকাশ স্টেশনে এলিয়েন! এমনও সম্ভব!
advertisement
5/7
আসল ঘটনা তাহলে খুলে বলা যাক। আসলে ওই চার নভোচর যখন মহাকাশ স্টেশনে পৌঁছন, তাদের স্বাগত জানাতে এলিয়েন স্যুট পরে অপেক্ষায় ছিলেন সুনীতাদের সঙ্গী আরও এক নভোচর নিক হগ। তাঁকে ওই পোশাকে দেখে হাসিতে ফেটে পড়েন তাঁদের ফিরিয়ে আনতে যাওয়া চার নভোচর। প্রসঙ্গত, নিক হগ এবং রুশ নভশ্চর আলেকজান্ডার গর্বুনভও ফিরেছেন সুনীতাদের সঙ্গে।
advertisement
6/7
পৃথিবীতে অবতরণের পর সুনীতাদের সমুদ্রবক্ষ থেকে ফিরিয়ে আনতে আগেই পৌঁছে গিয়েছিল মার্কিন নৌবাহিনীর জাহাজ। সুনীতাদের ক্যাপসুল এসে জুড়ে যায় ওই জাহাজের সঙ্গে। তার পর মহাকাশচারীদের ক্যাপসুলকে হাইড্রলিক পদ্ধতিতে তোলা হয় জাহাজে। সেখানে ড্রাগন ক্যাপসুলের দরজা খোলে।
advertisement
7/7
ভারতীয় সময় বুধবার ভোর ৪টে ২২ মিনিট নাগাদ প্রথমে ক্যাপসুলের ভিতর থেকে বেরিয়ে আসেন নিক হগ। তার পর একে একে নভশ্চর আলেকজ়ান্ডার গর্বুনভ, সুনীতা এবং বুচকে বার করে আনা হয়।