TRENDING:

Sunita Williams News: এতটা 'বিকৃত' হয়ে গেল! পৃথিবীতে ফিরতেই কোন অঙ্গ সবচেয়ে বেশি 'ক্ষতিগ্রস্ত' হল সুনীতা উইলিয়ামসদের! ডাক্তাররাও অবাক

Last Updated:
Sunita Williams News: মহাকাশচারী সুনীতা উইলিয়ামস এবং Butch Wilmore মহাকাশে নয় মাসেরও বেশি সময় ধরে আটকে থাকার পর তাদের জীবনে এসেছে বেশ কিছু পরিবর্তন।
advertisement
1/7
এতটা 'বিকৃত' হয়ে গেল! পৃথিবীতে ফিরতেই কোন অঙ্গ সবচেয়ে বেশি 'ক্ষতিগ্রস্ত' হল সুনীতাদের!
আন্তর্জাতিক স্পেশ স্টেশনে কীভাবে ২৮৬ দিন কাটিয়েছেন সুনীতা উইলিয়ামস এবং তাঁর সঙ্গীরা! এতদিন কী খেতেন তাঁরা? এক পুরনো ভিডিওতে সুনীতা উইলিয়ামসই দেখিয়েছিলেন, স্পেস স্টেশনে তাঁদের মেনুতে কী থাকে। এবার তো আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেন মহাকাশচারীরা। কিন্তু মহাকাশ থেকে ফেরার পরও বাড়ি ফিরতে পারেননি সুনীতারা। বরং বেশ কয়েক মাস রিহ্যাবে থাকতে হবে তাঁদের।
advertisement
2/7
মহাকাশচারী Sunita Williams এবং Butch Wilmore মহাকাশে নয় মাসেরও বেশি সময় ধরে আটকে থাকার পর তাদের জীবনে এসেছে বেশ কিছু পরিবর্তন। অনেকেই তাঁদের মধ্যে শারীরিক নানা পরিবর্তন লক্ষ্য করেছেন। অনেকেই সুনীতাদের 'বিকৃত' ও 'প্রসারিত' চিবুক নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
advertisement
3/7
Sunita Williams এবং Wilmore গত সপ্তাহে পৃথিবীতে ফিরে এসেছেন, International Space Station এ কয়েক মাসের মেয়াদ শেষে। তাদের মূল মিশনটি আট দিন স্থায়ী হওয়ার কথা ছিল। উইলিয়ামস যখন ফ্লোরিডা উপকূলে অবতরণ করেন, তখন তিনি অনেকটাই রোগা হয়ে গিয়েছেন। তাঁকে ক্লান্তও দেখাচ্ছিল।
advertisement
4/7
সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা সুনীতাদের চিবুকে পরিবর্তন লক্ষ্য করেছেন। সুনীতা উইলিয়ামসরা পৃথিবীতে ফিরে আসার কয়েক দিন হয়ে গিয়েছে। কিন্তু অনেকেই লক্ষ্য করেছেন, বুচ উইলমোর সম্পর্কে তেমন কোনও খবরই বাইরে আসছে না। বেশির ভাগ মানুষই উদ্বেগ জানিয়েছেন সুনীতাকে নিয়ে।
advertisement
5/7
এই ধরনের দাবির প্রতিক্রিয়ায়, পালমোনোলজিস্ট এবং এয়ার ফোর্সের অভিজ্ঞ ডঃ বিনয় গুপ্ত জানিয়েছেন, "আসলে আমাদের পেশির ব্যায়াম করার জন্য মাধ্যাকর্ষণ প্রয়োজন এবং যদি আপনার আশেপাশে মাধ্যাকর্ষণ না থাকে, আপনার পেশিগুলির প্রতিরোধের বিরুদ্ধে কিছুই থাকবে না।"
advertisement
6/7
NASA ব্যাখ্যা করেছে, মহাকাশচারীরা মাধ্যাকর্ষণ শক্তির অনুপস্থিতির কারণে হাড়ের ঘনত্ব হারায়। পেশী ক্ষয় আরেকটি স্বাস্থ্য সমস্যা, যা সুনীতা উইলিয়ামসরা সম্মুখীন হতে পারেন।
advertisement
7/7
ডঃ John Jaquish বলেছেন: "মাধ্যাকর্ষণ ছাড়া, আপনি খাবার ভালভাবে হজম করতে পারবেন না। খাবার হজম করার ক্ষমতা কমে যাওয়ায় অবশ্যই পেশী ক্ষয় এবং হাড়ের ক্ষয় হবে।"
বাংলা খবর/ছবি/বিদেশ/
Sunita Williams News: এতটা 'বিকৃত' হয়ে গেল! পৃথিবীতে ফিরতেই কোন অঙ্গ সবচেয়ে বেশি 'ক্ষতিগ্রস্ত' হল সুনীতা উইলিয়ামসদের! ডাক্তাররাও অবাক
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল