Russia Ukraine War: বাড়ির ছাদে-ছাদে লাল চিহ্ন, এই কারণেই ভয়ে কাঁপছে ইউক্রেন! কী এই চিহ্নগুলি?
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Russia Ukraine War: ইউক্রেনকে আরও কোনঠাসা করতে নিত্যদিন নতুন নতুন কৌশল অবলম্বন করছে রুশ সেনা।
advertisement
1/5

সময়ের সঙ্গে পাল্লা দিয়ে ইউক্রেনে হামলার গতি বাড়াচ্ছে রাশিয়া। অবশ্য রুশ ক্ষেপণাস্ত্র–ট্যাঙ্ক–গুলির সামনে দাঁতে দাঁত চেপে লড়ছে গোটা ইউক্রেন। প্রতিশোধ নিতে একের পর এক বহুতল উড়িয়ে দিচ্ছে রাশিয়া। তবে ইউক্রেন ফৌজের বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষয়ক্ষতির জেরে বিমান হামলার সংখ্যা কমেছে। কিন্তু প্রতি মুহূর্তেই বোমার আওয়াজে কেঁপে উঠছে ইউক্রেনের বিভিন্ন শহর।
advertisement
2/5
আর ইউক্রেনকে আরও কোনঠাসা করতে নিত্যদিন নতুন নতুন কৌশল অবলম্বন করছে রুশ সেনা। ইতিমধ্যেই রাশিয়ার বিরুদ্ধে পূর্ব ইউক্রেনে ভ্যাকুয়াম অস্ত্র ব্যবহারের অভিযোগ উঠেছে। এবার সামনে এল হাড়হিম করা তথ্য। ইউক্রেনের রাজধানী কিয়েভের বেশ কিছু বহুতলের ছাদে দেখা যেতে শুরু করেছে এক নতুন চিহ্ন।
advertisement
3/5
কী সেই চিহ্ন? জানা গিয়েছে, লাল রঙ দিয়ে '+' চিহ্ন এঁকে দেওয়া হচ্ছে বহু বাড়ির ছাদে। কিন্তু সেগুলি কীসের প্রতীক তা বুঝে উঠতে পারছেন না কেউই। তবে, অনেকেই মনে করছেন, আকাশথে হামলার সময় এই চিহ্ন দেখেই এগিয়ে যেতে পারে রুশ যুদ্ধ বিমান। যাতে ওই চিহ্ন দিয়ে বাড়ি বা বহুতলগুলিকে নির্দিষ্ট করা যায়, তার জন্যই এমন ধরনের চিহ্ন এঁকে দেওয়া হচ্ছে।
advertisement
4/5
এই নিয়ে বহু পোস্ট ও ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। অনেকেই বলছেন, এই চিহ্নই রাশিয়ার হামলার অন্যতম গোপন কৌশল। তবে বারবার সোশ্যাল মিডিয়ায় এই চিহ্নগুলি পোস্ট করে কিয়েভবাসীকে সতর্ক করেছে স্থানীয় প্রশাসনও।
advertisement
5/5
কিয়েভের প্রশাসন জানিয়েছে, এমন ধরনের কোনও চিহ্ন দেখলেই যেন নাগরিকরা সতর্ক হন। এমন চিহ্ন দেখলেই যেন তা ঢাকা দিয়ে দেওয়া হয়। এই চিহ্নগুলিকে আসলে এরিয়াল ক্লু হিসাবে দেখা হচ্ছে।