Storm Gerrit: রাক্ষুসে গতিতে এগিয়ে আসছে টাইফুন ‘গেরিট’, হাওয়ার গতি ১১০ কিমি. হবে তোলপাড়
- Published by:Uddalak B
- news18 bangla
Last Updated:
Storm Gerrit: আর তাতেই তীব্র তাণ্ডবের আশঙ্কা৷ কোথাও কোথাও বন্যারও আশঙ্কা তৈরি হয়েছে৷
advertisement
1/5

সাধারণ মৌসুমী এলাকার ঝড়ের প্রভাব নয়, বরং এই ঝড় ‘টাইফুন’৷ এই ঝড়ের আকার, প্রকৃতি অন্য সকল ঝড়ের থেকে অনেকটা আলাদা৷ আর তাতেই এখনও রয়েছে তীব্র তাণ্ডবের আশঙ্কা৷ কোথাও কোথাও বন্যারও আশঙ্কা তৈরি হয়েছে৷ (প্রতীকী ছবি)
advertisement
2/5
এখন চলছে উৎসবের মরশুম৷ ক্রিসমাসের ছুটির পর এ বার গোটা বিশ্ব মেতে উঠবে বর্ষশেষের আনন্দে৷ কোথাও কোথাও বিপুল আয়োজন হবে৷ সেই আয়োজনের মধ্যেই এই ঝড়ের দাপট নিয়ে চিন্তা বাড়ছে প্রশাসনের৷
advertisement
3/5
এর ফলে বিপুল পরিমাণে বরফপাতও হতে পারে৷ সঙ্গে হতে পারে বৃষ্টি, যে কারণে কোথাও কোথাও বন্যার পরিস্থিতি তৈরি হতে পারে৷ এ খানে ঝড়ের গতি হতে পারে ১১২ কিলোমিটারের বেশি৷
advertisement
4/5
বলা হয়েছে, এটির গতিবেগ যে তীব্রতায় পৌঁছতে পারে, তাতে ক্ষতি হতে পারে উত্তর আয়ারল্যান্ড, পশ্চিম ওয়েলস, উত্তর-পশ্চিম ইল্যান্ডের৷ সেখানে বৃষ্টির দাপটও বাড়তে পারে৷ বলা হয়েছে, কোথাও কোথাও ৪০ থেকে ৬০ মিলিমিটার বৃষ্টি হবে, কোথাও কোথাও ৭০ থেকে ৯০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে৷
advertisement
5/5
ইউকে-এর আবহাওয়া দফতরের তরফ থেকে সিমোন প্যাট্রিজ বলেছেন,এই ঝড়ে ও বৃষ্টির দাপট গোটা ইউনাইটেড কিংডম জুড়েই দেখা যাবে৷ এ ছাড়া, স্কটল্যান্ডের একটা বড় অংশেও ঝড়ের দাপট দেখা দিতে পারে, সেখানে তুষারপাত হবে৷