TRENDING:

Sheikh Hasina: জীবনের অন্যতম আনন্দের দিনেই মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা হাসিনার! কী এমন হয়েছিল আজকের দিনে! বেদনাহত আওয়ামী লীগ কর্মীরা

Last Updated:
Sheikh Hasina: সোমবার বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-১ এ রায় দেন।
advertisement
1/7
জীবনের অন্যতম আনন্দের দিনেই মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা হাসিনার! কী এমন হয়েছিল আজকের দিনে!
জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত বাংলাদেশের প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
advertisement
2/7
সোমবার বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-১ এ রায় দেন। অন্য দুই বিচারক ছিলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
advertisement
3/7
আর এই রায়ের দিনটি অর্থাৎ আজ শেখ হাসিনার ৫৮তম বিবাহবার্ষিকী। ১৯৬৭ সালে শেখ মুজিবের কারাবন্দি অবস্থায় ফজিলাতুন নেছার তত্ত্বাবধানে শেখ হাসিনা বিয়ে করেন বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী এম এ ওয়াজেদ মিয়াকে। তাঁদের সংসারে দুটি সন্তান—সজীব ওয়াজেদ জয় ও সায়মা ওয়াজেদ পুতুল।
advertisement
4/7
শেখ হাসিনা ১৯৯৬–২০০১, ২০০৯–২০১৪, ২০১৪–২০১৯, ২০১৯–২০২৪ এবং ২০২৪ সালে পঞ্চমবার প্রধানমন্ত্রী হন। তবে ছাত্র–জনতার উত্তাল আন্দোলনের মুখে ২০২৪ সালের ৫ অগাস্ট দেশ ছাড়তে বাধ্য হন। কোটা সংস্কার আন্দোলনে সহিংসতা ও দমন-পীড়নের অভিযোগ থেকেই গণঅভ্যুত্থানের সূত্রপাত।
advertisement
5/7
সরকার পতনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠিত হয় এবং জুলাই গণঅভ্যুত্থানের মানবতাবিরোধী অপরাধে প্রথম মামলা হয় শেখ হাসিনার বিরুদ্ধে। পরবর্তীতে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে আসামি করা হয়।
advertisement
6/7
পাঁচটি অভিযোগ ছিল- উসকানিমূলক বক্তব্য, ছাত্র–জনতাকে নির্মূলের নির্দেশ, রংপুরে আবু সাঈদকে হত্যা, ঢাকায় ছয় আন্দোলনকারীকে হত্যা ও আশুলিয়ায় ছয়জনকে পুড়িয়ে হত্যা।
advertisement
7/7
দুটি অভিযোগে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড এবং একটি অভিযোগে আসাদুজ্জামান খাঁন কামালকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। রাজসাক্ষী হওয়ায় সাবেক আইজিপি মামুনকে ৫ বছরের সাজা হয়। রায় পাঠ শুরু হয় দুপুর ১২টা ৪০ মিনিটে এবং শেষ হয় ২টা ৫০ মিনিটে। অভিযোগ গঠন, তদন্ত, রাজসাক্ষ্য ও যুক্তিতর্কের সব প্রক্রিয়া শেষে রাষ্ট্রপক্ষ শেখ হাসিনা ও আসাদুজ্জামানের সর্বোচ্চ শাস্তি দাবি করেছিল। রাষ্ট্রনিযুক্ত আইনজীবীরা তাদের খালাস চেয়েছিলেন।
বাংলা খবর/ছবি/বিদেশ/
Sheikh Hasina: জীবনের অন্যতম আনন্দের দিনেই মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা হাসিনার! কী এমন হয়েছিল আজকের দিনে! বেদনাহত আওয়ামী লীগ কর্মীরা
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল