TRENDING:

Aeroplane: কালো, নেভি ব্লু আর...৩ রঙের ব‍্যাগ নিয়ে ভুল করেও উঠবেন না বিমানে! বড় বিপদে ফাঁসতে পারেন, সতর্ক করল এই বিমানসংস্থা

Last Updated:
Aeroplane: কালো, নেভি ব্লু এবং গ্রে বা ধূসর, এই তিন রঙের ট্রলিব‍্যাগ, স‍্যুটকেস নিয়ে যাত্রীদের যাতায়াতের ব‍্যপারে সতর্ক করা হয়েছে। হঠাত্‍ ব‍্যাগ নিয়ে কেন জারি করা হল এমন সতর্কতা? এর পেছনে আসল কারণ কি?
advertisement
1/7
কালো, নেভি ব্লু আর...৩ রঙের ব‍্যাগ নিয়ে ভুল করেও উঠবেন না বিমানে! বড় বিপদে ফাঁসতে পারেন
কাজের প্রয়োজনেই হোক বা ঘোরার খাতিরে, অনেককেই প্লেনে যাতায়াত করতে হয়। তবে সম্প্রতি বিদেশের একটি এয়ারলাইন্সের পক্ষ থেকে জারি করা হল বিশেষ নিয়ম।  প্রতীকী ছবি
advertisement
2/7
কালো, নেভি ব্লু এবং গ্রে বা ধূসর, এই তিন রঙের ট্রলিব‍্যাগ, স‍্যুটকেস নিয়ে যাত্রীদের যাতায়াতের ব‍্যপারে সতর্ক করা হয়েছে। হঠাত্‍ ব‍্যাগ নিয়ে কেন জারি করা হল এমন সতর্কতা? এর পেছনে আসল কারণ কি?  প্রতীকী ছবি
advertisement
3/7
আয়ারল্যান্ডের লো-কস্ট এয়ারলাইন্স Ryanair এই সতর্কতা দিয়েছে। কালো, নেভি ব্লু এবং গ্রে, যাত্রীদের এই তিনটি রঙের স‍্যুটকেস বা ট্রলি ব‍্যাগ সঙ্গে বারণ করল এই এরোপ্লেন সংস্থাটি।  প্রতীকী ছবি
advertisement
4/7
আসলে এই সতর্কতার কারণ হল যাত্রীদের ব‍্যাগ যাতে হারিয়ে না যায়। এই তিন রঙের স্যুটকেস সাধারণত বেশিরভাগ সবাই ব‍্যবহার করেন। ফলে এগুলি অন্যদের ব‍্যাগের সঙ্গে মিশে যাওয়ার এবং হারিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি।  প্রতীকী ছবি
advertisement
5/7
Ryanair-এর পক্ষ থেকে সমস্ত যাত্রীদের উদ্দ‍্যেশ‍্যে জারি করা হয়েছে এই সতর্কবার্তা। স্যুটকেসের জন্য সবচেয়ে খারাপ রঙ কালো, নেভি ব্লু এবং গ্রে কারণ এগুলি স্যুটকেস এবং ট্রাভেল ব্যাগের জন্য সবচেয়ে সাধারণ রঙ। এর পরিবর্তে এয়ারলাইন আপনাকে উজ্জ্বল রঙের সামগ্রী কেনার পরামর্শ দিয়েছে।  প্রতীকী ছবি
advertisement
6/7
এয়ারলাইনের একজন মুখপাত্র জানিয়েছেন, “আপনার চেক-ইন করা সামগ্রী চেনা সহজ করুন, বিশেষ করে যদি আপনার সামগ্রী কালো, নেভি ব্লু বা গ্রে রঙের হয়। হ্যান্ডেলে রঙিন লাগেজ ট্যাগ বা রিবন লাগান যাতে আগমনের সময় কোনও বিভ্রান্তি না হয়।”  প্রতীকী ছবি
advertisement
7/7
তবে সাধের ট্রলিব‍্যাগটি হারালে কিন্তু ক্ষতি বিরাট অঙ্কের টাকার। কারণ ব‍্যাগ এবং ব‍্যাগের মধ‍্যে সরঞ্জামের খরচ তো রয়েছেই পাশাপাশি বিমা দিয়ে আপনার সামগ্রী ফিরে পাওয়া কঠিন হতে পারে। এর জন‍্য আরও অনেক টাকা খরচ হতে পারে।  প্রতীকী ছবি
বাংলা খবর/ছবি/বিদেশ/
Aeroplane: কালো, নেভি ব্লু আর...৩ রঙের ব‍্যাগ নিয়ে ভুল করেও উঠবেন না বিমানে! বড় বিপদে ফাঁসতে পারেন, সতর্ক করল এই বিমানসংস্থা
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল