TRENDING:

Vacuum Bomb in Russia Ukraine War: মুহূর্তে মানবদেহ পরিণত হতে পারে বাষ্পে, দৈত্যের নাম 'ভ্যাকুয়াম বোমা'! ইউক্রেনে ফেলেছে রাশিয়া?

Last Updated:
Vacuum Bomb in Russia Ukraine War: ভ্যাকুয়াম বোমার অপর নাম হল থার্মোবারিক ওয়েপন। এই বোমা বিস্ফোরণের পরই বাতাসে অক্সিজেনের পরিমাণ কমে যায়।
advertisement
1/6
মুহূর্তে মানুষ পরিণত হয় বাষ্পে, ভয়ংকর এই ভ্যাকুয়াম বোমা! ইউক্রেনে ফেলেছে রাশিয়া?
#কিভ: ইউক্রেনে ক্লাস্টার বোমা, ভ্যাকুয়াম বোমার মতো মারাত্মক মারনাস্ত্র নিয়ে আক্রমণ চালানোর অভিযোগ উঠেছে রাশিয়ার বিরুদ্ধে। (Vacuum Bomb in Russia Ukraine War) ৷ শুধু ইউক্রেন নয়, মানবাধিকার দল ও ইউক্রেনে আমেরিকার রাষ্ট্রদূতও এমনই অভিযোগ করেছেন। এই অস্ত্র ও বোমার ব্যবহারের তীব্র নিন্দা করেছে আন্তর্জাতিক মহল।
advertisement
2/6
কী এই ভ্যাকুয়াম বোমা? কেন এত মারাত্মক বলা হয় এই বোমাকে? এই ভ্যাকুয়াম বোমার অপর নাম হল থার্মোবারিক ওয়েপন। এই বোমা বিস্ফোরণের পরই বাতাসে অক্সিজেনের পরিমাণ কমে যায়। পাশাপাশি বিস্ফোরণ হওয়ার পর আশেপাশে প্রবল তাপমাত্রা তৈরি হয়। শুধু তাই নয়, এই মারাত্মক তাপমাত্রার প্রভাব থাকে দীর্ঘক্ষণ।
advertisement
3/6
থার্মোবারিক অস্ত্র বা ভ্যাকুয়াম বোমা আশপাশের বাতাস থেকে অক্সিজেন টেনে নিয়ে উচ্চতাপসম্পন্ন বিস্ফোরণ ঘটাতে পারে ৷ এই বোমা দীর্ঘ সময় ধরে বিস্ফোরণ ঘটাতে সক্ষম ৷ সবচেয়ে মারাত্মক বিষয় হল, এই বোমা মানবদেহকে বাস্পে পরিণত করে দিতে পারে ৷
advertisement
4/6
তবে ইউক্রেনে রাশিয়া থার্মোবারিক বোমা ব্যবহার করেছে বলে এখনও সরকারি ভাবে কিছু জানানো হয়নি ৷ তবে, প্রতিবেদন বলছে, শনিবার বিকেলে ইউক্রেনের সীমান্তের কাছে রাশিয়ার একটি থার্মোবারিক মাল্টিপল রকেট লঞ্চার দেখা গিয়েছে ৷
advertisement
5/6
এর আগে চেচনিয়া রুশ প্রজাতন্ত্রে এই ধরনের বোমার ব্যবহার দেখা গিয়েছিল। বদ্ধ স্থানের মধ্যে এই বিস্ফোরণের প্রভাব মারাত্মক হয়ে উঠতে পারে। ইগনিশন পয়েন্টের কাছাকাছি কেউ থাকলে শরীরে ভয়ঙ্কর আঘাত আসতে পারে। মৃত্যুও হতে পারে তাঁর।
advertisement
6/6
এই বোমার বিস্ফোরণের পর সাময়িকভাবে অজ্ঞান ও শ্বাসকষ্ট শুরু হতে পারে। কারণ এর প্রভাবে ফুসফুসের কোষ থেকেও অক্সিজেন বেরিয়ে যেতে শুরু করে। মস্তিষ্কের কোষগুলিও ক্ষতিগ্রস্ত হয়। এই বোমা প্রথম আবিষ্কার করেন মারিও জিপারমায়ার।
বাংলা খবর/ছবি/বিদেশ/
Vacuum Bomb in Russia Ukraine War: মুহূর্তে মানবদেহ পরিণত হতে পারে বাষ্পে, দৈত্যের নাম 'ভ্যাকুয়াম বোমা'! ইউক্রেনে ফেলেছে রাশিয়া?
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল