TRENDING:

Russia Ukraine: কেন ইউক্রেনের আক্রমণ বুঝতে পারল না রাশিয়া? কী বুদ্ধি করেছিল ইউক্রেন! বিশ্বে এমন আক্রমণ আগে হয়নি, কী করল আসলে ইউক্রেন?

Last Updated:
Russia Ukraine: রাশিয়ার চারটি বায়ুসেনা ঘাঁটি এবং দু’টি এয়ারফিল্ড লক্ষ্য করে রবিবার হামলা চালিয়েছে এসবিইউ।
advertisement
1/10
কেন ইউক্রেনের আক্রমণ বুঝতে পারল না রাশিয়া? কী বুদ্ধি করেছিল ইউক্রেন!বিশ্বে এমন আক্রমণ হয়নি
ভারতের ধাঁচেই এবার রাশিয়ার উপর আক্রমণ শানাল ইউক্রেন! সূত্রের খবর, একসঙ্গে রাশিয়ার চারটি বায়ুসেনা ঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেনের সিকিয়োরিটি সার্ভিস।
advertisement
2/10
৪০টিরও বেশি রুশ যুদ্ধবিমান ধ্বংস হয়েছে এই হামলায়। গত কয়েকদিন ধরে যে বোমারু বিমানগুলি ইউক্রেনে হামলা চালিয়েছে, সেগুলিও ধ্বংস হয়েছে বলে সূত্রের খবর।
advertisement
3/10
রাশিয়ার চারটি বায়ুসেনা ঘাঁটি এবং দু’টি এয়ারফিল্ড লক্ষ্য করে রবিবার হামলা চালিয়েছে এসবিইউ। সেই হামলায় রাশিয়ার বোমারু বিমান Tu-95 এবং Tu22M3 ধ্বংস হয়েছে। একটি A-50 বিমানও ধ্বংস হয়েছে ইউক্রেনের হামলায়।
advertisement
4/10
একাধিক সেনাঘাঁটিতে আগুন ধরে যায় হামলার জেরে। রাশিয়ায় নানা জায়গায় বিস্ফোরণ এবং আগুন ধরে যাওয়ার ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। তবে, সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি নিউজ 18 বাংলা।
advertisement
5/10
জানা যাচ্ছে, মস্কোর উত্তর পূর্বে ইভানভো এয়ার বেস ও দক্ষিণে দ্যাঘিলেভো বেসে হামলা চালিয়েছে ইউক্রেনের সেনা। পুতিনের দেশের মোট চারটে এয়ারফিল্ডে আঘাত হানা হেনেছে তারা। ক্ষতিগ্রস্ত হয়েছে ওলেনিয়া সামরিক বিমানঘাঁটিও। এই এয়ারবেস অত্যন্ত গুরুত্বপূর্ণ।
advertisement
6/10
নিজেদের ভূখণ্ড থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে ইউক্রেনের ড্রোন হামলার বিষয়টি স্বাধীনভাবে যাচাই করা যায়নি। তবে ড্রোনগুলো ইউক্রেন থেকে ছোড়া হয়নি। বরং নিশানায় থাকা রুশ সেনাঘাঁটির আশপাশের এলাকা থেকে ছোড়া হয়েছে বলে জানা গেছে।
advertisement
7/10
কিয়েভের দাবি সত্য হয়ে থাকলে তিন বছর আগে যুদ্ধ শুরু হওয়ার পর রাশিয়ার ভেতরে এটাই ইউক্রেনের সবচেয়ে ধ্বংসাত্মক ড্রোন হামলা। সোমবার তুরস্কের ইস্তাম্বুলে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে পূর্বনির্ধারিত শান্তি আলোচনার আগের মুহূর্তে এই হামলাকে উসকানি হিসেবে দেখছেন বিশ্লেষকেরা।
advertisement
8/10
বার্তা সংস্থা এএফপিকে ইউক্রেনের ওই নিরাপত্তা কর্মকর্তা বলেন, ‘রণক্ষেত্র (ফ্রন্টলাইন) থেকে অনেক দূরে অবস্থিত শত্রুঘাঁটিতে হামলার লক্ষ্য নিয়ে বড় ধরনের বিশেষ অভিযান চালাচ্ছে ইউক্রেনের নিরাপত্তা বাহিনী।’ নিশানায় থাকা সাইবেরিয়ার বেলায়া বিমানঘাঁটিতে আগুন ধরেছে বলেও জানান তিনি।
advertisement
9/10
রাশিয়া ও ইউক্রেনের বেশ কয়েকটি সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ড্রোনগুলো হামলার নিশানায় থাকা রাশিয়ার অনেক ভেতরের সেনাঘাঁটিগুলোর কাছাকাছি জায়গায় ট্রাকে (লরিতে) করে নিয়ে রাখা হয়। লরি থেকেই ড্রোনগুলো ছোড়া হয়।
advertisement
10/10
ইউক্রেনের একটি সূত্রের বরাত দিয়ে ইউক্রেইনস্কা প্রাভদা জানায়, এই অভিযানের সাংকেতিক নাম দেওয়া হয়েছে ‘স্পাইডারওয়েব’। ১৮ মাসের বেশি সময় নিয়ে এই অভিযানের প্রস্তুতি চলেছে। সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, প্রথমে ড্রোনগুলো রাশিয়ার ভেতরে পাঠানো হয়। পরে ছোট কাঠের ঘর বা কাঠামোর ছাদের নিচে লুকিয়ে রাখা হয়। এই অবস্থাতেই ড্রোনগুলো লরিতে তোলা হয়েছিল।
বাংলা খবর/ছবি/বিদেশ/
Russia Ukraine: কেন ইউক্রেনের আক্রমণ বুঝতে পারল না রাশিয়া? কী বুদ্ধি করেছিল ইউক্রেন! বিশ্বে এমন আক্রমণ আগে হয়নি, কী করল আসলে ইউক্রেন?
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল