Birthday Gift: ১০ বছরের শিশুর জন্মদিনে বাবার উপহার কী? আন্দাজও করতে পারবেন না! পড়ুন
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
10 Year Old Gets Treated To 3 Crore Lamborghini: বয়স মাত্র ১০ বছর৷ আর এই বয়সেই সুপার লাক্সারি গাড়ির মালিক সে৷
advertisement
1/6

সব বাবা-মায়ের কাছেই তাদের সন্তান প্রাণাধির প্রিয়৷ সে কারণে জন্মদিন হোক বা কোন বিশেষ দিনে, সন্তানকে বিশেষ উপহার দেওয়ার কথা ভাবেন সকলে৷ তবে মহম্মদ আওয়াল মুস্তফার মতো ভাগ্যবান খুব কম শিশুই রয়েছে৷ কোটিপতির সন্তান মহম্মদ আওয়াল মুস্তফা তাঁর ১০ বছরের জন্মদিনে পেয়েছে একটি গাড়ি৷ আর যেমন-তেমন গাড়ি নয়৷ বিলাসবহুল ল্যাম্বরগিনি উপহার পেয়েছে এই ছোট্ট ছেলে৷ সাধারণত এই বয়সের বাচ্চাদের খেলনা গাড়ি দেওয়ার চল রয়েছে৷ তবে এই গাড়ি খেলনা নয়, একেবারে রাস্তায় নিয়ে নেমে পড়ার লাক্সারি কার!
advertisement
2/6
ইসমালিয়া মুস্তাফা, আফ্রিকার কোটিপতি ব্যক্তি, নিজেই তাঁর সন্তানের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। ছেলের পরনে উজ্জ্বল হলুদ রঙের জুতো৷ সেই জুতোর রঙের সঙ্গে মিলে যাচ্ছে, শিশুর পিছনে থাকা হলুদ রঙের গাড়ি৷ তার বাবা এই ছবি পোস্ট করে লিখেছেন যে, এই সুপার কার ছেলেকে জন্মদিনে উপহার দেওয়া হয়েছে৷ যার দাম ২ কোটি ৮৪ লাখেরও বেশি।
advertisement
3/6
বাবা, ইসমালিয়া মুস্তাফা এবং ছেলে মহম্মদ আওয়াল মুস্তফার প্রচুর ফলোয়ার রয়েছে সোশ্যাল মিডিয়ায়৷ স্বাভাবিক ভাবে ছেলের জন্মদিনে বাবার এমন গিফ্টের কথা জেনে প্রায় ১২০ কোটি মানুষ! তাঁরা শুভেচ্ছাও জানিয়েছেন৷ অনুগামীরা জানিয়েছেন যে কোটিপতি বাবার কোটিপতি ছেলে, তার ভাগ্য তো দুর্দান্ত হবেই৷ তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রচুর কমেন্ট এসেছে৷
advertisement
4/6
তবে মুস্তাফা জুনিয়রের এটাই প্রথম গাড়ি নয়। আরও অনেক গাড়ি রয়েছে তার৷ একেবারে যেন গাড়ির প্রদর্শনী! একে গাড়ির জু বা চিড়িয়াখানা বলতে ভালবাসে বাপ-ছেলে দু’জনে৷ বাবা ইসমালিয়া মুস্তাফা লাগোস দ্বীপের Mompha Burea De Change-এর সিইও৷ অত্যন্ত ধনী ব্যক্তি তিনি। সোশ্যাল মিডিয়ায় তিনি তাঁর বিলাশবহুল জীবনযাপন তুলে ধরেন৷ ১০ বছরের ছেলেও এতে সামিল হয়েছে৷
advertisement
5/6
ইসলামিয়া মোস্তফা তার বিলাসবহুল বাড়ি, ব্যক্তিগত জেট এবং সুপারকার জনসাধারণের সামনে দেখাতে ভালবাসেন। নাইজেরিয়া ও দুবাইতে তার একাধিক সম্পত্তি রয়েছে। ছেলে মহম্মদ আওয়াল মুস্তফার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে এমন সব জিনিস দেখা যায়, যা সকলেক চক্ষু ছানাবড়া করে দেবে।
advertisement
6/6
মোস্তফা জুনিয়রের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এমন সব ছবি রয়েছে যাতে দামী কাপড় থেকে শুরু করে দামী গাড়ির ছবি শোভা পায়৷ তার বাবা জানান যে, মোমফা জুনিয়রের নিজের বাড়ি আছে এবং দামী ব্র্যান্ডের পোশাক ছাড়া সে কিছু পরে না। আফ্রিকার ধনীতম বালক হিসেবে পরিচিত মহম্মদ আওয়াল মুস্তফার ঝুলিতে আরও একটি দামী গাড়ির যোগ হল তার ১০ বছরের জন্মদিনে৷