TRENDING:

ক্যানোনাইজেশনের আগে সেজে উঠেছে ভ্যাটিকান

Last Updated:
ক্যানোনাইজেশনের আগে সেজে উঠেছে ভ্যাটিকান
advertisement
1/5
ক্যানোনাইজেশনের আগে সেজে উঠেছে ভ্যাটিকান
মাদার টেরিজার সেন্টহুড। সেজে উঠেছে ভ্যাটিকান সিটি। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ব্যস্ততার ছবি সেন্ট পিটার্স স্কোয়্যারে। মাদারের ক্যানোনাইজেশনের সাক্ষী থাকতে ভ্যাটিকানে হাজির অগুণতি পুণ্যার্থী। রয়েছেন মিশনারিজ অফ চ্যারিটির সন্ন্যাসিনীরাও। আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরই মাদার টেরিজা হয়ে উঠবেন সেন্ট টেরিজা অফ কলকাতা। মাদারের ক্যানোনাইজেশনের আগে শনিবার সেজে উঠেছে পৃথিবীর ক্ষুদ্রতম দেশ ভ্যাটিকান সিটি। Pic Courtesy- Sanjay Suri
advertisement
2/5
চূড়ান্ত প্রস্তুতি চলছে সেন্ট পিটার্স স্কোয়্যারে। রবিবার স্থানীয় সময়ে সকাল দশটায় এই বিশাল চত্বরই সাক্ষী থাকবে মাদারের ক্যানোনাইজেশনের। এক লক্ষ টিকিট বিলি করা হয়েছে। সেজে উঠেছে সেন্ট পিটার্স ব্যাসিলিকা, অ্যাপোস্টোলিক প্যালেস, সিসটিন চ্যাপেল সহ পোপের সার্বোভৌম রাষ্ট্র। Pic Courtesy-Sanjay Suri
advertisement
3/5
ঐতিহাসিক এই মুহূর্তের সাক্ষী থাকতে কলকাতা থেকে এসেছেন মাদার সুপিরিয়র, সিস্টার প্রেমার নেতৃত্বে মিশনারিজ অফ চ্যারিটির সন্ন্যাসিনীরাও। এদিন ভ্যাটিকানের রাস্তায় মাদার টেরিজার ছবি হাতে পদযাত্রা করেন তাঁরা। মাদারের জীবন ও সমাজসেবার উপর আয়োজিত বিশেষ প্রদর্শনীয় ঘুরে দেখেন সন্ন্যাসিনীরা। বিশেষ নিমন্ত্রণ রক্ষার্থে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও ভারতীয় বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ সহ প্রতিনিধি দল ৷ Pic Courtesy- Sanjay Suri
advertisement
4/5
মাদার টেরিজার সেন্টহুড উপলক্ষে নানা দেশ থেকে স্বেচ্ছাসেবকরা ভিড় করেছেন ভ্যাটিকানে। শুধু ভ্যাটিকান নয়, গোটা রোমই ছেয়ে গিয়েছে মাদার ছবিতে। ক্যাথলিক প্রথা অনুযায়ী, সেন্টহুডের জন্য দু'টি ঐশ্বরীক কীর্তি প্রয়োজন। ভ্যাটিকানের মতে, মনিকা বেসরার ব্রেন টিউমার নিরাময়ের পর ব্রাজিলীয় মার্সিলিও অ্যান্ড্রিনোর ব্রেন ইনফেকশনও সেরেছিল মাদার টেরিজাকে স্মরণ করে। Pic Courtesy Sanjay Suri
advertisement
5/5
কিন্তু এই ঐশ্বরিক কীর্তি ছাড়াও অনেক গরিব-দুঃস্থ মানুষের সেবা করেছেন মাদার টেরিজা। চোখের জল মুছেছেন অনেক অসহায় মানুষের। তাই ক্যানোনাইজেশনেই আগেই অনেকের কাছে ঈশ্বরের দূত মাদার টেরিজা। Pic Courtesy Sanjay Suri
বাংলা খবর/ছবি/বিদেশ/
ক্যানোনাইজেশনের আগে সেজে উঠেছে ভ্যাটিকান
Open in App
হোম
খবর
ফটো
লোকাল